সোয়ানসি সিটি অ্যাসোসিয়েশন ফুটবল ক্লাব

সোয়ানসি সিটি অ্যাসোসিয়েশন ফুটবল ক্লাব (ইংরেজি: Swansea City Football Club; এছাড়াও সোয়ানসি সিটি এএফসি অথবা শুধুমাত্র সোয়ানসি সিটি নামে পরিচিত) হচ্ছে সোয়ানসি ভিত্তিক একটি ইংরেজ পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের ফুটবল লিগ ইএফএল চ্যাম্পিয়নশিপে খেলে। এই ক্লাবটি ১৯১২ সালে সোয়ানসি টাউন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সোয়ানসি সিটি তাদের সকল হোম ম্যাচ সোয়ানসির লিবার্টি স্টেডিয়ামে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ২১,০৮৮। যদিও পূর্বে সোয়ানসি ইউরোপীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে ওয়েলসের হয়ে প্রতিনিধিত্ব করতো, বর্তমানে তারা ইংল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করে। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন মাইকেল ডাফ এবং সভাপতির দায়িত্ব পালন করছেন অ্যান্ডি কোলম্যান। ইংরেজ মধ্যমাঠের খেলোয়াড় ম্যাট গ্রাইমস এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

সোয়ানসি সিটি
পূর্ণ নামসোয়ানসি সিটি অ্যাসোসিয়েশন ফুটবল ক্লাব
ডাকনামদ্য সোয়ানস, দ্য জ্যাকস
প্রতিষ্ঠিত১৯১২; ১১২ বছর আগে (1912)
(সোয়ানসি টাউন হিসেবে)
মাঠলিবার্টি স্টেডিয়াম
ধারণক্ষমতা২১,০৮৮[১]
মালিক
সভাপতিইংল্যান্ড অ্যান্ডি কোলম্যান
ম্যানেজারউত্তর আয়ারল্যান্ড মাইকেল ডাফ
লিগইএফএল চ্যাম্পিয়নশিপ
২০২২–২৩১০ম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

এই ক্লাবটি ১৯২১ সালে প্রথমবারের মত ফুটবল লিগে অংশগ্রহণ করে। ১৯৬৯ সালে সোয়ানসিকে নগরী ঘোষণা করার পর ক্লাবটির নাম পরিবর্তন করে সোয়ানসি সিটি রাখা হয়।[৩]

১৯৮১ সালে এই ক্লাবটি ফুটবল লিগ প্রথম বিভাগে উন্নীত হয়। পরবর্তী মৌসুমে ক্লাবটি শিরোপা জয়ের বেশ কাছাকাছি পৌঁছে গিয়েছিল, যদিও শেষের দিকে খারাপ ফলের কারণে ৬ষ্ঠ স্থান লাভ করে; যা বর্তমান পর্যন্ত এই ক্লাবটির সেরা সাফল্য। ২০১১ সালে, সোয়ানসি সিটি প্রিমিয়ার লিগে ওয়েলসের প্রথম ফুটবল ক্লাব হিসেবে উন্নীত হয়। ২০১৩ সালের ২৪শে ফেব্রুয়ারি তারিখে , সোয়ানসি সিটি ২০১৩ ফুটবল লিগ কাপের ফাইনালে ব্রাডফোর্ড সিটিকে ৫–০ গোলে পরাজিত করে ক্লাবের ইতিহাসে প্রথম কোন প্রধান ট্রফি জয়লাভ করতে সমর্থ হয় এবং ২০১৩–১৪ উয়েফা ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জন করে।[৪]

ঘরোয়া ফুটবলে, সোয়ানসি সিটি এপর্যন্ত ২৯টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১২টি ওয়েলশ ফুটবল লিগ, ১০টি ওয়েলশ কাপ এবং ১টি ফুটবল লিগ কাপ শিরোপা রয়েছে।

অর্জন সম্পাদনা

উৎস: [৫]

লিগ সম্পাদনা

কাপ সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানছয় দফা আন্দোলন২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপরবীন্দ্রনাথ ঠাকুরশেখ মুজিবুর রহমানকাজী নজরুল ইসলামভারতের সাধারণ নির্বাচন, ২০২৪বাংলাদেশবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধমহাত্মা গান্ধীক্লিওপেট্রা২০২৪ কোপা আমেরিকাবাংলা ভাষা আন্দোলনএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বিশ্ব দিবস তালিকাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতের প্রধানমন্ত্রীদের তালিকাসুন্দরবননরেন্দ্র মোদীমৌলিক পদার্থের তালিকাআবহাওয়াসাইবার অপরাধইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনপহেলা বৈশাখঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরমিয়া খলিফাইন্দিরা গান্ধীভারতবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহপদ্মা সেতুকামরুল হাসানভূমি পরিমাপব্রাজিল জাতীয় ফুটবল দলবায়ুদূষণপশ্চিমবঙ্গবাংলা ভাষাভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহ