স্টিভ বুল্ড

ব্রিটিশ ফুটবলার

স্টিফেন অ্যান্ড্রু বুল্ড (জন্ম ১৬ নভেম্বর ১৯৬২) একজন প্রাক্তন পেশাদার ইংরেজ ফুটবলার এবং ইউটোয়েন্টিথিজ প্রিমিয়ার লিগ দল আর্সেনাল এর প্রধান কোচ। খেলোয়াড় হিসাবে তিনি ১৯৮০ সাল থেকে ২০০০ সাল অবধি ডিফেন্ডার ছিলেন। বুল্ড তাঁর ফুটবল ক্যারিয়ার শুরু করেন তাঁর শহরতলির ক্লাব স্টোক সিটি দিয়ে। সেখানে তিনি তরুণ ডিফেন্ডার হিসাবে প্রভাবশালী খ্যাতি অর্জন করেন। তরুণ ডিফেন্ডার হিসাবে পটারদের সাথে সাতটি মরশুম কাটিয়ে এবং ইংলিশ ফুটবলের সর্বাধিক কাম্য সেন্টার ব্যাক হিসাবে অন্যতম হয়ে ওঠার পরে তিনি ১৯৮৮ সালে আর্সেনাল এ চলে আসেন। হাইবারি তে চলে আসার পর টনি অ্যাডামস, নাইজেল উইন্টারবার্ন এবং তাঁর প্রাক্তন স্টোক সতীর্থ লি ডিকসন এর সাথে দুর্দান্ত শক্তিশালী ব্যাক লাইন গড়ে তুলতে সক্ষম হন এবং তাঁরা নয়টি বড় সম্মান লাভ করেন । ১৯৯৯ সালে তিনি গানার্স ছেড়ে চলে যান এবং সান্ডারল্যান্ড এর সাথে তাঁর খেলার কেরিয়ার শেষ করেন। [১]

স্টিভ বুল্ড
২০১৪ সালে আর্সেনালের সহকারী ম্যানেজার হিসাবে বুল্ড
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামস্টিফেন অ্যান্ড্রু বুল্ড[১]
জন্ম (1962-11-16) ১৬ নভেম্বর ১৯৬২ (বয়স ৬১)[১]
জন্ম স্থানস্টোক-অন-ট্রেন্ট, ইংলন্ড[১]
উচ্চতা৬ ফুট ৪ ইঞ্চি (১.৯৩ মিটার)
মাঠে অবস্থানসেন্টার ব্যাক
ক্লাবের তথ্য
বর্তমান দল
আর্সেনাল ইউটোয়েন্টিথিজ
যুব পর্যায়
১৯৭৮-১৯৮০স্টোক সিটি
জ্যেষ্ঠ পর্যায়*
বছরদলম্যাচ(গোল)
১৯৮০–১৯৮৮স্টোক সিটি১৮৩(৬)
১৯৮২টর্ক ইউনাইটেড (ধার)(০)
১৯৮৮–১৯৯৯আর্সেনাল২৮৭(৫)
১৯৯৯–২০০০সান্ডারল্যান্ড২১(০)
মোট৫০০(১১)
জাতীয় দল
১৯৯৪ইংলন্ড বি(১)
১৯৯৪ইংলন্ড(০)
পরিচালিত দল
২০০১-২০১২আর্সেনাল এফ.সি. একাডেমী
২০১২–২০১৯আর্সেনাল (সহকারী)
২০১৯–আর্সেনাল ইউটোয়েন্টিথিজ
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

তাঁর খেলার কেরিয়ার শেষ হওয়ার মুখে বুল্ড আর্সেনালআর্সেনাল একাডেমীর যুব দলের প্রধান কোচ হিসাবে সাফল্য লাভ করেন। দীর্ঘকাল দায়িত্বে থাকা প্যাট রাইস এর পরিবর্ত হিসাবে ২০১২-১৩ মরসুমের শুরুতে তাঁকে সহকারী ম্যনেজার পদে পদোন্নতি দেওয়া হয়েছিল।[২]

ক্লাব জীবন

সম্পাদনা

স্টোক সিটি

সম্পাদনা

স্টোক-অন-ট্রেন্ট-এ জন্মগ্রহণকারী বুল্ড ১৯৭৮ সালে স্কুল বালক হিসাবে তাঁর নিজ শহরের স্টোক সিটি তে স্বাক্ষর করেন এবং ১৯৮০ নভেম্বর মাসে পেশাদার ফুটবলার হন[১] সেপ্টেম্বর ১৯৮১ সালে মিডলসব্রো এর কাছে ৩-২ ব্যবধানে পরাজিত হয়ে রাইট ব্যাক হিসাবে আত্মপ্রকাশ করেন।[১] তবে তিনি দলে নিয়মিত জায়গা না পেয়ে ১৯৮২ সালের অক্টোবরে টর্ক ইউনাইটেড এ ধারে (লোন) গমন করেন এবং ব্রুস রিওচ দলের হয়ে নয়টি লিগ গেম খেলে প্রথম দলের অভিজ্ঞতা অর্জন করেন।[১]

মিক মিলস পল ডাইসন এর পরিবর্ত হওয়ার ফলে বুল্ড সেন্টার ব্যাক এ ধীরে ধীরে নিয়মিত হয়ে ওঠেন।[১] তিনি তাঁর নতুন অবস্থানে বুদ্ধিমত্তার সাথে দক্ষ হয়ে উঠেছেন প্রমাণিত হওয়ার সাথে সাথে তিনি "পটার্স" এর হয়ে তিনি প্রথম দলের নিয়মিত হয়ে ওঠেন। পিঠের চোট এবং তার কারণে অস্ত্রোপচারের জন্য ১৯৮৬–৮৭ মরসুমে তঁকে যুক্তিযুক্তভাবে স্টোক প্লে-অফ করা হয় [১] ১৯৮৭–৮৮ মরসুম বুল্ড দ্বিতীয় বিভাগে সেরা ডিফেন্ডার হিসাবে সাধারণভাবে স্বীকৃত হয়ে ওঠেন। আর্সেনাল এবং এভারটন উভয়ই দলই তাঁদের রক্ষণ ভাগের জন্য যোগাযোগ করে।[১] আলোচনার পরে বুল্ড আর্সেনালকে বেছে নেন এবং ট্রাইব্যুনালে তাঁর মূল্য নির্ধারিত হয় £৩৯০,০০০ যা স্টোক এর দাবীর তুলনায় সামান্য ফি ছিল।[১]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Matthews, Tony (১৯৯৪)। The Encyclopaedia of Stoke City। Lion Press। আইএসবিএন 0952415100 
  2. "Pat Rice to leave post as Arsenal assistant manager"BBC Sport। সংগ্রহের তারিখ ১০ মে ২০১২ 

বহিঃসংযোগ

সম্পাদনা
🔥 Top keywords: প্রধান পাতাতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধান২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপরবীন্দ্রনাথ ঠাকুরটুয়েন্টি২০ আন্তর্জাতিকের রেকর্ড তালিকাঅসীম সাহাক্লিওপেট্রারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)চন্দ্রবোড়াবাংলাদেশ২০২৪ কোপা আমেরিকামিয়া খলিফানির্জলা একাদশীএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)উয়েফা ইউরো ২০২৪কোকা-কোলাজর্জিয়াশাকিব খানআবহাওয়া৬৯ (যৌনাসন)ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনকাজী নজরুল ইসলামভূমি পরিমাপবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতকুরবানীস্বামী বিবেকানন্দবাংলা ভাষাএকাদশীঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরওয়েস্ট ইন্ডিজদ্য কোকা-কোলা কোম্পানিঈদুল আযহাউয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপমহাত্মা গান্ধীআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপমুহাম্মাদশেখ মুজিবুর রহমান