ফ্রান্সিস ড্রেক

Privateer; circumnavigator of the world

স্যার ফ্রান্সিস ড্রেক (জন্ম: ফেব্রুয়ারি-মার্চ ১৫৪০-মৃত্যু: ২৭শে জানুয়ারি, ১৫৯৬) (ইংরেজি: Francis Drake) মহারাণী প্রথম এলিজাবেথের আমলের একজন ইংরেজ নৌ-সেনাপতি, সমুদ্র-অভিযাত্রী ও রাজনীতিবিদ। তিনি সমুদ্র-পথে বিশ্ব-ভ্রমণকারী ২য় ব্যক্তি (ফার্ডিনান্ড ম্যাগেলান-এর পর)। স্পেনিয়ার্ডদের সাথে ব্রিটিশদের নৌ-যুদ্ধে তিনি ব্রিটিশ নৌসেনাদের নেতৃত্ব দেন।

স্যার ফ্রান্সিস ড্রেক
— জলদস্যু —
ষোড়শ শতকে ফ্রান্সিস ড্রেকের অঙ্কিত তৈলচিত্র
ডাকনামএল দ্রাকে (স্প্যানিশ), দ্রাকো (লাতিন, "ড্রাগন")
ধরনPrivateer
জন্মফেব্রুয়ারি-মার্চ ১৫৪০
জন্মস্থানডেভন, ইংল্যান্ড
মৃত্যু২৭শে জানুয়ারি, ১৫৯৬ (৫৫ বছর)
মৃত্যুর স্থানপোর্তোবেলো, কোলন, পানামা
আনুগত্যইংল্যান্ড
কার্যকাল১৫৬৩ – ১৫৯৬
স্থানভাইস অ্যাডমিরাল
অপারেশনের বেজক্যারিবিয়ান সাগর
কমান্ডগোল্ডেন হাইন্ড (পূর্বে প্যালিকেন নামে পরিচিত ছিল)
যুদ্ধসমূহঅ্যাংলো-স্প্যানিশ যুদ্ধ (১৫৮৫)
গ্রেভলাইন্সের যুদ্ধ

নিজ দেশ ইংল্যান্ডে তিনি একজন জাতীয় বীর হিসেবে পরিচিত থাকলেও অন্যান্য দেশে তাকে "জলদস্যু", "যুদ্ধবাজ", "ক্রীতদাস ব্যবসায়ী" প্রভৃতি হিসেবে সম্বোধন করা হতো; এমন-কি তাকে ধরিয়ে দেবার জন্য স্পেনের তৎকালীন রাজা পুরস্কার পর্যন্ত ঘোষণা করেছিলেন।

জন্ম ও শৈশব সম্পাদনা

ফ্রান্সিস ড্রেক ১৫৪০ সালে ইংল্যান্ডের ডেভন অঞ্চলে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম এডমুন্ড ড্রেক (Edmund Drake) ও মাতার নাম মেরি মেলোয়ে (Mary Mylwaye)।

সমুদ্র যাত্রা সম্পাদনা

ফ্রান্সিস ড্রেক ২৩ বছর বয়সে প্রথম সমুদ্র যাত্রা করেন।

বিশ্ব-ভ্রমণ সম্পাদনা

১৫৭৭ সালে ইংল্যান্ডের প্লাইমাউথ বন্দর থেকে "প্যালিক্যান" নামক একটি জাহাজে করে তিনি বিশ্ব ভ্রমণে বের হোন এবং ১৫৮০ সালে ফিরে আসেন।

সম্মননা সম্পাদনা

১৫৮১ সালে নৌপথে বিশ্ব-ভ্রমণ করার মাধ্যমে স্পেনিয়ার্ডদের সাথে সমুদ্র যাত্রায় প্রতিদ্বন্দিতার দ্বারা ইংরেজদের রাজ্য জয়ে বিশেষ অবদান রাখার জন্য রাণী ১ম এলিজাবেথ তাকে নাইটহুড উপাধী দেন।

তথ্যসূত্র সম্পাদনা

বহি:সংযোগ সম্পাদনা

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধান২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপলোকনাথ ব্রহ্মচারীরবীন্দ্রনাথ ঠাকুরকাজী নজরুল ইসলামশেখ মুজিবুর রহমানছয় দফা আন্দোলনপাপুয়া নিউগিনিশাকিব খানভারতের সাধারণ নির্বাচন, ২০২৪বাংলাদেশবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধবাংলা ভাষা আন্দোলনক্লিওপেট্রাঘূর্ণিঝড় রেমালমৌলিক পদার্থের তালিকাবেনজীর আহমেদআবহাওয়াএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপপহেলা বৈশাখসাইবার অপরাধউয়েফা চ্যাম্পিয়নস লিগলোকসভাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনলোকসভা কেন্দ্রের তালিকাভারতভূমি পরিমাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাঅ্যারন জোন্স (ক্রিকেটার)সাতই মার্চের ভাষণবাংলা ভাষামিয়া খলিফাঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরসুন্দরবনবায়ুদূষণমুহাম্মাদ