একাদশ জাতীয় সংসদ নির্বাচন

২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন

একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য নির্বাচনের জন্য ১১তম সাধারণ নির্বাচন, যা ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ নিরষ্কুষ বিজয় অর্জন করে।[১] ৮ নভেম্বর ২০১৮ সালে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষণায় ২৩শে ডিসেম্বর নির্বাচনের তারিখ ঠিক করা হলেও ১২ নভেম্বর পুনঃতফসিলে তা পিছিয়ে ৩০শে ডিসেম্বর নির্ধারিত হয়।[২][৩]

একাদশ জাতীয় সংসদ নির্বাচন, ২০১৮

← ২০১৪৩০ ডিসেম্বর ২০১৮ (2018-12-30)২০২৪ →

জাতীয় সংসদের ৩০০টি আসন
সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ১৫১টি আসন
 প্রথম দলদ্বিতীয় দল
 
Sheikh Hasina in New York - 2018 (44057292035) (cropped).jpg
Dr. Kamal Hossain.jpg
নেতা/নেত্রীশেখ হাসিনাকামাল হোসেন
দলআওয়ামী লীগগণফোরাম
জোটমহাজোটজাতীয় ঐক্যফ্রন্ট
নেতা হয়েছেন১৯৮১২০১৮
নেতার আসনগোপালগঞ্জ-৩প্রতিযোগিতা করেননি
গত নির্বাচন৭৯.১৪%বর্জন
পূর্ববর্তী আসন২৩৪
আসন লাভ২৫৭
আসন পরিবর্তনবৃদ্ধি২৩বৃদ্ধি
শতকরা৭৬.৮৮%১২.৩৩%
সুইংহ্রাস২.২৬%বৃদ্ধি১২.৩৩%

আসন অনুযায়ী জয়ী দল

নির্বাচনের পূর্বে প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
আওয়ামী লীগ

নির্বাচিত প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
আওয়ামী লীগ

নির্বাচনে বাংলাদেশের বড় দুটি দল, বাংলাদেশ আওয়ামী লীগবাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃত্বে গঠিত মহাজোটজাতীয় ঐক্যফ্রন্ট জোটসহ বাংলাদেশের নিবন্ধিত সর্বমোট ৩৯টি দল অংশগ্রহণ করে। ১,৮৪৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন যার মধ্যে ১২৮ জন স্বতন্ত্র।[৪] এছাড়া গাইবান্ধা-৩ আসনে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ফজলে রাব্বি চৌধুরী ১৯ ডিসেম্বর ২০১৮ সালে নির্বাচনের প্রাক্কালে মৃত্যুবরণ করায় নির্বাচন কমিশন আসনটিতে ভোটগ্রহণ স্থগিত করে, ২৭ জানুয়ারি ২০১৯ তারিখে উক্ত আসনে ভোটগ্রহণের পুনঃতফসিল ঘোষণা করে।[৫]

নির্বাচনে সারাদেশে মোট ভোটার সংখ্যা ১০,৪১,৯০,৪৮০ জন; যার মধ্যে ৫,২৫,৪৭,৩২৯ জন পুরুষ ও ৫,১৬,৪৩,১৫১ জন নারী ভোটার।[৪] ভোটারগণ ৪০,১৯৯টি ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বাংলাদেশে প্রথমবারের মত ৬টি নির্বাচনী আসনে সম্পূর্ণভাবে ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোট গ্রহণ করা হয়।[৬] ইভিএম ব্যবহার করা আসনগুলো হলো, ঢাকা-৬, ঢাকা-১৩, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২সাতক্ষীরা-২

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ২০২০ সালের ১১ মার্চ যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের তৈরি প্রতিবেদনে ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করা হয়।[৭] আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ প্রতিবেদনকে একপেশে ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন।[৮]

নির্বাচন ব্যবস্থা সম্পাদনা

জাতীয় সংসদের ৩৫০টি আসনের বিপরীতে ৩০০ জন সাংসদ সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন। ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত থাকে। সংসদের ৩০০টি আসনের মধ্যে অর্ধেকের বেশি অর্থাৎ ১৫১টি বা তার বেশি আসনে যে দল জয়ী হন তারাই সরকার গঠন করেন। জোটগতভাবেও ১৫০টির বেশি আসন নিয়ে সরকার গঠিত হতে পারে। নির্বাচিত প্রতিনিধিগণ পাঁচ বছরের জন্য নির্বাচিত হন।

নির্বাচনপূর্ব পরিসংখ্যান ও তথ্য সম্পাদনা

৩০শে ডিসেম্বর ৩০০ আসনে নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঠিক হলেও ২৯৯টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়।[৯] গাইবান্ধা-৩ আসনে ২৭শে জানুয়ারি ২০১৯ তারিখে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনি তফসিল ঘোষণার সময় মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ২৮ নভেম্বর, মনোনয়ন যাচাই-বাছাই ২ ডিসেম্বর ও মনোনয়ন প্রত্যাহারের তারিখ ছিল ৯ ডিসেম্বর। ভোটগ্রহণ চলে বাংলাদেশ সময় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। সারাদেশে নিরাপত্তা বাহিনীর ৬ লাখ ৮ হাজার সদস্য দায়িত্ব পালন করেন।[১০]

অন্যান্য তথ্য:

  • রিটার্নিং অফিসার ৬৬ জন ও সহকারী রিটার্নিং অফিসার ৫৮২ জন (তাদের অধীনে ২ লাখ ৭ হাজার ৩১২ জন সহকারী প্রিসাইডিং অফিসার এবং ৪ লাখ ৬২৪ জন পোলিং অফিসার)।[১১]
  • ভোটকেন্দ্র ৪০,১৮৩টি ও ভোটকক্ষ ২,০৭,৩১২টি।[১১][১২]

পটভূমি সম্পাদনা

এরপূর্বে ২০১৪ সালে বাংলাদেশে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে বিএনপির খালেদা জিয়া নেতৃত্বাধীন প্রধান বিরোধীজোট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তনের দাবিতে নির্বাচন বর্জন করে।[১৩] যার ফলে ৩০০টি আসনের মধ্যে ২৩৪টি আসন আওয়ামী লীগ লাভ করে এবং এর মধ্যে ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহাজোটের প্রার্থীরা নির্বাচিত হন এবং বিভিন্ন মাধ্যমে নির্বাচনটিকে ‘প্রশ্নবিদ্ধ’ হিসেবে বলা হয়েছে।[১৪] এসময় শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠন করে। রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি সংসদে বিরোধীদলের ভূমিকা পালন করে। যদিও এসময়কালে বেশ কয়েকবার বিরোধীদলের ভূমিকা নিয়ে সমালোচনা হয়েছে। পরবর্তীতে বিভিন্ন সময় আন্দোলন, সহিংসতা ও বিরোধীদের গ্রেফতারের ঘটনা ঘটে।[১৫]

২০১৭ সালের জুলাইতে বিএনপি ঘোষণা করে যে, তারা একাদশ নির্বাচনে অংশ নেবে তবে তা নির্দলীয় ও নিরপেক্ষ সরকার ও নির্বাচন কমিশনের অধীনে হতে হবে। ১৪ সেপ্টেম্বর ২০১৭ তারিখে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা নিশ্চিত করেন বিএনপি নির্বাচনে অংশ নেবে তবে দূর্নীতির মামলায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সাজা হওয়ার পর সেটি পুনরায় অনিশ্চিত হয়ে পরে।[১৬] তবে পরবর্তীতে তারা পুনরায় নির্বাচনে যাওয়ার ঘোষণা দেয়।[১৭] ২০১৭ ও ২০১৮ সালে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এরশাদ বেশ কয়েকবার মহাজোট ছাড়ার ঘোষণা দেন কিন্তু ২০১৮ সালের নভেম্বরে তারা নিশ্চিত করে তারা মহাজোটের সঙ্গেই থাকবেন।[১৮]

গণফোরামের সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হোসেনকে আহ্বায়ক করে ২০১৮ সালের ১৩ অক্টোবর বিএনপি, গণফোরাম, নাগরিক ঐক্যজাতীয় সমাজতান্ত্রিক দলের সমন্বয়ে জাতীয় ঐক্যফ্রন্ট নামে একটি রাজনৈতিক ঐক্য গঠিত হয়।[১৯] দল চারটি ছাড়াও এতে যোগ দেন তত্ত্ববধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মইনুল হোসেনগণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী। ঐক্যফ্রন্ট গঠনের প্রাক্কালে সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশ এতে যোগ দেওয়ার কথা থাকলেও পরবর্তীতে তাদের যুক্তফ্রন্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে যোগদান করে।[২০]

দল ও জোটসমূহ সম্পাদনা

নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দলের মোট ১ হাজার ৭৩৩ ও সতন্ত্র প্রার্থী রয়েছে ১২৮ জন। সব মিলিয়ে মোট প্রার্থী সংখ্যা ১৮৬১ জন। এরমধ্যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের ১৬টি দলের প্রার্থীদের কয়েকজন নৌকা প্রতীকে ও বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের অধিকাংশ দল ধানের শীষ প্রতীকে নির্বাচন করে। তবে মহাজোটে থাকলেও এরশাদের জাতীয় পার্টি নিজেদের লাঙল প্রতীকে নির্বাচন করে। এর মধ্যে আওয়ামী লীগ ছাড়া নৌকা প্রতীকে নির্বাচন করে বিকল্পধারার, তরিকত ফেডারেশন ১টি করে আসনে, জাসদ ৩টি আসনে ও ওয়ার্কার্স পার্টি ৫টি আসনে। অন্যদিকে বিএনপি ছাড়া ধানের শীষ প্রতীকে, গণফোরাম ৭টি আসনে, জেএসডি ৪টি আসনে, খেলাফত মজলিস ২টি আসনে, কৃষক শ্রমিক জনতা লীগ ও এলডিপি ৪টি করে আসনে, জমিয়াতে উলামায়ে ইসলাম ৩টি আসনে এবং বিজেপি ও কল্যাণ পার্টি ১টি করে আসনে নির্বাচন করে।[১১]

জোটনেতাসদস্যপ্রার্থী২০১৪ সালে জয়ী আসন
মহাজোটশেখ হাসিনাবাংলাদেশ আওয়ামী লীগ২৫৮২৩৪
জাতীয় পার্টি (এরশাদ)২৭৩৪
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি
জাতীয় সমাজতান্ত্রিক দল
বিকল্পধারা বাংলাদেশ
জাতীয় পার্টি (মঞ্জু)
বাংলাদেশ তরিকত ফেডারেশন
বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট
জাতীয় ঐক্যফ্রন্টকামাল হোসেনবাংলাদেশ জাতীয়তাবাদী দল২৪০২০১৪ সালে নির্বাচন
বর্জন করে অংশ নেয়নি
বাংলাদেশ জামায়াতে ইসলামী২২
গণফোরাম
জাতীয় সমাজতান্ত্রিক দল (রব)
নাগরিক ঐক্য
কৃষক শ্রমিক জনতা লীগ
বাংলাদেশ জাতীয় পার্টি১৯
বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ ইসলামি ঐক‍্যজোট

জমিয়ত উলামায়ে ইসলাম

বাংলাদেশ মুসলিম লীগ
জাতীয় গণতান্ত্রিক পার্টি
জাতীয় ঐক্য প্রক্রিয়া
বাংলাদেশ কল্যাণ পার্টি
লিবারেল ডেমোক্রেটিক পার্টি
বাম গণতান্ত্রিক জোটবাংলাদেশের কমিউনিস্ট পার্টি৮৩২০১৪ সালে নির্বাচন
বর্জন করে অংশ নেয়নি
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
গণসংহতি আন্দোলন
বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)
গণতান্ত্রিক বিপ্লবী আন্দোলন
বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলন

নির্বাচন বর্জন সম্পাদনা

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না থাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২২ জন প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে। তবে নির্বাচনের দিন জামায়াতের সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এক বিবৃতিতে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।[২১][২২] এছাড়াও স্বতন্ত্র প্রার্থী সালমা ইসলাম, বিজেপি আন্দালিব রহমান ভোট বর্জন করেন।[২৩][২৪][২৫]

সমালোচনা ও সহিংসতা সম্পাদনা

২০১৩ সালে বাংলাদেশের হাইকোর্ট ইসলামী রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে যার ফলে দলটি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয়ভাবে প্রার্থী দিতে পারেনি। কিন্তু বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোটে থাকার কারণে তাদের ২২ জন প্রার্থী বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনয়ন পান এবং ৩ জন প্রার্থী সতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নেন। এর প্রেক্ষিতে বিভিন্ন মহলে এটি নিয়ে সমালোচনা হয় এবং এক তদন্তের প্রেক্ষিতে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, জামায়াত প্রার্থীদের অন্য প্রতীকে নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই।[২৬] পূর্বে ঐক্যফ্রন্টের আহ্বায়ক কামাল হোসেন বিভিন্ন সময় যদিও জামায়াতকে সাথে নির্বাচন না করার কথা বলেছিলেন। ২৬ ডিসেম্বর তিনি দি ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাতে দেওয়া এক সাক্ষাতকারে বলেন, “নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে জামায়াত নেতাদের মনোনয়ন দেওয়াটা বোকামি। তারা ধানের শীষ নিয়ে প্রার্থী হবে জানলে ঐক্যফ্রন্টের দায়িত্ব নিতাম না।”[২৭]

২০১৮ সালের ৯ থেকে ১২ ডিসেম্বরের মধ্যে ৪৭টি সহিংসতার ঘটনা ঘটেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয় যার মধ্যে ৮ জন ব্যক্তি নিহত হয়েছেন ও ৫৬০ জন আহত হয়েছেন।[২৮] বিএনপি অফিসের দেওয়া তথ্যানুসারে, ২৬ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত বিরোধী দলসমূহের (যাদের অধিকাংশ বিএনপি, জাতীয় ঐক্যফ্রন্টবিশ দলীয় জোটের নেতাকর্মী) উপর করা ২৮৩৩ হামলায় ১২,৯২৩ জন আহত হয়েছেন। ৮ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় ১৫৭৪টি মামলা দায়ের করা হয়েছে। একই সময়ে ১৫৫৬৮ জন নেতাকর্মী গ্রেফতার হয়েছেন।[২৯] ডেইলি স্টারের তথ্যানুসারে, ১০ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করা ৫৬ জন প্রার্থী (যাদের অধিকাংশ বিএনপির) হামলার শিকার হয়েছেন, ১১৯০ জন আহত হয়েছেন ও ৮০০ বিএনপি-জামায়াত নেতাকর্মী গ্রেফতার হয়েছেন।[৩০]৩০ ডিসেম্বরের নির্বাচনে সহিংসতায় বিভিন্ন জেলায় ১৫ জন নিহত হয়েছে।[৩১] নির্বাচন প্রসঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন যে, আগের রাতে ব্যালট বাক্স ভর্তি যা অন্য কোনো দেশে শোনেননি।[৩২][৩৩][৩৪][৩৫]

ইন্টারনেট সেবা বন্ধ সম্পাদনা

২৯শে ডিসেম্বর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন মোবাইল ইন্টারনেটে থ্রিজি ও ফোরজি সেবা বন্ধের নির্দেশ দেয় যা ৩১শে ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে বলে জানা যায়।[৩৬][৩৭] পরবর্তীতে ২৯ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ১১টায় আরেকটি নির্দেশনায় মোবাইল ইন্টারনেট সেবা পুরোপুরি বন্ধ করে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।[৩৮]

ফলাফল সম্পাদনা

দল অনুসারে ভোট শতাংশ

  স্বতন্ত্র (৫.৭২%)

দল অনুসারে আসন সংখ্যা

  স্বতন্ত্র (৭%)

সারাংশ সম্পাদনা

দলভোট%আসন+/–
বাংলাদেশ আওয়ামী লীগ[ক]৬,৩৫,২৩,০৬৬৭৪.৬৩৩০২+২৯
জাতীয় পার্টি৪৪,৪৩,৩৫১৫.২২২৬–৮
বাংলাদেশ জাতীয়তাবাদী দল[খ]১,১১,১৩,২৫৩১৩.০৬+৭
ইসলামী আন্দোলন বাংলাদেশ১২,৫৫,৩৭৩১.৪৭
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি[গ]৬,৪৬,০৬৪০.৭৬–২
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)[ঘ]৬,১০,০৪৪০.৭২–৩
বিকল্পধারা বাংলাদেশ[ঙ]৫,৬৫,৯৪০০.৬৬+২
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন৪,৯৬,৪২৭০.৫৮
বাংলাদেশ তরিকত ফেডারেশন[চ]৪,২৯,৯৫৫০.৫১–১
বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল[ছ]২,৮২,৩১৩০.৩৩+১
বাংলাদেশ কংগ্রেস১,৮৪,৮২৩০.২২
জাতীয় পার্টি (মঞ্জু)১,৮২,৬১১০.২১–১
জাকের পার্টি১,০৯,৪৪০০.১৩
গণফোরাম১,০৩,৫৩৫০.১২+২
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট৬০,৩৭২০.০৭
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি৫৫,৪২১০.০৭
ন্যাশনাল পিপলস পার্টি৩৬,৬১১০.০৪
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ৩১,৪৬৮০.০৪
লিবারেল ডেমোক্রেটিক পার্টি২৫,১৫২০.০৩
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি১৮,০৪৩০.০২
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল১৭,৫৯১০.০২
বাংলাদেশ মুসলিম লীগ১৫,১১৬০.০২
বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট১৩,২৮৯০.০২–১
ইসলামী ঐক্যজোট১১,৩২৮০.০১
খেলাফত মজলিস১১,২০৩০.০১
বাংলাদেশ খেলাফত আন্দোলন৯,৭৯৬০.০১
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি৮,৩৬৭০.০১
প্রগতিশীল গণতান্ত্রিক দল৬,১১৩০.০১
জাতীয় গণ ফ্রন্ট৫,২৭৭০.০১
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি৫,১৭৬০.০১
বাংলাদেশ জাতীয় পার্টি৪,৬০৬০.০১
জাতীয় গণতান্ত্রিক পার্টি৩,৭৯৮
জাতীয় সমাজতান্ত্রিক দল (রব)৩,১১৯
বাংলাদেশ খেলাফত মজলিস২,৮৯৯
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ২,৩৫১
গণতন্ত্রী পার্টি১,৬৪১
বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট১,২১৯
কৃষক শ্রমিক জনতা লীগ৫৯৭
বাংলাদেশের সাম্যবাদী দল (মার্কসবাদী-লেনিনবাদী) (বড়ুয়া)৩৮৭
বাংলাদেশ মুসলিম লীগ২২৮
বাংলাদেশ জাতীয় পার্টি১১১
বাংলাদেশ কল্যাণ পার্টি৫৫
স্বতন্ত্র৮,১৬,৯০২০.৯৬–১২
মোট৮,৫১,১৪,৪৩১১০০৩৫০+৫০
নিবন্ধিত ভোটার/ভোটদান১০,৪১,৪২,৩৮১৮০.২
উৎস: নিক, নিক, নিক,
parliament.gov.bd, আইএফইএস, প্রথম আলো, একুশে টিভি

সংসদীয় আসন অনুযায়ী সম্পাদনা

সংসদীয় আসনজয়ীরানার-আপব্যবধান
#নামদলজোটপ্রার্থীভোটদলজোটপ্রার্থীভোট
রংপুর বিভাগ
পঞ্চগড়-১বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটমজাহারুল হক প্রধান১,৭৩,৮৮৮বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টনওশাদ জমির১,৩২,৫৩৯৪১,৩৪৯
পঞ্চগড়-২বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটনূরুল ইসলাম সুজন১,৬৯,৫১৪বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টফরহাদ হোসেন আজাদ১,১১,০৯৫৫৮,৪১৯
ঠাকুরগাঁও-১বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটরমেশ চন্দ্র সেন২,২৫,৭৯৮বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমির্জা ফখরুল ইসলাম আলমগীর১,২৮,০৮০৯৭,৭১৮
ঠাকুরগাঁও-২বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটদবিরুল ইসলাম২,২৩,৬১৬বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমোঃ আব্দুল হাকিম১৫,৬৩৮২,০৭,৯৭৮
ঠাকুরগাঁও-৩বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টজাহিদুর রহমান৮৮,৫১০স্বতন্ত্র রাজনীতিবিদনেইএমদাদুল হক৮৪,৯৩৫৪,১১৫
দিনাজপুর-১বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটমনোরঞ্জন শীল গোপাল১,৯৮,৭৯২বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমোহাম্মদ হানিফ৭৮,৯২৮১,১৯,৮৬৪
দিনাজপুর-২বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটখালিদ মাহমুদ চৌধুরী১,৯৭,০৬৬বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টসাদিক রিয়াজ৪৮,৮২২১,৪৮,২৪৪
দিনাজপুর-৩বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটইকবালুর রহিম২,৩০,৪৪৫ইসলামী আন্দোলন বাংলাদেশজাতীয় ঐক্যফ্রন্টমোঃ খায়রুজ্জামান৩৯,২৪৭১,৯১,১৯৮
দিনাজপুর-৪বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটআবুল হাসান মাহমুদ আলী২,০৩,৮৬৬বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টআখতারুজ্জামান মিয়া৬১,৭০৬১,৪২,১৬০
১০দিনাজপুর-৫বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটমোস্তাফিজুর রহমান ফিজার১,৮৮,৬৮০বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টএ জেড এম রেজওয়ানুল হক১,২৮,৫৬৭৬০,১১৩
১১দিনাজপুর-৬বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটশিবলী সাদিক২,৮১,৮৯১বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টআনোয়ারুল ইসলাম৬৯,৭৬৯২,১২,১২২
১২নীলফামারী-১বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটআফতাব উদ্দিন সরকার১,৮৮,৭৮৪বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টরফিকুল ইসলাম৮৮,৭৯১৯৯,৯৯৩
১৩নীলফামারী-২বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটআসাদুজ্জামান নূর১,৭৮,০৩০বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমনিরুজ্জামান মন্টু৮০,২৮৩৯৭,৭৪৭
১৪নীলফামারী-৩জাতীয় পার্টিমহাজোটরানা মোহাম্মদ সোহেল১,৩৭,২২৪বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমোঃ আজিজুল ইসলাম৪৪,০৯৩৯৩,১৩১
১৫নীলফামারী-৪জাতীয় পার্টিমহাজোটআহসান আদেলুর রহমান২,৩৬,৯৩০ইসলামী আন্দোলন বাংলাদেশকোনোটিই নয়মোঃ শহিদুল ইসলাম২৭,২৯৪২,০৯,৬৩৬
১৬লালমনিরহাট-১বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটমোতাহার হোসেন২,৬৩,০৬২বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমোঃ হাসান রাজীব প্রধান১২,১৫৭২,৫০,৯০৫
১৭লালমনিরহাট-২বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটনুরুজ্জামান আহমেদ১,৯৮,৯৪২বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমোঃ রোকন উদ্দিন বাবুল৭৮,১৯৩১,২০,৭৪৯
১৮লালমনিরহাট-৩জাতীয় পার্টিমহাজোটজি এম কাদের১,৪৯,৬৪১বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টআসাদুল হাবিব দুলু৮০,২২৫৬৯,৪১৬
১৯রংপুর-১জাতীয় পার্টিমহাজোটমসিউর রহমান রাঙ্গা১,৯৮,৯১৪বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমোঃ রহমত উল্লাহ১৯,৪৯৩১,৭৯,৪২১
২০রংপুর-২বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটআহসানুল হক চৌধুরী১,১৮,৩৬৮বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমোহাম্মদ আলী সরকার৫৩,৩৫০৬৫,০১৮
২১রংপুর-৩জাতীয় পার্টিমহাজোটহুসেইন মুহাম্মদ এরশাদ১,৪২,৯২৬বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টরিতা রহমান৫৩,০৮৯৮৯,৮৩৭
২২রংপুর-৪বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটটিপু মুনশি১,৯৯,৯৭৩বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমোঃ এমদাদুল হক১,০৪,১৭৭৯৫,৭৯৬
২৩রংপুর-৫বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটএইচ এন আশিকুর রহমান২,৪৪,৭৫৮বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টগোলাম রব্বানী৬৪,১৪৭১,৮০,৬১১
২৪রংপুর-৬বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটশিরীন শারমিন চৌধুরী২,৩৪,৪২৬বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমোঃ সাইফুল ইসলাম২৪,০৫৩২,১০,৩৭৩
২৫কুড়িগ্রাম-১বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটআছলাম হোসেন সওদাগর১,২১,৯০১বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টসাইফুর রহমান রানা১,১৮,১৩৪৩,৭৬৭
২৬কুড়িগ্রাম-২জাতীয় পার্টিমহাজোটপনির উদ্দিন আহমেদ২,২৯,৪৪৩গণফোরামজাতীয় ঐক্যফ্রন্টআমিন১,০৭,১৪৬১,২২,২৯৭
২৭কুড়িগ্রাম-৩বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটএম. এ. মতিন১,৩২,৩৯০বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টতাসভীর উল ইসলাম৭০,৪২৪৬১,৯৬৬
২৮কুড়িগ্রাম-৪বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটজাকির হুসেইন১,৬২,৬৩৪বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টআজিজুর রহমান৫৫,৯৬০১,০৬,৬৭৪
২৯গাইবান্ধা-১জাতীয় পার্টিমহাজোটশামীম হায়দার পাটোয়ারী১,৯৭,৫৮৫বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমাজেদুর রহমান৬৫,১৭৩১,৩২,৪১২
৩০গাইবান্ধা-২বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটমাহাবুব আরা বেগম গিনি১,৮৯,৬১৭বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টআব্দুর রশীদ সরকার৬৮,৬৭০১,২০,৯৪৭
৩১গাইবান্ধা-৩বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটইউনুস আলী সরকার১,২১,১৬৩জাতীয় পার্টিকোনোটিই নয়দিলারা খন্দকার শিল্পী২৮,৩৮৫৯২,৭৭৮
৩২গাইবান্ধা-৪বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটমনোয়ার হোসেন চৌধুরী৩,০০,৮৬০জাতীয় পার্টিকোনোটিই নয়কাজী মোঃ মোশতিউর রহমান৫,৭১৭২,৯৫,১৪৩
৩৩গাইবান্ধা-৫বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটফজলে রাব্বী মিয়া২,৪২,৮৬১বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টফারুক আলম সরকার১৯,৯৯৬২,২২,৮৬৫
রাজশাহী বিভাগ
৩৪জয়পুরহাট-১বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটসামছুল আলম দুদু২,১৯,৮২৫স্বতন্ত্র রাজনীতিবিদজাতীয় ঐক্যফ্রন্টআলেয়া বেগম৮৪,২১২১,৩৫,৬১৩
৩৫জয়পুরহাট-২বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটআবু সাঈদ আল মাহমুদ স্বপন২,২৮,৭৩০বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টএ.ই.এম খলিলুর রহমান২৬,১২০২,০২,৬১০
৩৬বগুড়া-১বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটআব্দুল মান্নান২,৬৮,৭৬৮বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টকাজী রফিকুল ইসলাম১৬,৬১৩২,৫২,১৫৫
৩৭বগুড়া-২বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটশরিফুল ইসলাম জিন্নাহ১,৭৮,১৪২বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমাহমুদুর রহমান মান্না৬২,৩৯৩১,১৫,৭৪৯
৩৮বগুড়া-৩বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটনুরুল ইসলাম তালুকদার১,৫৭,৭৯২বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমাসুদা মোমেন৫৮,৫৮০৯৯,২১২
৩৯বগুড়া-৪বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমোশারফ হোসেন১,২৮,৫৮৫জাতীয় সমাজতান্ত্রিক দলমহাজোটএ কে এম রেজাউল করিম তানসেন৮৬,০৪৮৪২,৫৩৭
৪০বগুড়া-৫বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটহাবিবুর রহমান হাবিব৩,৩১,৫৪৬বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টগোলাম মোহাম্মদ সিরাজ৪৯,৭৭৭২,৮১,৭৬৯
৪১বগুড়া-৬বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমির্জা ফখরুল ইসলাম আলমগীর২,০০,৭২৫জাতীয় পার্টিমহাজোটনূরুল ইসলাম ওমর৪০,৩৬২১,৬০,৩৬৩
৪২বগুড়া-৭স্বতন্ত্র রাজনীতিবিদজাতীয় ঐক্যফ্রন্টরেজাউল করিম বাবলু১,৯০,২৯৯স্বতন্ত্র রাজনীতিবিদকোনোটিই নয়মিঃ ফেরদৌস আরা খান৬৫,২৯২১,২৫,০০৭
৪৩চাঁপাইনবাবগঞ্জ-১বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটসামিল উদ্দিন আহমেদ শিমুল১,৮০,০৭৮বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টশাহজাহান মিয়া১,৬৩,৬৫০১৬,৪২৮
৪৪চাঁপাইনবাবগঞ্জ-২বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টআমিনুল ইসলাম১,৭৫,৪৬৬বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটজিয়াউর রহমান১,৩৯,৯৫২৩৫,৫১৪
৪৫চাঁপাইনবাবগঞ্জ-৩বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টহারুনুর রশীদ১,৩৩,৬৬১বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটআব্দুল ওদুদ৮৫,৯৩৮৪৭,৭২৩
৪৬নওগাঁ-১বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটসাধন চন্দ্র মজুমদার১,৮৭,২৯০বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টছালেক চৌধুরী১,৪২,০৫৬৪৫,২৩৪
৪৭নওগাঁ-২বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটশহীদুজ্জামান সরকার১,৭২,১৩১বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টশামসুজ্জোহা খান১,০০,৬৬৫৭১,৪৬৬
৪৮নওগাঁ-৩জাতীয় পার্টিমহাজোটছলিম উদ্দীন তরফদার১,৯০,৫৮১বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টপারভেজ আরেফিন সিদ্দিক১,৩৬,০২৩৫৪,৫৫৮
৪৯নওগাঁ-৪বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটমুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামাণিক১,৬৮,৮৪৫বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টসামসুল আলম প্রামাণিক৫৩,০৪৪১,১৫,৮০১
৫০নওগাঁ-৫বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটনিজাম উদ্দিন জলিল১,৫৬,৯৬৫বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমোঃ জাহিদুল ইসলাম ধলু৮৩,৭৫৯৭৩,২০৬
৫১নওগাঁ-৬বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটইসরাফিল আলম১,৮৯,৮৬৪বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টআলমগীর কবির৪৬,১৫০১,৪৩,৭১৪
৫২রাজশাহী-১জাতীয় পার্টিমহাজোটওমর ফারুক চৌধুরী২,০৩,৪৭৯বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টআমিনুল হক১,১৮,০৯৬৮৫,৩৮৩
৫৩রাজশাহী-২বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিমহাজোটফজলে হোসেন বাদশা১,১৫,৪৫৩বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমিজানুর রহমান মিনু১,০৩,৩২৭১২,১২৬
৫৪রাজশাহী-৩বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটআয়েন উদ্দিন২,১১,৩৮৮বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমোহাম্মদ শফিকুল হক মিলন৮০,৮০৬১,৩০,৫৮২
৫৫রাজশাহী-৪বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটএনামুল হক১,৯০,৪১২বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমোঃ আবু হেনা১৪,১৫৭১,৭৬,২৫৫
৫৬রাজশাহী-৫বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটমনসুর রহমান১,৮৭,৩৭০বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টঅধ্যাপক নজরুল ইসলাম২৮,৬৮৭১,৫৮,৬৮৩
৫৭রাজশাহী-৬বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটশাহরিয়ার আলম২,০২,১০৪জাতীয় পার্টিকোনোটিই নয়মোঃ ইকবাল হোসেন৪,১৬২১,৯৭,৯৪২
৫৮নাটোর-১বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটশহিদুল ইসলাম বকুল২,৪৬,৪৪০বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টকামরুন নাহার১৫,৩৩৮২,৩১,১০২
৫৯নাটোর-২বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটশফিকুল ইসলাম শিমুল২,৬২,৭৪৫বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টসাবিনা ইয়াসমিন১৩,১৯৭২,৪৯,৫৪৮
৬০নাটোর-৩বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটজুনাইদ আহমেদ পলক২,৩০,৩২৭বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমোঃ দাউদার মাহমুদ৮,৮৪১২,২১,৪৮৬
৬১নাটোর-৪বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটআব্দুল কুদ্দুস২,৮৫,৫৩২জাতীয় পার্টিকোনোটিই নয়মোঃ আলাউদ্দিন মৃধা৭,৩০৪২,৭৮,২২৮
৬২সিরাজগঞ্জ-১বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটমোহাম্মদ নাসিম৩,২৪,৪২৪বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টকনকচাঁপা১,১১৮৩,২৩,৩০৬
৬৩সিরাজগঞ্জ-২বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটহাবিবে মিল্লাত২,৯১,৮৫৯বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টরুমানা মাহমুদ১৩,৭৫৮২,৭৮,১০১
৬৪সিরাজগঞ্জ-৩বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটআব্দুল আজিজ২,৯৫,৫১৭বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টআবদুল মান্নান তালুকদার২৭,২৪৮২,৬৮,২৬৯
৬৫সিরাজগঞ্জ-৪বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটতানভীর ইমাম৩,০৩,৭০৬বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টশফিকুল ইসলাম অপু২৪,৮৯৩২,৭৮,৮১৩
৬৬সিরাজগঞ্জ-৫বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটআব্দুল মমিন মন্ডল২,৫৯,৮৬১বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমোঃ আমিরুল ইসলাম খান২৮,৩১৭২,৩১,৫৪৪
৬৭সিরাজগঞ্জ-৬বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটহাসিবুর রহমান স্বপন৩,৩৫,৭৫৯বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টএমএ মুহিত১৪,৬৯৭৩,২১,০৬২
৬৮পাবনা-১বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটশামসুল হক টুকু২,৮১,৮৩৪গণফোরামজাতীয় ঐক্যফ্রন্টআবু সাইয়িদ১৬,০০৪২,৬৫,৮৩০
৬৯পাবনা-২বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটআহমেদ ফিরোজ কবির২,৪২,৬৮১বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টএ কে এম সেলিম রেজা হাবিব৫,৩৮৩২,৩৭,২৯৮
৭০পাবনা-৩বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটমকবুল হোসেন২,৮৪,৭৫২বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টকে এম আনোয়ারুল ইসলাম৫৮,৬২৩২,২৬,১২৯
৭১পাবনা-৪বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটশামসুর রহমান শরীফ২,৪৯,৫৫৮বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমোঃ হাবিবুর রহমান৪৮,৮২২২,০০,৭৩৬
৭২পাবনা-৫বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটগোলাম ফারুক খন্দকার প্রিন্স৩,২১,৪৫৮বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমোঃ ইকবাল হোসেন২০,৬৩৬৩,০০,৮২২
খুলনা বিভাগ
৭৩মেহেরপুর-১বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটফরহাদ হোসেন১,৯৭,০৯৭বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমাসুদ অরুণ১৪,১৯২১,৮২,৯০৫
৭৪মেহেরপুর-২বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটসাহিদুজ্জামান খোকন১,৬৯,৩১৪বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমোঃ জাবেদ মাসুদ৭,৭৯২১,৬১,৫২২
৭৫কুষ্টিয়া-১বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটআ ক ম সারোয়ার জাহান বাদশা২,৭৬,৬৭৫বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টরেজা আহমেদ৬,১০৩২,৭০,৫৭২
৭৬কুষ্টিয়া-২জাতীয় সমাজতান্ত্রিক দলমহাজোটহাসানুল হক ইনু২,৮০,৬৩৬বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমোহাম্মদ আহসান হাবিব লিংকন৩৬,৭৭৭২,৪৩,৮৫৯
৭৭কুষ্টিয়া-৩বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটমাহবুবউল আলম হানিফ২,৯৬,৫৯০বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমোঃ জাকির হোসেন সরকার১৪,৩৮১২,৮২,২০৯
৭৮কুষ্টিয়া-৪বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটসেলিম আলতাফ জর্জ২,৭৮,৮১৮বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টসৈয়দ মেহেদী আহমেদ রুমি১২,৫০৭২,৬৬,৩১১
৭৯চুয়াডাঙ্গা-১বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটসোলায়মান হক জোয়ার্দ্দার৩,০৯,৯৯৩বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমোঃ শরিফুজ্জামান২৩,১২০২,৮৬,৮৭৩
৮০চুয়াডাঙ্গা-২বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটআলী আজগার টগর১,৯৮,৯৩৭বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমাহমুদ হাসান খান২৬,৯২৪১,৭২,০১৩
৮১ঝিনাইদহ-১বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটআব্দুল হাই২,২২,০১৯বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টআসাদুজ্জামান৬,৬৬৮২,১৫,৩৫১
৮২ঝিনাইদহ-২বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটতাহজীব আলম সিদ্দিকী৩,২৫,৮৮৬ইসলামী আন্দোলন বাংলাদেশকোনোটিই নয়মোঃ ফখরুল ইসলাম৯,২৯৩৩,১৬,৫৯৩
৮৩ঝিনাইদহ-৩বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটশফিকুল আজম খান২,৪২,৫৩২বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমো. মতিয়ার রহমান৩২,২৪৯২,১০,২৮৩
৮৪ঝিনাইদহ-৪বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটআনোয়ারুল আজীম২,২৬,৩৬৯বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমোঃ সাইফুল ইসলাম ফিরোজ৯,৫০৬২,১৬,৮৯০
৮৫যশোর-১বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটশেখ আফিল উদ্দিন২,১১,৪৪৩বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমফিকুল হাসান তৃপ্তি৪,৯৮১২,০৬,৪৬২
৮৬যশোর-২বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটনাসির উদ্দিন৩,২৫,৭৯৩বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টআবু সাঈদ মুহাম্মদ শাহাদৎ হুসাইন১৩,৪৯০৩,১২,৩০৩
৮৭যশোর-৩বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটকাজী নাবিল আহমেদ৩,৬১,৩৩৩বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টঅনিন্দ্য ইসলাম অমিত৩১,৭১০৩,২৯,৬২৩
৮৮যশোর-৪বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটরণজিত কুমার রায়২,৭৩,২৩৪বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টটিএস আইয়ুব৩০,৮৭৪২,৪২,৩৬০
৮৯যশোর-৫বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটস্বপন ভট্টাচার্য্য২,৮২,৮৭২বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমুহাম্মদ ওয়াক্কাস২৪,৬২১২,৫৮,২৫১
৯০যশোর-৬বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটইসমত আরা সাদেক১,৫৬,৩৯৭বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমো. আবুল হোসেন আজাজ৫,৬৫৩১,৫০,৭৪৪
৯১মাগুরা-১বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটসাইফুজ্জামান শিখর২,৬৯,১৯৮বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমোঃ মনোয়ার হোসেন১৬,৬০৬২,৫২,৫৯২
৯২মাগুরা-২বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটবীরেন শিকদার২,২৯,৬৫৯বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টনিতাই রায় চৌধুরী৫২,৬৬৮১,৭৬,৯৯১
৯৩নড়াইল-১বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটকবিরুল হক১,৮২,৫২৯বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টবিশ্বাস জাহাঙ্গীর আলম৮,৯১৯১,৭৩,৬১০
৯৪নড়াইল-২বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটমাশরাফী বিন মোর্ত্তজা২,৭১,২১০বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টফরিদুজ্জামান৭,৮৮৩২,৬৩,৩২৭
৯৫বাগেরহাট-১বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটশেখ হেলাল উদ্দীন২,৫২,৬৪৬বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমোঃ শেখ মাসুদ রানা১১,৪৮৫২,৪১,১৬১
৯৬বাগেরহাট-২বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটশেখ তন্ময়২,২১,২১২বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টএম এ সালাম৪,৫৯৭২,১৬,৬১৫
৯৭বাগেরহাট-৩বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটহাবিবুন নাহার২,৭৫,৭৯৯বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমোহাম্মদ আব্দুল ওয়াদুদ শেখ১৩,৪৭৫২,৬২,৩২৪
৯৮বাগেরহাট-৪বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটমোজাম্মেল হোসেন২,৪৭,৯৪১ইসলামী আন্দোলন বাংলাদেশকোনোটিই নয়মাজিদ হাওলাদার২,৪৭১২,৪৫,৪৭০
৯৯খুলনা-১বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটপঞ্চানন বিশ্বাস১,৭২,১৫২বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টআমির এজাজ খান২৮,৩৩২১,৪৩,৮২০
১০০খুলনা-২বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটশেখ সালাহউদ্দিন জুয়েল১,১২,১০০বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টনজরুল ইসলাম মঞ্জু২৭,৩৭৯৮৪,৭২১
১০১খুলনা-৩বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটমন্নুজান সুফিয়ান১,৩৪,৮০৬বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টরাকিবুল ইসলাম২৩,৬০৬১,১১,২০০
১০২খুলনা-৪বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটআব্দুস সালাম মুর্শেদীবিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে
১০৩খুলনা-৫বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটনারায়ন চন্দ্র চন্দ২,৩১,৭১৭বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমিয়া গোলাম পরওয়ার৩২,৯৫৯১,৯৮,৭৫৮
১০৪খুলনা-৬বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটআক্তারুজ্জামান বাবু২,৮৪,৩৪৯বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমো. আবুল কালাম আজাদ১৯,২৫৭২,৬৫,০৯২
১০৫সাতক্ষীরা-১বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটমুস্তফা লুৎফুল্লাহ৩,৩২,০৬৩বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টহাবিবুল ইসলাম হাবিব১৭,৪৫৫৩,১৪,৬০৮
১০৬সাতক্ষীরা-২বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটমীর মোস্তাক আহমেদ রবি১,৫৫,৬১১বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টআব্দুল খালেক মন্ডল২৭,৭১১১,২৭,৯০০
১০৭সাতক্ষীরা-৩বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটআ. ফ. ম. রুহুল হক৩,০৩,৬৪৮বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমোঃ শহিদুল আলম২৪,৬৭১২,৭৮,৯৭৭
১০৮সাতক্ষীরা-৪বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটএস. এম. জগলুল হায়দার২,৩৮,৩৮৭বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টগাজী নজরুল ইসলাম৩০,৪৮৬২,০৭,৯০১
বরিশাল বিভাগ
১০৯বরগুনা-১বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটধীরেন্দ্র দেবনাথ শম্ভু৩,১৯,৯৫৭বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমতিউর রহমান তালুকদার১৫,৩৪৪৩,০৪,৬১৩
১১০বরগুনা-২বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটশওকত হাচানুর রহমান রিমন২,০০,৩২৫বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টখন্দকার মাহবুব হোসেন৯,৫১৮১,৯০,৮০৭
১১১পটুয়াখালী-১বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটশাহজাহান মিয়া২,৭০,৯৭০ইসলামী আন্দোলন বাংলাদেশকোনোটিই নয়আলতাফুর রহমান১৫,১০৩২,৫৫,৮৬৭
১১২পটুয়াখালী-২বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটআ. স. ম. ফিরোজ১,৮৫,৭৮৩ইসলামী আন্দোলন বাংলাদেশকোনোটিই নয়মোঃ নজরুল ইসলাম৯,২৬৯১,৭৬,৫১৪
১১৩পটুয়াখালী-৩বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটএস এম শাহাজাদা২,১৭,২৬১ইসলামী আন্দোলন বাংলাদেশকোনোটিই নয়কামাল খান৯,০০৯২,০৮,২৫২
১১৪পটুয়াখালী-৪বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটমুহিব্বুর রহমান মুহিব১,৮৮,৭৮১ইসলামী আন্দোলন বাংলাদেশকোনোটিই নয়মোঃ হাবিবুর রহমান হাওলাদার৭,২৫১১,৮১,৫৩০
১১৫ভোলা-১বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটতোফায়েল আহমদ২,৪৫,৪০৯ইসলামী আন্দোলন বাংলাদেশকোনোটিই নয়মাওলানা মোহাম্মদ ইয়াসিন৭,৮০১২,৩৭,৬০৮
১১৬ভোলা-২বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটআলী আজম২,২৫,৭৩৭বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টহাফিজ ইব্রাহিম১৪,২১৪২,১১,৫২৩
১১৭ভোলা-৩বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটনুরুন্নবী চৌধুরী শাওন২,৫২,২১৪ইসলামী আন্দোলন বাংলাদেশকোনোটিই নয়মোঃ মোসলেহ উদ্দিন৪১,৫১৬২,৪৮,০৬৩
১১৮ভোলা-৪বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটআব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব২,৯৯,০৭৪ইসলামী আন্দোলন বাংলাদেশকোনোটিই নয়মোঃ মহিবুল্লাহ৬,৪৮১২,৯২,৫৯৩
১১৯বরিশাল-১বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটআবুল হাসনাত আবদুল্লাহ২,০৫,৫০২ইসলামী আন্দোলন বাংলাদেশকোনোটিই নয়মোঃ রাসেল সরদার১,৪১৫২,০৪,০৮৭
১২০বরিশাল-২বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটশাহে আলম তালুকদার২,১২,৩৪৪বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টসরদার সরফুদ্দিন আহমেদ১,১৩৭২,০১,২০৭
১২১বরিশাল-৩জাতীয় পার্টিকোনোটিই নয়গোলাম কিবরিয়া টিপু৫৪,৭৭৮বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টজয়নুল আবেদীন৪৭,২৮৭৭,৪৯১
১২২বরিশাল-৪বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটপংকজ নাথ২,৪১,০০৩বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টনুরুর রহমান জাহাঙ্গীর৯,২৮২২,৩১,৭২১
১২৩বরিশাল-৫বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটজাহিদ ফারুক২,১৫,০৮০বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমজিবুর রহমান সারওয়ার৩১,৩৬২১,৮৩,৭১৮
১২৪বরিশাল-৬জাতীয় পার্টিমহাজোটনাসরীন জাহান রত্না১,৫৯,৩৯৮ইসলামী আন্দোলন বাংলাদেশকোনোটিই নয়এ কে এম নুরুল ইসলাম১৪,৮৪৫১,৪৪,৫৫৩
১২৫ঝালকাঠি-১বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটবজলুল হক হারুন১,৩১,৪৮৩বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমোহাম্মদ শাহজাহান ওমর৬,০০১১,২৫,৪৮২
১২৬ঝালকাঠি-২বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটআমির হোসেন আমু২,১৪,৯৩৭ইসলামী আন্দোলন বাংলাদেশকোনোটিই নয়মুফতি সৈয়দ মোঃ ফজলুল করিম৯,৮১২২,০৫,১২৫
১২৭পিরোজপুর-১বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটশ ম রেজাউল করিম৩,৩৮,৬১০বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টশামীম সাঈদী৮,৩০৮৩,৩০,৩০২
১২৮পিরোজপুর-২জাতীয় পার্টিমহাজোটআনোয়ার হোসেন মঞ্জু১,৭৯,৪২৫বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমোস্তাফিজুর রহমান ইরান৬,৩২৬১,৭৩,০৯৯
১২৯পিরোজপুর-৩জাতীয় পার্টিমহাজোটরুস্তম আলী ফরাজী১,৩৫,৩১০বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমোঃ রুহুল আমিন দুলা৭,৬৯৮১,২৭,৬১২
ঢাকা বিভাগ
১৩০টাঙ্গাইল-১বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটআব্দুর রাজ্জাক২,৮০,২৯২বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টশহিদুল ইসলাম১৬,৪৪০২,৬৩,৮৫২
১৩১টাঙ্গাইল-২বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটছোট মনির২,৯৯,৯৪৮বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টসুলতান সালাহউদ্দিন টুকু৯,৮৮৯২,৯০,০৫৯
১৩২টাঙ্গাইল-৩বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটআতাউর রহমান খান২,৪২,৪৩৭বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টলুৎফর রহমান খান আজাদ৯,১২২২,৩৩,৩১৫
১৩৩টাঙ্গাইল-৪বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটমোহাম্মদ হাছান ইমাম খাঁন২,২৪,০১২কৃষক শ্রমিক জনতা লীগজাতীয় ঐক্যফ্রন্টমোঃ লিয়াকত আলী৩৪,৩৮৮১,৮৯,৬২৪
১৩৪টাঙ্গাইল-৫বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটছানোয়ার হোসেন১,৪৯,৩৬৩বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমাহমুদুল হাসান৭৮,৯৯২৭০,৩৭০
১৩৫টাঙ্গাইল-৬বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটআহসানুল ইসলাম টিটু২,৮০,২২৭বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টগৌতম চক্রবর্তী৪৪,৫৫৯২,৩৫,৬৬৮
১৩৬টাঙ্গাইল-৭বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটখালিদ মাহমুদ চৌধুরী১,৬৪,৫৯১বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টআবুল কালাম আজাদ সিদ্দিকী৮৭,৯৪৯৭৬,৬৪২
১৩৭টাঙ্গাইল-৮বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটজোয়াহেরুল ইসলাম২,০৭,৬৭৯কৃষক শ্রমিক জনতা লীগজাতীয় ঐক্যফ্রন্টকুরী সিদ্দিকী৭১,১৪৪১,৩৬,৫৩৫
ময়মনসিংহ বিভাগ
১৩৮জামালপুর-১বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটআবুল কালাম আজাদ২,৭৪,৬০৫ইসলামী আন্দোলন বাংলাদেশকোনোটিই নয়এ মজিদ৫,২২৪২,৬৯,৩৮১
১৩৯জামালপুর-২বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটফরিদুল হক খান১,৮০,৪১৮বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টসুলতান মাহমুদ বাবু১৬,৭২১১,৬৩,৬৯৭
১৪০জামালপুর-৩বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটমির্জা আজম৩,৮৫,১১৩বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমোস্তাফিজুর রহমান বাবুল৪,৬৭৭৩,৮০,৪৩৬
১৪১জামালপুর-৪বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটমুরাদ হাসান২,১৭,১৯৮জাতীয় পার্টিকোনোটিই নয়মোঃ মোখলেছুর রহমান১,৫৯৩২,১৫,৬০৫
১৪২ঠাকুরগাঁও-৩বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটমোজাফফর হোসেন৩,৭৩,৯০৯বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টশাহ মোঃ ওয়ারেস আলী মামুন৩০,৯৭৪৩,৪২,৯৩৫
১৪৩শেরপুর-১বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটআতিউর রহমান আতিক২,৮৭,৪৫২বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টসানসিলা জেব্রিন২৭,৬৪৩২,৫৯,৮০৯
১৪৪শেরপুর-২বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটমতিয়া চৌধুরী৩,০০,৪৪২বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টফাহিম চৌধুরী৭,৬৫২২,৯২,৭৯০
১৪৫শেরপুর-৩বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটএ কে এম ফজলুল হক২,৫১,৯৩৬বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমাহমুদুল হক রুবেল১২,৪৯১২,৩৯,৪৪৫
১৪৬ময়মনসিংহ-১বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটজুয়েল আরেং২,০৩,৮৬৬বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টআফজাল এইচ খান২৮,৬৩৮২,৩০,২৮৫
১৪৭ময়মনসিংহ-২বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটশরীফ আহমেদ২,৯১,৪৭২বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টশাহ্‌ শহীদ সরোয়ার৬২,২৩৩২,২৯,২৩৯
১৪৮ময়মনসিংহ-৩বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটনাজিম উদ্দিন আহমেদ১,৫৯,৩০০বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টএম ইকবাল হোসেন২৪,৫১৯১,৩৪,৭৮১
১৪৯ময়মনসিংহ-৪জাতীয় পার্টিমহাজোটরওশন এরশাদ২,৪৪,৭৭৪বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টআবু ওহাব আকন্দ ওয়াহিদ১,০৩,৭৫৩১,৪১,০২১
১৫০ময়মনসিংহ-৫বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটকে এম খালিদ২,৩২,৫৬৩বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমোহাম্মদ জাকির হোসেন২২,২০৩২,১০,৩৬০
১৫১ময়মনসিংহ-৬বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটমোসলেম উদ্দিন২,৪০,৫৮৫বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টশামসুদ্দিন আহমেদ৩২,৩৩২২,০৮,২৫৩
১৫২ময়মনসিংহ-৭বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটরুহুল আমিন মাদানী২,০৪,৭৩৪বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টডাঃ মাহবুবুর রহমান৩৬,৪০৮১,৬৮,৩২৬
১৫৩ময়মনসিংহ-৮জাতীয় পার্টিমহাজোটফখরুল ইমাম১,৫৬,৭৬৯গণফোরামজাতীয় ঐক্যফ্রন্টএএইচএম খালেকুজ্জামান৩৪,০৬৩১,২২,৭০৬
১৫৪ময়মনসিংহ-৯বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটআনোয়ারুল আবেদীন খান২,২৭,০৪৮বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টখুররম খান চৌধুরী২০,৮৫৮২,০৬,১৯০
১৫৫ময়মনসিংহ-১০বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটফাহমী গোলন্দাজ বাবেল২,৮১,২৩০লিবারেল ডেমোক্রেটিক পার্টিজাতীয় ঐক্যফ্রন্টসৈয়দ মাহমুদ মোর্শেদ৩,১৭৫২,৭৮,০৫৫
১৫৬ময়মনসিংহ-১১বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটকাজিম উদ্দিন আহম্মেদ২,২২,২৪৮বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টফখরুদ্দিন আহমেদ বাচ্চু২৭,২৭৭১,৯৪,৯৭১
১৫৭নেত্রকোণা-১বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটমানু মজুমদার২,৪৯,৭৩৮বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টকায়সার কামাল১৬,৩৩২২,৩৩,৪০৬
১৫৮নেত্রকোণা-২বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটআশরাফ আলী খান খসরু২,৮৩,১৮০বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমোঃ আনোয়ারুল হক৩০,৩৭০২,৫২,৮১০
১৫৯নেত্রকোণা-৩বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটঅসীম কুমার উকিল২,৭০,১৪৪বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টরফিকুল ইসলাম হেলালী৬,৭১৫২,৬৩,৪২৯
১৬০নেত্রকোণা-৪বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটরেবেকা মমিন২,০৪,৪৪৩বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টতাহমিনা জামান৩৮,১৮১১,৬৬,২৬২
১৬১নেত্রকোণা-৫বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটওয়ারেসাত হোসেন বেলাল১,৬৬,৪৭৫বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমোঃ আবু তাহের তালুকদার১৫,৬৩৮১,৫০,৮৩৭
ঢাকা বিভাগ
১৬২কিশোরগঞ্জ-১বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটসৈয়দ আশরাফুল ইসলাম২,৫৯,৪৭০বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমোঃ রেজাউল করিম খান৭১,৪৩৩১,৮৮,০৩৭
১৬৩কিশোরগঞ্জ-২বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটনূর মোহাম্মদ২,৯৫,৮৬০বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টআখতারুজ্জামান৫১,৩২৩২,৪৪,৫৩৭
১৬৪কিশোরগঞ্জ-৩জাতীয় পার্টিমহাজোটমুজিবুল হক চুন্নু২,৩৯,৬১৬জাতীয় সমাজতান্ত্রিক দলজাতীয় ঐক্যফ্রন্টঅধ্যাপক মোঃ সাইফুল ইসলাম৩১,৭৮৬২,০৭,৮৩০
১৬৫কিশোরগঞ্জ-৪বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটরেজওয়ান আহাম্মদ তৌফিক২,৫৮,৫১৮বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমোঃ ফজলুর রহমান৪,৯৩৬২,৫৩,৫৮২
১৬৬কিশোরগঞ্জ-৫বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটআফজাল হোসেন২,০২,৮৭৬বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টশেখ মুজিবর রহমান ইকবাল২৯,১৫০১,৭৩,৭২৬
১৬৭কিশোরগঞ্জ-৬বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটনাজমুল হাসান পাপন২,৪৭,৯৩৩বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমোঃ শরিফুল আলম২৮,০৮৪২,১৯,৮৪৯
১৬৮মানিকগঞ্জ-১বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটনাইমুর রহমান দুর্জয়২,৫৩,১৫১বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টখন্দকার আবদুল হামিদ৫৮,১৮২১,৯৪,৯৬৯
১৬৯মানিকগঞ্জ-২বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটমমতাজ বেগম২,৭২,৫২১বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমঈনুল ইসলাম খান৪৯,৮৮৩২,২২,৬৩৮
১৭০মানিকগঞ্জ-৩বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটজাহিদ মালেক স্বপন২,২০,৫৯৫গণফোরামজাতীয় ঐক্যফ্রন্টমফিজুল ইসলাম খান কামাল২৯,৯০৪১,৯০,৬৯১
১৭১মুন্সীগঞ্জ-১বিকল্পধারা বাংলাদেশমহাজোটমাহি বি চৌধুরী২,৮৬,৬৮১বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টশাহ মোয়াজ্জেম হোসেন৪৪,৮৮৮২,৪১,৭৯৩
১৭২মুন্সীগঞ্জ-২বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটসাগুফতা ইয়াসমিন এমিলি২,১৩,৯৮৩বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমিজানুর রহমান সিনহা১৪,১৮৭১,৯৯,৭৯৬
১৭৩মুন্সীগঞ্জ-৩বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটমৃণাল কান্তি দাস৩,১৩,৩৫৬বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টআব্দুল হাই১২,৭৩৬৩,০০,৬২০
১৭৪ঢাকা-১বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটসালমান এফ রহমান২,১১,৪৪৩স্বতন্ত্র রাজনীতিবিদজাতীয় ঐক্যফ্রন্টসালমা ইসলাম৪,৯৮১২,০৬,৪৬২
১৭৫ঢাকা-২বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটকামরুল ইসলাম৩,৩৯,৫৮১বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টইরফান ইবনে আমান অমি৪৭,১৯৫২,৯২,৩৮৬
১৭৬ঢাকা-৩বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটনসরুল হামিদ২,২১,৩৫১বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টগয়েশ্বর চন্দ্র রায়১৬,৬১২২,০৪,৭৩৯
১৭৭ঢাকা-৪জাতীয় পার্টিমহাজোটসৈয়দ আবু হোসেন১,০৬,৯৫৯বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টসালাহ উদ্দিন আহমেদ৩৩,১১৭২,৪২,৩৬০
১৭৮ঢাকা-৫বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটহাবিবুর রহমান মোল্লা২,২০,০৮৩বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমোঃ নবীউল্লাহ৬৭,৫৭২১,৫২,৫১১
১৭৯ঢাকা-৬জাতীয় পার্টিমহাজোটকাজী ফিরোজ রশীদ৯৩,৫৫২গণফোরামজাতীয় ঐক্যফ্রন্টশুব্রত চৌধুরী২৩,৬৯০৬৯,৫৯২
১৮০ঢাকা-৭বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটহাজী সেলিম১,৭৩,৬৮৭গণফোরামজাতীয় ঐক্যফ্রন্টমোস্তফা মহসিন মন্টু৫১,৬৭২১,২২,০১৫
১৮১ঢাকা-৮বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিমহাজোটরাশেদ খান মেনন১,৩৯,৫৩৮বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমির্জা আব্বাস৩৮,৭১৭১,০০,৮২১
১৮২ঢাকা-৯বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটসাবের হোসেন চৌধুরী২,২৪,২৩০বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টআফরোজা আব্বাস৫৯,১৬৫১,৬৫,০৬৫
১৮৩ঢাকা-১০বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটশেখ ফজলে নূর তাপস১,৬৮,১৭২বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টআব্দুল মান্নান৪৩,৮৩১১,২৪,৩৪১
১৮৪ঢাকা-১১বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটএ.কে.এম. রহমতুল্লাহ১,৮৬,৬৮১বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টশামীম আরা বেগম৫৪,৭২১১,৩১,৯৬০
১৮৫ঢাকা-১২বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটআসাদুজ্জামান খাঁন কামাল১,৯১,৮৯৫বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টসাইফুল আলম নিরব৩২,৬৭৮১,৫৯,২১৭
১৮৬ঢাকা-১৩বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটসাদেক খানবাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমো. সাদেক খান৪৭,২৩২
১৮৭ঢাকা-১৪বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটআসলামুল হক১,৯৭,১৩০বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টসাইয়েদ আবু বকর সিদ্দিক৫৪,৯৮১১,৪২,১৪৯
১৮৮ঢাকা-১৫বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটকামাল আহমেদ মজুমদার১,৭৫,১৬৫বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টআমির এজাজ খান৩৯,০৭১১,৩৬,০৯৪
১৮৯ঢাকা-১৬বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটইলিয়াস উদ্দিন মোল্লাহ্১,৭৫,৫৩৬বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টআহসান উল্লাহ হাসান৫৩,৫৩৭১,২১,৯৯৯
১৯০ঢাকা-১৭বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটফারুক১,৬৪,৬১০বাংলাদেশ জাতীয় পার্টিজাতীয় ঐক্যফ্রন্টআন্দালিব রহমান পার্থ৩৮,৬৩৯১,২৫,৯৭১
১৯১ঢাকা-১৮বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটসাহারা খাতুন৩,০২,০০৬জাতীয় সমাজতান্ত্রিক দলজাতীয় ঐক্যফ্রন্টশহীদ উদ্দিন মাহমুদ৭১,৭৯২২,৩০,২১৪
১৯২ঢাকা-১৯বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটএনামুর রহমান৪,৯০,৫২৪বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টদেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন৬৯,৮৭৬৪,২০,৬৪৮
১৯৩ঢাকা-২০বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটবেনজীর আহমদ২,৫৯,৭৮৮ইসলামী আন্দোলন বাংলাদেশকোনোটিই নয়মো. আব্দুল মান্নান৭,২৬৮২,৫২,৫২০
১৯৪গাজীপুর-১বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটআ. ক. ম. মোজাম্মেল হক৪,০১,৫১৮বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টচৌধুরী তানবীর আহমেদ সিদ্দিকী৯৪,৭২৩৩,০৬,৭৯৫
১৯৫গাজীপুর-২বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটজাহিদ আহসান রাসেল৪,১২,১৪০বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমোঃ সালাহ উদ্দিন সরকার১,০১,০৪০৩,১১,১০০
১৯৬গাজীপুর-৩বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটইকবাল হোসেন সবুজ৩,৪৩,৩২০কৃষক শ্রমিক জনতা লীগজাতীয় ঐক্যফ্রন্টইকবাল সিদ্দিকী৩৭,৭৮৯৩,০৫,৫৩৪
১৯৭গাজীপুর-৪বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটসিমিন হোসেন রিমি২,০৩,২৫৮বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টশাহ রিয়াজুল হান্নান১৮,৫৮২১,৮৪,৬৭৬
১৯৮গাজীপুর-৫বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটমেহের আফরোজ চুমকি২,০৭,৬৯৯বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টএ কে এম ফজলুল হক মিলন২৭,৯৭৬১,৭৯,৭২৩
১৯৯নরসিংদী-১বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটমোহাম্মদ নজরুল ইসলাম২,৭১,০৪৮বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টখায়রুল কবির খোকন২৪,৭৮৭২,৪৬,২৬১
২০০নরসিংদী-২বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটআনোয়ারুল আশরাফ খান১,৭৫,৭১১বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টআব্দুল মঈন খান৭,১৮০১,৬৮,৫৩১
২০১নরসিংদী-৩বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটজহিরুল হক ভূঁইয়া মোহন৯৪,০৩৫স্বতন্ত্র রাজনীতিবিদজাতীয় ঐক্যফ্রন্টসিরাজুল ইসলাম মোল্লা৫২,৮৭৬৪১,১৫৯
২০২নরসিংদী-৪বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটনূরুল মজিদ মাহমুদ হুমায়ূন২,৫৬,৫২৪বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টসরদার শাখাওয়াত হোসেন বকুল১৬,৫০৫২,৪০,০১৯
২০৩নরসিংদী-৫বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটরাজিউদ্দিন আহমেদ রাজু২,৯৪,৪৮৪বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমোঃ আশরাফ উদ্দিন২০,৪৩১২,৭৪,০৫৩
২০৪নারায়ণগঞ্জ-১বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটগোলাম দস্তগীর গাজী২,৪৩,৭৩৯বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টকাজী মনিরুজ্জামান১৬,৪৩৪২,২৭,৩০৫
২০৫নারায়ণগঞ্জ-২বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটনজরুল ইসলাম বাবু২,৩২,৭২২বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টনজরুল ইসলাম আজাদ৫,০১২২২,৭১০
২০৬নারায়ণগঞ্জ-৩জাতীয় পার্টিমহাজোটলিয়াকত হোসেন খোকা১,৯৭,৭৮৫বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমোঃ আজহারুল ইসলাম মান্নান১৮,০৪৭১,৭৯,৭৩৮
২০৭নারায়ণগঞ্জ-৪বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটশামীম ওসমান৩,৯৩,১৩৬বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমনির হোসেন৭৬,৫৮২৩,১৬,৫৫৪
২০৮নারায়ণগঞ্জ-৫জাতীয় পার্টিমহাজোটসেলিম ওসমান২,৭৯,৫৪৫বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টএস এম আকরাম৫২,৩৫২২,২৭,১৯৩
২০৯রাজবাড়ী-১বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটকাজী কেরামত আলী২,৩৮,৯১৪বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টআলী নেওয়াজ মাহমুদ খৈয়াম৩৩,০০০২,০৫,৯১৪
২১০রাজবাড়ী-২বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটজিল্লুল হাকিম৩,৯৮,৯৭৪বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টনাসিরুল হক সাবু৫,৪৭৫৩,৯৩,৪৯৯
২১১ফরিদপুর-১বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটমঞ্জুর হোসেন বুলবুল৩,০৪,৬০৭বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টশাহ মোহাম্মদ আবু জাফর২৭,৩০৫২,৭৭,৩০২
২১২ফরিদপুর-২বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটসৈয়দা সাজেদা চৌধুরী২,১৮,৩৮৫বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টচৌধুরী নায়েব ইউসুফ১৪,৯১০২,০৩,৪৭৫
২১৩ফরিদপুর-৩বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটখন্দকার মোশাররফ হোসেন২,৭৬,২৭১বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টচৌধুরী কামাল ইবনে ইউসুফ২১,৭০৪২,৫৪,৫৬৭
২১৪ফরিদপুর-৪স্বতন্ত্র রাজনীতিবিদনেইমজিবুর রহমান চৌধুরী১,৪৪,১৭৯বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটকাজী জাফরউল্লাহ৯৪,২৩৪৪৯,৯৪৫
২১৫গোপালগঞ্জ-১বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটফারুক খান৩,০৩,১৬২ইসলামী আন্দোলন বাংলাদেশকোনোটিই নয়মোঃ মিজানুর রহমান৯০২৩,০২,২৬০
২১৬গোপালগঞ্জ-২বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটশেখ ফজলুল করিম সেলিম২,৮১,৯০৪ইসলামী আন্দোলন বাংলাদেশকোনোটিই নয়তসলিম সিকদার৬২৮২,৮১,২৭৬
২১৭গোপালগঞ্জ-৩বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটশেখ হাসিনা২,২৯,৬৫৯বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টএসএম জিলানী১২৩২,২৯,৪১৬
২১৮মাদারীপুর-১বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটনূর-ই-আলম চৌধুরী২,২৭,৩৯৩বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টসাজ্জাদ হোসেন সিদ্দিকী৩১৩২,২৭,০৮০
২১৯মাদারীপুর-২বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটশাজাহান খান৩,১১,৭৪০বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমিল্টন বৈদ্য২,৫৮৮৩,০৯,১৫২
২২০মাদারীপুর-৩বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটআবদুস সোবহান গোলাপ২,৫২,৪৬১বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টআনিসুর রহমান তালুকদার৩,২৯৬২,৪৯,১৬৫
২২১শরীয়তপুর-১বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটইকবাল হোসেন অপু২,৭২,৯৩৯ইসলামী আন্দোলন বাংলাদেশকোনোটিই নয়মোঃ তোফায়েল আহমেদ১,৪২৭২,৭১,৫১২
২২২শরীয়তপুর-২বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটএ কে এম এনামুল হক শামীম২,৭৩,১৭১বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টসফিকুর রহমান কিরণ২,২১৩২,৭০,৯৫৮
২২৩শরীয়তপুর-৩বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটনাহিম রাজ্জাক২,০৭,২২৯ইসলামী আন্দোলন বাংলাদেশকোনোটিই নয়মোঃ হানিফ মিয়া২,৭৩৫২,০৪,৪৯৪
সিলেট বিভাগ
২২৪সুনামগঞ্জ-১বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটমোয়াজ্জেম হোসেন রতন২,৬৫,৯২৬বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টনজির হোসেন৭২,৫৩৭১,৯৩,৩৮৯
২২৫সুনামগঞ্জ-২বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটজয়া সেনগুপ্ত১,২৪,০১৭বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টনাসির উদ্দিন চৌধুরী৬৭,৫৮৭৫৬,৪৩০
২২৬সুনামগঞ্জ-৩বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটএম. এ. মান্নান১,৬৩,১৪৯জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশজাতীয় ঐক্যফ্রন্টশাহীনুর পাশা চৌধুরী৫২,৯২৫১,১০,২২৪
২২৭সুনামগঞ্জ-৪জাতীয় পার্টিমহাজোটপীর ফজলুর রহমান১,৩৭,২৮৯বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টফজলুল হক আছপিয়া৬৯,৭৪৯৬৭,৫৪০
২২৮সুনামগঞ্জ-৫বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটমুহিবুর রহমান মানিক২,২১,৩২৮বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমোঃ মিজানুর রহমান চৌধুরী৮৯,৬৪২১,৩১,৬৮৬
২২৯সিলেট-১বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটএ কে আব্দুল মোমেন২,৯৮,৬৯৬বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টখন্দেকার আব্দুল মোকতাদির১,২৩,৮৫১১,৭৪,৮৪৫
২৩০সিলেট-২গণফোরামজাতীয় ঐক্যফ্রন্টমোকাব্বির খান৬৯,৪২০স্বতন্ত্র রাজনীতিবিদকোনোটিই নয়মুহিবুর রহমান৩০,৪৪৯৩৮,৯৭১
২৩১সিলেট-৩বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটমাহমুদ উস সামাদ চৌধুরী১,৭৬,৫৮৭ইসলামী আন্দোলন বাংলাদেশজাতীয় ঐক্যফ্রন্টশফি আহমেদ চৌধুরী৮৩,২৮৮৯৩,২৯৯
২৩২সিলেট-৪বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটইমরান আহমদ২,২৩,৬৭২বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টদিলদার হোসেন সেলিম৯৩,৪৪৮১,৩০,২২৪
২৩৩সিলেট-৫বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটহাফিজ আহমেদ মজুমদার১,৩৯,৭৩৫জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশজাতীয় ঐক্যফ্রন্টওবায়দুল ফারুক৮৬,১৫১৫৩,৫৮৪
২৩৪সিলেট-৬বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটনুরুল ইসলাম নাহিদ১,৯৬,২১৫বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টফয়সাল আহমেদ চৌধুরী১,০৮,০৮৯৮৮,১২৬
২৩৫মৌলভীবাজার-১বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটশাহাব উদ্দিন১,৪৪,৫৯৫বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টনাসিরুদ্দিন আহমেদ৬৭,৩৪৫৭৭,২৫০
২৩৬মৌলভীবাজার-২গণফোরামজাতীয় ঐক্যফ্রন্টসুলতান মোহাম্মদ মনসুর আহমেদ৭৯,৭৪২বিকল্পধারা বাংলাদেশমহাজোটএম এম শাহীন৭৭,১৭০২,৫৭২
২৩৭মৌলভীবাজার-৩বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটনেছার আহমদ১,৮৪,৫৭৯বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টএম. নাসের রহমান১,০৪,৫৬৫৭৯,৯৮৪
২৩৮মৌলভীবাজার-৪বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটআব্দুস শহীদ২,১১,৬১৩বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমুজিবুর রহমান চৌধুরী৯৩,২৯৫১,১৮,৩১৮
২৩৯হবিগঞ্জ-১বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটগাজী মোহাম্মদ শাহনওয়াজ১,৫৮,১৮৮গণফোরামজাতীয় ঐক্যফ্রন্টরেজা কিবরিয়া৮৫,১৯৭৭২,৯৯১
২৪০হবিগঞ্জ-২বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটআব্দুল মজিদ খান১,৭৯,৪৮০খেলাফত মজলিসজাতীয় ঐক্যফ্রন্টমাওলানা আব্দুল বাসিত আজাদ৫৯,৭২৪১,১৯,৭৫৬
২৪১হবিগঞ্জ-৩বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটআবু জাহির১,৯৩,৯৭৩বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমোঃ জি কে গাউস৬৮,০৭৮১,২৫,৮৯৫
২৪২হবিগঞ্জ-৪বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটমাহবুব আলী৩,০৬,৯৫৩খেলাফত মজলিসজাতীয় ঐক্যফ্রন্টআহমদ আব্দুল কাদের৪৫,১৫১২,৬১,৮০২
চট্টগ্রাম বিভাগ
২৪৩ব্রাহ্মণবাড়িয়া-১বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটবদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন১,০১,১১০বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টএসএকে একরামুজ্জামান৬০,৭৩৮৪০,৩৭২
২৪৪ব্রাহ্মণবাড়িয়া-২বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টআবদুস সাত্তার ভূঞা৮৩,৯৯৭স্বতন্ত্র রাজনীতিবিদকোনোটিই নয়মোঃ মঈন উদ্দিন৭৫,৪১৯৮,৫৭৮
২৪৫ব্রাহ্মণবাড়িয়া-৩বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটউবায়দুল মোকতাদির চৌধুরী৩,৯৩,৫২৩বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টখালেদ হোসেন মাহবুব শ্যামল৮৬,০৭৭৩,০৭,৪৪৬
২৪৬ব্রাহ্মণবাড়িয়া-৪বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটআনিসুল হক২,৮২,০৬২ইসলামী আন্দোলন বাংলাদেশকোনোটিই নয়মোঃ জসিম২,৯৪৯২,৭৯,১১৩
২৪৭ব্রাহ্মণবাড়িয়া-৫বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটএবাদুল করিম বুলবুল২,৫১,৫২২বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টকাজী নাজমুল হোসেন১৭,০১১২,৩৪,৫১১
২৪৮ব্রাহ্মণবাড়িয়া-৬বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটএ বি তাজুল ইসলাম২,০০,০৭৮বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টআব্দুল খালেক১,৩২৯১,৯৮,৭৪৯
২৪৯কুমিল্লা-১বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটমোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া১,৩৫,৮৭৩বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টখন্দকার মোশাররফ হোসেন৯৫,৫৪২৪০,৩৩১
২৫০কুমিল্লা-২বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটসেলিমা আহমাদ২,০৬,০১৬বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টখন্দকার মোশাররফ হোসেন২০,৯৩৩১,৮৫,০৮৩
২৫১কুমিল্লা-৩বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটইউসুফ আবদুল্লাহ হারুন২,৭৩,১৮২বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টকে এম মুজিবুল হক১২,৩৫৮২,৬০,৮২৪
২৫২কুমিল্লা-৪বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটরাজী মোহাম্মদ ফখরুল২,৪০,৫৪৪জাতীয় সমাজতান্ত্রিক দলজাতীয় ঐক্যফ্রন্টআবদুল মালেক রতন৭,৯৫৮২,৩২,৫৮৬
২৫৩কুমিল্লা-৫বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটআব্দুল মতিন খসরু২,৯০,৫৪৭বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমোহাম্মদ ইউনুস১২,১১৩২,৭৮,৪৩৪
২৫৪কুমিল্লা-৬বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটআ. ক. ম. বাহাউদ্দিন বাহার২,৯৬,৩০০বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমোহাম্মদ আমিনুর রশীদ১৮,৫৩৭২,৭৭,৭৬৩
২৫৫কুমিল্লা-৭বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটআলী আশরাফ১,৮৪,৯০১লিবারেল ডেমোক্রেটিক পার্টিজাতীয় ঐক্যফ্রন্টরেদোয়ান আহমেদ১৫,৭৪৭১,৬৯,১৫৪
২৫৬কুমিল্লা-৮জাতীয় পার্টিমহাজোটনাছিমুল আলম চৌধুরী১,৮৮,৬৫৯বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টজাকারিয়া তাহের সুমন৩৪,২১৯১,৫৪,৪৪০
২৫৭কুমিল্লা-৯বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটতাজুল ইসলাম২,৭০,৬০২বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টআনওয়ারুল আজিম১১,৩০৯২,৫৯,২৯৩
২৫৮কুমিল্লা-১০বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটআ হ ম মোস্তফা কামাল৪,০৫,২৯৯বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমনিরুল হক চৌধুরী১২,৪৮৮৩,৯২,৮১১
২৫৯কুমিল্লা-১১বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটমুজিবুল হক মুজিব২,৮২,০০৩ইসলামী আন্দোলন বাংলাদেশজাতীয় ঐক্যফ্রন্টমো. কামাল উদ্দিন ভূঁইয়া২,২৬৪২,৭৯,৭৩৯
২৬০চাঁদপুর-১বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটমহিউদ্দীন খান আলমগীর১,৯৬,৮৪৪বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমোশাররফ হোসেন৭,৭৫৯১,৮৯,০৮৫
২৬১চাঁদপুর-২বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটনূরুল আমিন রুহুল৩,০১,০৫০বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমোঃ জালাল উদ্দিন১০,২৭৭২,৯০,৭৭৩
২৬২চাঁদপুর-৩বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটদীপু মনি৩,০৪,৮১২বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টশেখ ফরিদ আহমেদ মানিক৩৫,৫০১২,৬৯,৩১১
২৬৩চাঁদপুর-৪বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটমুহম্মদ শফিকুর রহমান১,৭৩,৩৬৯বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টহারুনুর রশীদ৩০,৭৯৯১,৪২,৫৭০
২৬৪চাঁদপুর-৫বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটরফিকুল ইসলাম৩,০১,৬৪৮বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমোঃ মমিনুল হক৩৭,১৯৫২,৬৪,৪৫৩
২৬৫ফেনী-১জাতীয় সমাজতান্ত্রিক দলমহাজোটশিরীন আখতার২,০৪,২৫৬বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমুন্সী রফিকুল ইসলাম২৫,৪৯৪১,৭৮,৭৬২
২৬৬ফেনী-২বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটনিজাম উদ্দিন হাজারী২,৯০,৬৬৮বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টজয়নাল আবেদিন৫,৭৪৮২,৮৪,৮৮৪
২৬৭ফেনী-৩জাতীয় পার্টিমহাজোটমাসুদ উদ্দিন চৌধুরী২,৮৮,০৭৭বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টআকবর হোসেন১৪,৬৭৪২,৭৩,৪০৩
২৬৮নোয়াখালী-১বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটএইচ. এম. ইব্রাহিম২,৩৮,৯৭০বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমাহবুব উদ্দিন খোকন১৪,৮৬২২,২৪,১০৮
২৬৯নোয়াখালী-২বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটমোরশেদ আলম২,৩৮,৯৭০বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টজয়নুল আবদিন ফারুক১৪,৮৬২২,২৪,১০৮
২৭০নোয়াখালী-৩বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটমামুনুর রশীদ কিরন২,১৭,৮২৯বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টবরকত উল্লাহ বুলু৫৩,৭৯০১,৬৪,০৩৯
২৭১নোয়াখালী-৪বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটমোহাম্মদ একরামুল করিম চৌধুরী২,৪০,৫৪৪বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমো. শাহজাহান৭,৯৫৮২,৩২,৫৮৬
২৭২নোয়াখালী-৫বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটওবায়দুল কাদের২,৫২,৭৪৪বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমওদুদ আহমেদ১০,৯৭০২,৪১,৭৭৪
২৭৩নোয়াখালী-৬বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটআয়েশা ফেরদাউস২,১০,০১৫বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমোহাম্মদ ফজলুল আজিম৪,৭১৫২,০৫,৩০০
২৭৪লক্ষ্মীপুর-১বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটআনোয়ার হোসেন খান১,৮৫,৪৩৮লিবারেল ডেমোক্রেটিক পার্টিজাতীয় ঐক্যফ্রন্টশাহাদাত হোসেন সেলিম৩,৮৯৩১,৮১,৫৪৫
২৭৫লক্ষ্মীপুর-২স্বতন্ত্র রাজনীতিবিদমহাজোটমোহাম্মদ শহিদ ইসলাম২,৫৬,৭৮৪বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টআবুল খায়ের ভূঁইয়া২৮,০৬৫২,২৮,৭১৯
২৭৬লক্ষ্মীপুর-৩বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটএ. কে. এম. শাহজাহান কামাল২,৩৩,৭২৮বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টশহীদ উদ্দীন চৌধুরী এ্যানি১৪,৪৯২২,১৯,২৩৬
২৭৭লক্ষ্মীপুর-৪বিকল্পধারা বাংলাদেশমহাজোটআবদুল মান্নান১,৮৩,৯০৬জাতীয় সমাজতান্ত্রিক দলজাতীয় ঐক্যফ্রন্টআ. স. ম. আবদুর রব৪০,৯৯৩১,৪২,৯১৩
২৭৮চট্টগ্রাম-১বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটমোশাররফ হোসেন২,৬৬,৬৬৬বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টনুরুল আমীন ভূঞা৩,৯৯১২,৬২,৬৭৫
২৭৯চট্টগ্রাম-২বাংলাদেশ তরিকত ফেডারেশনমহাজোটসৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী২,৩৮,৪৩০বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমোঃ আজিমুল্লাহ বাহার৪৯,৭৫৩১,৮৮,৬৭৭
২৮০চট্টগ্রাম-৩বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটমাহফুজুর রহমান১,৬২,৩৫৬বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমোস্তফা কামাল পাশা৩,১২২১,৫৯,২৩৪
২৮১চট্টগ্রাম-৪বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটদিদারুল আলম২,৬৬,১১৮বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমোহাম্মদ আসলাম চৌধুরী৩০,০১৪২,৩৬,১০৪
২৮২চট্টগ্রাম-৫জাতীয় পার্টিমহাজোটআনিসুল ইসলাম মাহমুদ২,৭৭,৯০৯সৈয়দ মুহাম্মদ ইবরাহিমজাতীয় ঐক্যফ্রন্টসৈয়দ মুহাম্মদ ইবরাহিম৪৪,৩৮১২,৩৩,৫২৮
২৮৩চট্টগ্রাম-৬বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটএ. বি. এম. ফজলে করিম চৌধুরী২,৩০,৪৭১বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টজশিম উদ্দিন শিকদার২,২৪৪১,৫০,৭৪৪
২৮৪চট্টগ্রাম-৭বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটমইন উদ্দীন খান বাদল২,৭২,৮৩৮লিবারেল ডেমোক্রেটিক পার্টিজাতীয় ঐক্যফ্রন্টআবু সুফিয়ান৫৯,১৩৫২,১৩,৭০৩
২৮৫চট্টগ্রাম-৮বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটমইন উদ্দীন খান বাদল২,৭২,৮৩৮বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টআবু সুফিয়ান৫৯,১৩৫২,১৩,৭০৩
২৮৬চট্টগ্রাম-৯বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটমহিবুল হাসান চৌধুরী নওফেল২,২৩,৬১৪বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টশাহাদাত হোসেন১৭,৬৪২২,০৫,৯৭২
২৮৭চট্টগ্রাম-১০বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটআফছারুল আমীন২,৮৭,০৪৭বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টআবদুল্লাহ আল নোমান৪১,৩৯০২,৪৫,৬৫৭
২৮৮চট্টগ্রাম-১১বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটএম. আবদুল লতিফ২,৮৩,১৬৯বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টআমীর খসরু মাহমুদ চৌধুরী৫২,৮৯৮২,৩০,২৭১
২৮৯চট্টগ্রাম-১২বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটসামশুল হক চৌধুরী১,৮৩,১৭৯বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টমো. এনামুল হক৪৪,৫৯৮১,৩৮,৫৮১
২৯০চট্টগ্রাম-১৩বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটসাইফুজ্জামান চৌধুরী২,৪৩,৪১৫বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টসরওয়ার জামাল নিজাম৩,১৫৩২,৪০,২৬২
২৯১চট্টগ্রাম-১৪বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটনজরুল ইসলাম চৌধুরী১,৮৯,১৮৬লিবারেল ডেমোক্রেটিক পার্টিজাতীয় ঐক্যফ্রন্টঅলি আহমেদ২২,২২৫১,৬৬,৯৬১
২৯২চট্টগ্রাম-১৫বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটআবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী২,৫৯,৩৭৫বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টশামসুল ইসলাম৫৩,৯৮৬২,০৫,৩৮৯
২৯৩চট্টগ্রাম-১৬বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটমোস্তাফিজুর রহমান চৌধুরী১,৭৫,৩৪১বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টজাফরুল ইসলাম চৌধুরী২৬,৩৭০১,৪৮,৯৭১
২৯৪কক্সবাজার-১বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটজাফর আলম২,৭৩,৮৫৬বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টহাসিনা আহমেদ৫৬,৬০১২,১৭,২৫৫
২৯৫কক্সবাজার-২বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটআশেক উল্লাহ রফিক২,১৩,০৯১স্বতন্ত্র রাজনীতিবিদকোনোটিই নয়হামিদুর রহমান আযাদ১৮,৫৮৭১,৯৪,৫০৪
২৯৬কক্সবাজার-৩বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটসাইমুম সরওয়ার কমল২,৫৩,৮২৫বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টলুতফর রহমান কাজল৮৬,৭১৮১,৬৭,১০৭
২৯৭কক্সবাজার-৪বাংলাদেশ আওয়ামী লীগমহাজোটশাহীন আক্তার১,৯৬,৯৭৪বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টশাহজাহান চৌধুরী৩৭,০১৮১,৫৯,৯৫৬
২৯৮পার্বত্য খাগড়াছড়িবাংলাদেশ আওয়ামী লীগমহাজোটকুজেন্দ্র লাল ত্রিপুরা২,৩৬,১৫৬স্বতন্ত্র রাজনীতিবিদকোনোটিই নয়নুতন কুমার চাকমা৫৯,২৫৭১,৭৬,৮৯৯
২৯৯পার্বত্য রাঙ্গামাটিবাংলাদেশ আওয়ামী লীগমহাজোটদীপংকর তালুকদার১,৫৬,৮৪৪স্বতন্ত্র রাজনীতিবিদকোনোটিই নয়ঊষাতন তালুকদার৯৪,৪৯৫৬২,৩৪৯
৩০০পার্বত্য বান্দরবানবাংলাদেশ আওয়ামী লীগমহাজোটবীর বাহাদুর উশৈ সিং১,৪৩,৯৬৬বাংলাদেশ জাতীয়তাবাদী দলজাতীয় ঐক্যফ্রন্টসাচিং প্রু জেরী৫৮,৭১৯৮৫,২৪৭

ফলাফল প্রত্যাখ্যান সম্পাদনা

নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে ঐক্যফ্রন্টের ড. কামাল হোসেন একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান। তিনি বলেন,

সারা বাংলাদেশের প্রায় সব জায়গা থেকে ভোট ডাকাতির খবর এসেছে। প্রায় একশো প্রার্থী নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। অবিলম্বে এই প্রহসনের নির্বাচন বাতিল করা হোক। এই নির্বাচনের কথিত ফলাফল আমরা প্রত্যাখ্যান করছি এবং সেই সঙ্গে নির্দলীয় সরকারের অধীনে যত তাড়াতাড়ি সম্ভব পুনঃনির্বাচনের দাবি করছি।[৪০]

প্রতিক্রিয়া সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা

টীকা সম্পাদনা

  1. আওয়ামী লীগের ভোটের পরিসংখ্যানে আওয়ামী লীগের 'নৌকা' প্রতীকে নির্বাচন করা সহযোগী দলের ১৪ জন প্রার্থীর ভোট অন্তর্ভুক্ত নয়।
  2. বিএনপির ভোটের পরিসংখ্যানে বিএনপির 'ধানের শীষ' প্রতীকে নির্বাচন করা সহযোগী দলের পাওয়া সমস্ত ভোট অন্তর্ভুক্ত রয়েছে, যার মধ্যে সহযোগী দলগুলির প্রার্থীও রয়েছে।
  3. ওয়ার্কার্স পার্টির তিন জন 'হাতুড়ি' প্রতীকে নির্বাচনে অংশ নেয়, যারা ১,৭২৯ ভোট পায় এবং পাঁচজন আওয়ামী লীগের 'নৌকা' প্রতীকে নির্বাচনে অংশ নেয়, যারা ৬,৪৪,৩৩৫ ভোট পায়।
  4. জাসদের ৩ জন 'টর্চ' প্রতীকে নির্বাচনে অংশ নেয়, যারা ৩৯,১০৪ ভোট পায় এবং তিনজন আওয়ামী লীগের 'নৌকা' প্রতীকে নির্বাচনে অংশ নেয়, যারা ৫,৭০,৯৪০ ভোট পায়।
  5. বিকল্পধারা বাংলাদেশের ২৩ জন 'কুলা' প্রতীকে নির্বাচনে অংশ নেয়, যারা ১৮,১৮৩ ভোট পায় এবং তিনজন আওয়ামী লীগের 'নৌকা' প্রতীকে নির্বাচনে অংশ নেয়, যারা ৫,৪৭,৭৫৭ ভোট পায়।
  6. বাংলাদেশ তরিকত ফেডারেশনের ১৬ জন 'ফুলের মালা' প্রতীকে নির্বাচনে অংশ নেয়, যারা ৬,০৮৭ ভোট পায় এবং দুইজন আওয়ামী লীগের 'নৌকা' প্রতীকে নির্বাচনে অংশ নেয়, যারা ৪,২৩,৮৬৮ ভোট পায়।
  7. বাংলাদেশ জাসদের একজন প্রার্থী আওয়ামী লীগের 'নৌকা' প্রতীকে নির্বাচনে অংশ নেয়।

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা

🔥 Top keywords: কৃষ্ণকুমার কুন্নথপ্রধান পাতাবিশেষ:অনুসন্ধান২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপঘূর্ণিঝড় রেমালরবীন্দ্রনাথ ঠাকুরকাজী নজরুল ইসলামশেখ মুজিবুর রহমানছয় দফা আন্দোলনবাংলাদেশবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়াক্লিওপেট্রাএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলা ভাষা আন্দোলনকুরবানীফিলিস্তিনমৌলিক পদার্থের তালিকাস্বামী বিবেকানন্দমিয়া খলিফাপহেলা বৈশাখইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনঘূর্ণিঝড়নাঈমুল ইসলাম খানবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহভূমি পরিমাপসুন্দরবনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকামহাত্মা গান্ধীপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামুহাম্মাদঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরবিশ্ব দিবস তালিকাভারতসাইবার অপরাধইব্রাহিম (নবী)আসসালামু আলাইকুম