বাংলাদেশের রাজনৈতিক দলসমূহের তালিকা

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ

বাংলাদেশে প্রধানত দ্বিদলীয় শাসনব্যবস্থা বিরাজমান। অর্থাৎ দুই দলের বাইরে অন্য কোনো দলের নামে নির্বাচনে জয়লাভ কারো পক্ষে অত্যন্ত কঠিন। এখানে প্রধান দুই দল পালাক্রমে দেশ শাসন করে থাকে। যা রাজনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে সমস্যার কারণ। তাছাড়া বর্তমানে কমিউনিস্ট দলগুলো জোটবদ্ধ হয়ে বিভিন্ন ইস্যুতে গণআন্দোলন করছে। এছাড়া এখানে অনেকগুলো দল মিলে জোট করার ব্যাপার লক্ষ্যণীয়।

নিবন্ধিত রাজনৈতিক দল

নির্বাচন কমিশন অনুসারে একটি দল শুধু নিবন্ধিত হিসেবে স্বীকৃত হয় যদি এটি নিচে তালিকাভুক্ত দুটি শর্ত পূরণ করে:[১]

  1. একটি দলকে আগের দুটি সংসদ নির্বাচনে নির্বাচনী প্রতীক সহ অন্তত একটি আসন নিশ্চিত করতে হবে।
  2. যে সব আসনে তাদের প্রার্থীরা পূর্বোক্ত সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন, সেসব আসনে মোট ভোটের পাঁচ শতাংশ নিশ্চিত করা।
  3. একটি কার্যকরী কেন্দ্রীয় কার্যালয় স্থাপন করতে হবে, যে কোন নামে এটিকে একটি কেন্দ্রীয় কমিটির নামে ডাকা যেতে পারে, কমপক্ষে এক-তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় অফিস এবং অন্তত ১০০টি উপজেলা বা মেট্রোপলিটন থানাতে অফিস থাকতে হবে। এবং প্রতিটি উপজেলায় দলের সদস্য হিসেবে কমপক্ষে ২০০ জন ভোটার থাকতে হবে।
নিবন্ধন নংনাম[২]প্রতীকনেতামতাদর্শঅবস্থান
০০১লিবারেল ডেমোক্রেটিক পার্টিছাতাঅলি আহমেদবাংলাদেশী জাতীয়তাবাদউদারনীতিবাদ , সামাজিক উদারনীতিবাদকেন্দ্রপন্থী
০০২জাতীয় পার্টি - জেপিবাইসাইকেলআনোয়ার হোসেন মঞ্জুবাংলাদেশী জাতীয়তাবাদডানপন্থী
০০৩বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল)চাকাদিলীপ বড়ুয়ামার্কসবাদ-লেনিনবাদবামপন্থী
০০৪কৃষক শ্রমিক জনতা লীগগামছাআবদুল কাদের সিদ্দিকীমুজিববাদমধ্য বাম, মধ্য
০০৫বাংলাদেশের কমিউনিস্ট পার্টিকাস্তেমোঃ শাহ আলমসাম্যবাদ, মার্কসবাদ-লেনিনবাদবামপন্থী
০০৬বাংলাদেশ আওয়ামী লীগনৌকাশেখ হাসিনামুজিববাদমধ্য বাম, মধ্য
০০৭বাংলাদেশ জাতীয়তাবাদী দলধানের শীষখালেদা জিয়াবাংলাদেশী জাতীয়তাবাদমধ্য-ডান, ডানপন্থী
০০৮গণতন্ত্রী পার্টিকবুতরব্যারিস্টার আরশ আলীমধ্য বাম, মধ্য
০০৯বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টিকুঁড়েঘরঅধ্যাপক মোজাফফর আহমদবামপন্থী
০১০বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিহাতুড়ীরাশেদ খান মেননসাম্যবাদ, মার্কসবাদ-লেনিনবাদবামপন্থী
০১১বিকল্পধারা বাংলাদেশকুলাএকিউএম বদরুদ্দোজা চৌধুরীবাংলাদেশী জাতীয়তাবাদমধ্য-ডান, ডানপন্থী
০১২জাতীয় পার্টিলাঙ্গলজি এম কাদেরবাংলাদেশী জাতীয়তাবাদডানপন্থী
০১৩জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদমশালহাসানুল হক ইনুসমাজতন্ত্রবামপন্থী
০১৪নিবন্ধন বাতিল করা হয়েছে[ক]
০১৫জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডিতারাআ স ম আব্দুর রবসমাজতন্ত্রবামপন্থী
০১৬জাকের পার্টিগোলাপ ফুলমোস্তফা আমীর ফয়সলইসলামবাদডানপন্থী
০১৭বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদমইবজলুর রশীদ ফিরোজসাম্যবাদ,

মার্কসবাদ-লেনিনবাদ

বামপন্থী
০১৮বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপিগরুরগাড়ীআন্দালিব রহমান পার্থবাংলাদেশী জাতীয়তাবাদডানপন্থী
০১৯বাংলাদেশ তরিকত ফেডারেশনফুলের মালাসৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীইসলামবাদডানপন্থী
০২০বাংলাদেশ খেলাফত আন্দোলনবটগাছআতাউল্লাহ হাফেজ্জীইসলামবাদডানপন্থী
০২১বাংলাদেশ মুসলিম লীগহারিকেনবদরুদ্দোজা আহমেদ সুজামুসলিম জাতীয়তাবাদডানপন্থী
০২২ন্যাশনাল পিপলস্‌ পার্টি (এনপিপি)আমশেখ ছালাউদ্দীন ছালুবাংলাদেশী জাতীয়তাবাদডানপন্থী
০২৩জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশখেজুরগাছজিয়া উদ্দিনইসলামবাদডানপন্থী
০২৪গণফোরামউদীয়মান সূর্যকামাল হোসেনমধ্য বাম, মধ্য
০২৫গণফ্রন্টমাছকেন্দ্রপন্থী
০২৬নিবন্ধন বাতিল করা হয়েছে[খ]
০২৭বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপগাভীঅধ্যাপক মোজাফফর আহমদমধ্য বাম, মধ্য
০২৮বাংলাদেশ জাতীয় পার্টিকাঁঠালডানপন্থী
০২৯নিবন্ধন বাতিল করা হয়েছে[গ]
০৩০ইসলামিক ফ্রন্ট বাংলাদেশচেয়ারসৈয়দ মুহাম্মদ বাহাদুর শাহইসলামবাদডানপন্থী
০৩১বাংলাদেশ কল্যাণ পার্টিহাতঘড়িসৈয়দ মুহাম্মদ ইবরাহিমকেন্দ্রপন্থী
০৩২ইসলামী ঐক্যজোটমিনারআবুল হাসানাত আমিনীইসলামবাদডানপন্থী
০৩৩বাংলাদেশ খেলাফত মজলিসরিক্সাইসমাঈল নূরপুরীইসলামবাদডানপন্থী
০৩৪ইসলামী আন্দোলন বাংলাদেশহাতপাখাসৈয়দ রেজাউল করিমইসলামবাদডানপন্থী
০৩৫বাংলাদেশ ইসলামী ফ্রন্টমোমবাতিএম এ মতিনইসলামবাদডানপন্থী
০৩৬নিবন্ধন বাতিল করা হয়েছে[ঘ]
০৩৭বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টিকোদালবামপন্থী
০৩৮খেলাফত মজলিসদেওয়াল ঘড়িআব্দুল বাছিত আজাদইসলামবাদডানপন্থী
০৩৯নিবন্ধন বাতিল করা হয়েছে[ঙ]
০৪০বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএলহাত (পাঞ্জা)ডানপন্থী
০৪১বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট)ছড়িআব্দুর রাজ্জাক মুল্লাহ্ রাজু শিকদারমধ্য-ডান, ডানপন্থী
০৪২বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফটেলিভিশনআবুল কালাম আজাদডানপন্থী
০৪৩জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএমসিংহববি হাজ্জাজডানপন্থী
০৪৪বাংলাদেশ কংগ্রেসডাবএ্যাড. কাজী রেজাউল হোসেনডানপন্থী
০৪৫তৃণমূল বাংলাদেশ জাতীয়তাবাদী দল[৩]সোনালি আঁশনাজমুল হুদা
০৪৬ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ[৪]আপেলইমাম হায়াতমানবতাডানপন্থী
০৪৭বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল[৫]মোটর গাড়িশরীফ নুরুল আম্বিয়াসমাজতন্ত্রবামপন্থী
০৪৮বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন[৬]নোঙরআব্দুর রহমানজাতীয়তাবাদডানপন্থী
০৪৯বাংলাদেশ সুপ্রিম পার্টি[৬]একতারাশাহাজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমেদইসলামবাদডানপন্থী
  • ১৪, ২৬, ২৯, ৩৬ এবং ৩৯ নিবন্ধন নং সংবলিত দলের নিবন্ধন বাতিল করা হয়েছে। বর্তমান মোট দল সংখ্যা ৪৪ টি।[২][৭][৪]

দল ও জোটসমূহ

সূত্র:[১][২][৩][৪]

জোট/দলপতাকাপ্রতীকনেতাপ্রতিদ্বন্দ্বিতাকারী আসনের সংখ্যাজোটের অধীনে প্রতিদ্বন্দ্বী আসন সংখ্যা
মহাজোটআওয়ামী লীগ শেখ হাসিনা
ওয়ার্কার্স পার্টি রাশেদ খান মেনন৩৩
জাসদ হাসানুল হক ইনু৯১
তরিকত ফেডারেশন সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী৪১
জাপা (মঞ্জু)আনোয়ার হোসেন মঞ্জু২০
সাম্যবাদী দল দিলীপ বড়ুয়া
জাপা (এরশাদ) জি এম কাদের২৮৬
তৃণমূল বিএনপিশমসের মবিন চৌধুরী১৫১
কল্যাণ পার্টিবিকেপি সৈয়দ মুহাম্মদ ইবরাহিম২০২০৩৮
বিজেপিআবদুল মুকিত খান১৩১৩
মুসলিম লীগশেখ জুলফিকার বুলবুল চৌধুরী
বিএনএমআব্দুর রহমান৪৯
বিএসপিসৈয়দ সাইফুদ্দিন আহমেদ৮২
বিআইএফ এম. এ. মতিন৩৭
বিএমএল বদরুদ্দোজা আহমেদ সুজা
আইএফবি বাহাদুর শাহ মুজাদ্দেদী৩৯
জাকের পার্টি মোস্তফা আমিন ফয়সাল২১৮
ইসলামী ঐক্যজোটআবুল হাসনাত আমিনী৪৫
বিকেএ মওলানা আতাউল্লাহ১৪
কৃষক শ্রমিক জনতা লীগ আবদুল কাদের সিদ্দিকী৩৪
গণফ্রন্ট জাকির হোসেন২৫
গণফোরাম কামাল হোসেন
এনপিপিশেখ সালাহুদ্দিন সালু১৪২
ন্যাশনাল আওয়ামী পার্টি জুবেল রহমান গণী
বিকল্পধারা বাংলাদেশ একিউএম বদরুদ্দোজা চৌধুরী১৪
বিএসএমআব্দুর রাজ্জাক মোল্লা৭৪
বিএনএফএম. এ. আবুল কালাম আজাদ৫৫
বাংলাদেশ কংগ্রেস কাজী রেজাউল হোসেন১১৬

রাজনৈতিক জোটসমূহ

অনিবন্ধিত রাজনৈতিক দলসমূহ

আঞ্চলিক দলসমূহ

টীকা

  1. এই নিবন্ধন নম্বরে নিবন্ধিত ছিল বাংলাদেশ জামায়াত ইসলামী। ২০১৮ সালে ইসি কর্তৃক এই দলটির নিবন্ধন বাতিল হয়।
  2. এই নিবন্ধন নম্বরে নিবন্ধিত ছিল প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি-পিডিপি। ২০২০ সালে ইসি কর্তৃক এই দলটির নিবন্ধন বাতিল হয়।
  3. এই নিবন্ধন নম্বরে নিবন্ধিত ছিল ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন। ২০১৮ সালে ইসি কর্তৃক এই দলটির নিবন্ধন বাতিল হয়।
  4. এই নিবন্ধন নম্বরে নিবন্ধিত ছিল জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা। ২০২১ সালে ইসি কর্তৃক এই দলটির নিবন্ধন বাতিল হয়।
  5. এই নিবন্ধন নম্বরে নিবন্ধিত ছিল বাংলাদেশ ফ্রিডম পার্টি। ২০১০ সালে ইসি কর্তৃক এই দলটির নিবন্ধন বাতিল হয়।

দল ও প্রতিক

জোট/দলপতাকাপ্রতীকনেতা
মহাজোটআওয়ামী লীগ শেখ হাসিনা
ওয়ার্কার্স পার্টি রাশেদ খান মেনন
জাসদ হাসানুল হক ইনু
তরিকত ফেডারেশন সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী
জাপা (মঞ্জু)আনোয়ার হোসেন মঞ্জু
সাম্যবাদী দল দিলীপ বড়ুয়া
জাপা (এরশাদ) জি এম কাদের
তৃণমূল বিএনপিশমসের মবিন চৌধুরী
কল্যাণ পার্টিবিকেপি সৈয়দ মুহাম্মদ ইবরাহিম
বিজেপিআবদুল মুকিত খান
মুসলিম লীগশেখ জুলফিকার বুলবুল চৌধুরী
বিএনএমআব্দুর রহমান
বিএসপিসৈয়দ সাইফুদ্দিন আহমেদ
বিআইএফ এম. এ. মতিন
বিএমএল বদরুদ্দোজা আহমেদ সুজা
আইএফবি বাহাদুর শাহ মুজাদ্দেদী
জাকের পার্টি মোস্তফা আমিন ফয়সাল
ইসলামী ঐক্যজোটআবুল হাসনাত আমিনী
বিকেএ মওলানা আতাউল্লাহ
কৃষক শ্রমিক জনতা লীগ আবদুল কাদের সিদ্দিকী
গণফ্রন্ট জাকির হোসেন
গণফোরাম কামাল হোসেন
এনপিপিশেখ সালাহুদ্দিন সালু
ন্যাশনাল আওয়ামী পার্টি জুবেল রহমান গণী
বিকল্পধারা বাংলাদেশ একিউএম বদরুদ্দোজা চৌধুরী
বিএসএমআব্দুর রাজ্জাক মোল্লা
বিএনএফএম. এ. আবুল কালাম আজাদ
বাংলাদেশ কংগ্রেস কাজী রেজাউল হোসেন

সুত্র:[৫][৬][৭][৮]

তথ্যসূত্র

  1. "রাজনৈতিক দল নিবন্ধন আইন ২০২০" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ৩০ জুন ২০২০। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০২০ 
  2. "রাজনৈতিক দলের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২০ 
  3. প্রতিবেদক, নিজস্ব। "ইসির নিবন্ধন পেল হুদার 'তৃণমূল বিএনপি'"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৩-০২-১৮ 
  4. ঢাকা, সামছুর রহমান। "নতুন নিবন্ধিত দল ইনসানিয়াত বিপ্লবের নেতৃত্বে কারা"www.prothomalo.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-২৬ 
  5. "নিবন্ধন পেল বাংলাদেশ জাসদ"bdnews24.com। ২১ আগস্ট ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০২৩ 
  6. "চূড়ান্ত নিবন্ধন পেল রাজনৈতিক দল বিএনএম ও বিএসপি"দেশ রূপান্তর। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২১ 
  7. "কোন রাজনৈতিক দলের নিবন্ধন নম্বর কত?"Bangla Tribune। ২০২৩-০২-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০২-১৮ 
  8. "আমার বাংলাদেশ-এবি পার্টি'র আত্মপ্রকাশ"dbcnews। সংগ্রহের তারিখ ২০২৪-০১-০১ 
🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানছয় দফা আন্দোলনভারতের সাধারণ নির্বাচন, ২০২৪২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপরবীন্দ্রনাথ ঠাকুরকাজী নজরুল ইসলামভারতের প্রধানমন্ত্রীদের তালিকাবাংলাদেশশেখ মুজিবুর রহমানভারতের প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদীক্লিওপেট্রাভারতীয় জনতা পার্টিবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধলোকসভাএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলা প্রবাদ-প্রবচনের তালিকাইন্দিরা গান্ধীআবুল হাসান মাহমুদ আলীমহাত্মা গান্ধীআবহাওয়ারাহুল গান্ধীভারতভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহমমতা বন্দ্যোপাধ্যায়বিশ্ব পরিবেশ দিবসকুরবানীইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা ভাষা আন্দোলনভারতীয় জাতীয় কংগ্রেসমিয়া খলিফাভূমি পরিমাপপশ্চিমবঙ্গবাংলা বাগধারার তালিকা২০২৪ কোপা আমেরিকাবেনজীর আহমেদরিশতা লাবণী সীমানামুহাম্মাদ