প্রথম ক্রুসেড

(First Crusade থেকে পুনর্নির্দেশিত)

প্রথম ক্রুসেড শুরু হয় ১০৯৫ সালে। পোপ আরবান ২ দ্বৈত উদ্দেশ্যে এই ক্রুসেড শুরু করেন, ঐশ্বরিক শহর জেরুজালেমকে মুসলমানদের কাছে থেকে দখল করা এবং এ পবিত্র ভূমিতে খ্রিস্টান শাসন প্রতিষ্ঠা করা।

প্রথম ক্রুসেড
মূল যুদ্ধ: ক্রুসেড
14th-century miniature of Peter the Hermit leading the People's Crusade
পিটার দ্য হার্মিটির পিপলস ক্রুসেড এর নেতৃত্বের ক্ষুদ্রাকৃতি (এগারটন ১৫০০, অ্যাভিগন, ১৪তম শতাব্দী))
তারিখ১৫ আগস্ট ১০৯৬[১][২] – ১২ আগস্ট ১০৯৯[৩]
অবস্থান
বেশিরভাগ ক্ষেত্রে লেভেন্ট এবং আনাতোলিয়া
ফলাফলক্রুসেডার বিজয়
অধিকৃত
এলাকার
পরিবর্তন
বিবাদমান পক্ষ
সেনাধিপতি ও নেতৃত্ব প্রদানকারী
দক্ষিন ফরাসি:
ইটালো-নরম্যান:
ডেনিশমেন্ডস:
শক্তি
  • ১,৩০,০০০ থেকে ১,৬০,০০০ অনুমান করা হয়েছে[৪]
    • ৮০,০০০ থেকে ১,২০,০০০ পদাতিক সৈন্যবাহিনী
    • ১৭,০০০ থেকে ৩০,০০০ নাইট
অজ্ঞাত
হতাহত ও ক্ষয়ক্ষতি
মাঝারি থেকে উচ্চ (অনুমান ভিন্ন হতে পারে)উচ্চ
প্রথম ক্রুসেডের সময় জেরুজালেমে হামলার দৃশ্য চিত্রকলায় যেভাবে ফুটে উঠেছে

ইউরোপের বিভিন্ন অঞ্চল হতে মোট চারটি দল ক্রুসেডার্সদের পক্ষ থেকে গঠন করা হয়, এই দল গুলোর নেতৃত্বে ছিলেন রেয়মন্ড, গডফ্রে, হুগ, এবং বহেমন্ড। বাইজেন্টাইনদের উদ্দেশ্যে এই দল গুলো যাত্রা শুরু করে ১০৯৬ সালে।

এছাড়াও ক্রুসেডার্সদের আরো একটি দল গঠিত হয়ে ছিলো পিটারের নেতৃত্বে যাতে ছিলো নাইট এবং জনসাধারন এই দলের নামকরণ করা হয়েছিল "পিপল'স ক্রুসেড"।

মুসলিম এবং ক্রুসেডস দের প্রথম মুখ্য সংঘর্ষে তুর্কিশ বাহিনী ক্রুসেডস দের একটি বাহিনী (পিপল'স ক্রুসেড) কে পরাজিত করে।

১০৯৭ সালের "মে" মাসে ক্রুসেডারস এবং বাইজেন্টাইন বাহিনী সমুহ একত্রে "নাইসিয়া" (বর্তমানে ইজনিক,তুর্কি) এবং "সেলজুক" আক্রমণ করে।

জুন মাসের শেষের দিকে বাইজেন্টাইন এবং ক্রুসেডাররা উক্ত শহরগুলোর উপর বিজয় লাভ করে এবং পরবর্তিতে ১০৯৯ সালের জুলাই মাসের মধ্যভাগে জেরুজালেমের গভর্নর চাপের মুখে অত্মসমর্পন করেন এবং এভাবেই প্রথম ক্রুসেডে মুসলিমদের উপর বিজয় লাভ করে।

মানচিত্রে প্রথম ক্রুসেড

আরও পড়ুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. ফ্রান্স ১৯৯৪, পৃ. 88।
  2. Pope Urban II established the Feast of Assumption as the start date of the holy war, but many crusader forces began to march months before.
  3. ফ্রান্স ১৯৯৪, পৃ. 1।
  4. Asbridge 2012, পৃ. 42।
🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানছয় দফা আন্দোলন২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপরবীন্দ্রনাথ ঠাকুরশেখ মুজিবুর রহমানকাজী নজরুল ইসলামভারতের সাধারণ নির্বাচন, ২০২৪বাংলাদেশবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধমহাত্মা গান্ধীক্লিওপেট্রা২০২৪ কোপা আমেরিকাবাংলা ভাষা আন্দোলনএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বিশ্ব দিবস তালিকাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতের প্রধানমন্ত্রীদের তালিকাসুন্দরবননরেন্দ্র মোদীমৌলিক পদার্থের তালিকাআবহাওয়াসাইবার অপরাধইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনপহেলা বৈশাখঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরমিয়া খলিফাইন্দিরা গান্ধীভারতবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহপদ্মা সেতুকামরুল হাসানভূমি পরিমাপব্রাজিল জাতীয় ফুটবল দলবায়ুদূষণপশ্চিমবঙ্গবাংলা ভাষাভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহ