২০১৯–২০ বুন্দেসলিগা

২০১৯–২০ বুন্দেসলিগা জার্মানির পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর বুন্দেসলিগার ৫৭তম মৌসুম ছিল। এই মৌসুমটি ২০১৯ সালের ১৬ই আগস্ট তারিখে শুরু হয়ে ২০২০ সালের ২৭শে জুন তারিখে সম্পন্ন হয়েছিল।[২][৩] বায়ার্ন মিউনিখের পোলীয় আক্রমণভাগের খেলোয়াড় রবের্ত লেভানদোভস্কি এই মৌসুমের প্রথম গোল করেছিলেন।[৪]

বুন্দেসলিগা
মৌসুম২০১৯–২০
তারিখ১৬ আগস্ট ২০১৯ – ২৭ জুন ২০২০
চ্যাম্পিয়নবায়ার্ন মিউনিখ
২৯তম বুন্দেসলিগা শিরোপা
৩০তম জার্মান শিরোপা
অবনমনফর্টুনা ডুসেলডর্ফ
পাডারবর্ন
চ্যাম্পিয়নস লীগবায়ার্ন মিউনিখ
বরুসিয়া ডর্টমুন্ড
আরবি লাইপৎসিশ
বরুসিয়া মনশেনগ্লাডবাখ
ইউরোপা লীগবায়ার লেভারকুজেন
ভলফসবুর্গ
১৮৯৯ হফেনহাইম
মোট খেলা৩০৬
মোট গোলসংখ্যা৯৮২ (ম্যাচ প্রতি ৩.২১টি)
শীর্ষ গোলদাতাপোল্যান্ড রবের্ত লেভানদোভস্কি
(৩৪টি গোল)
সবচেয়ে বড় হোম জয়আরবি লাইপৎসিশ ৮–০ মাইনৎস
(১৯ নভেম্বর ২০১৯)
সবচেয়ে বড় অ্যাওয়ে জয়১৮৯৯ হফেনহাইম ০–৬ বায়ার্ন মিউনিখ
(২৯ ফেব্রুয়ারি ২০২০)
সর্বোচ্চ স্কোরিং
দীর্ঘতম টানা জয়১৩ ম্যাচ[১]
বায়ার্ন মিউনিখ
দীর্ঘতম টানা অপরাজিত২০ ম্যাচ[১]
বায়ার্ন মিউনিখ
দীর্ঘতম টানা জয়বিহীন১৬ ম্যাচ[১]
শালকে
দীর্ঘতম টানা পরাজয়৫ ম্যাচ[১]
ভেয়ার্ডার ব্রেমেন
হের্টা
পাডারবর্ন
ফ্রাঙ্কফুর্ট
সর্বোচ্চ উপস্থিতি৮১,৩৬৫[১]
বরুসিয়া ডর্টমুন্ড বনাম আউগসবুর্গ
সর্বনিম্ন উপস্থিতি১৪,২১৭[১]
পাডারবর্ন বনাম মাইনৎস
উপস্থিতি৯১,১২,৯৫০ (ম্যাচ প্রতি ২৯,৭৮১ জন)

এই মৌসুমে বদলি খেলোয়াড়ের সংখ্যা সাত থেকে নয়-এ উন্নীত করা হয়েছিল।[৫] ২০২০ সালের ১৩ই মার্চ তারিখে, জার্মানিতে করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে ডিএফএল বুন্দেসলিগা এবং ২০১৯–২০ ২. বুন্দেসলিগা স্থগিত ঘোষণা করেছিল।[৬] জার্মান সরকারের সাথে পরামর্শের পরে, এই লীগটি ২০২০ সালের ১৬ই মে তারিখে দর্শকহীনভাবে পুনরায় শুরু করা হয়েছিল।[৭] স্থগিতের কারণে, ২৭শে জুনের চূড়ান্ত ম্যাচের দিনটি ১৯৭১–৭২ মৌসুমের পর (যেটি একদিন পর ১৯৭২ সালের ২৮শে জুন তারিখে শেষ হয়েছিল) বুন্দেসলিগা মৌসুম শেষ হওয়া দ্বিতীয় সর্বশেষ তারিখ ছিল।[৮]

বায়ার্ন মিউনিখ বুন্দেসলিগার পূর্ববর্তী আসরের চ্যাম্পিয়ন, যারা ২০১৮–১৯ মৌসুমে ৭৮ পয়েন্ট অর্জন করে এই প্রতিযোগিতার ইতিহাসে ২৮তম বারের মতো শিরোপা জয়লাভ করেছিল।[৯]

এই মৌসুমে ৮২ পয়েন্ট অর্জন করে বায়ার্ন মিউনিখ ২৯তম বারের মতো বুন্দেসলিগা এবং ৩০তম বারের মতো জার্মান শিরোপা জয়লাভ করেছিল।[১০] বায়ার্ন মিউনিখের পোলীয় আক্রমণভাগের খেলোয়াড় রবের্ত লেভানদোভস্কি ৩৪ গোল করে এই মৌসুমের শীর্ষ গোলদাতার পুরস্কার জয়লাভ করেছিলেন।

প্রতিযোগিতার ধরন সম্পাদনা

প্রতিটি ক্লাব একে অপরের বিরুদ্ধে দুইটি ম্যাচে মুখোমুখি হয়েছিল; একটি নিজেদের মাঠে এবং অপরটি প্রতিপক্ষ দলের মাঠে। ক্লাবগুলো প্রতিটি জয়ের জন্য তিন পয়েন্ট এবং ড্রয়ের জন্য এক পয়েন্ট করে অর্জন করেছিল। যদি দুই বা ততোধিক ক্লাব সমান পয়েন্ট অর্জন করে থাকে, তবে গোল পার্থক্যের মাধ্যমে পয়েন্ট তালিকায় তাদের অবস্থান নির্ধারণ করা হয়েছিল। সর্বাধিক পয়েন্ট অর্জনকারী ক্লাবটি চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা জয়লাভ করেছিল এবং সর্বনিম্ন পয়েন্ট অর্জনকারী দুইটি ক্লাব ২. বুন্দেসলিগায় অবনমিত হয়েছিল। পয়েন্ট তালিকায় তৃতীয় সর্বনিম্ন পয়েন্ট অর্জনকারী ক্লাবটি ২. বুন্দেসলিগায় তৃতীয় স্থান অধিকারী ক্লাবের বিরুদ্ধে দুই লেগের অবনমন/উন্নয়ন প্লে-অফে অংশগ্রহণ করেছিল, যেখানে বিজয়ী ক্লাব পরবর্তী মৌসুমে বুন্দেসলিগায় অংশগ্রহণের জন্য উত্তীর্ণ হয়েছিল।

দল সম্পাদনা

২০১৮–১৯ মৌসুম শেষে হানোফার এবং নুর্নবার্গ মৌসুমে সর্বনিম্ন পয়েন্ট অর্জন করে পয়েন্ট তালিকার সর্বনিম্ন অবস্থানে থাকা দুই ক্লাব হিসেবে বুন্দেসলিগা হতে সরাসরি অবনমিত হয়েছিল। অন্যদিকে, তাদের বদলে কলন এবং পাডারবর্ন বুন্দেসলিগায় উন্নীত হয়েছিল। পয়েন্ট তালিকায় তৃতীয় সর্বনিম্ন পয়েন্ট অর্জনকারী ক্লাব হিসেবে স্টুটগার্ট ২. বুন্দেসলিগায় তৃতীয় স্থান অধিকারী ক্লাব ইউনিয়ন বার্লিনের বিরুদ্ধে দুই লেগের অবনমন/উন্নয়ন প্লে-অফে অংশগ্রহণ করেছিল, উক্ত প্লে-অফে জয়লাভ করে ইউনিয়ন বার্লিন বুন্দেসলিগার এই মৌসুমে অংশগ্রহণের জন্য উত্তীর্ণ হয়েছিল। পূর্ববর্তী মৌসুমের মতো এই মৌসুমেও ১৮টি ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করেছিল।

ক্লাবঅবস্থানস্টেডিয়ামধারণক্ষমতা
আউগসবুর্গআউগসবুর্গডব্লিউডব্লিউকে এরিনা৩০,৬৬০[১১]
হের্টাবার্লিনবার্লিন অলিম্পিক স্টেডিয়াম৭৪,৬৪৯[১২]
ইউনিয়ন বার্লিনবার্লিনআল্টে ফোরস্টারাই২২,০১২[১৩]
ভেয়ার্ডার ব্রেমেনব্রেমেনভেজার স্টেডিয়াম৪২,১০০[১৪]
বরুসিয়া ডর্টমুন্ডডর্টমুন্ডসিগনাল ইডুনা পার্ক৮১,৩৬৫[১৫]
ফর্টুনা ডুসেলডর্ফডুসেলডর্ফমার্কুর স্পিয়েল-আরেনা৫৪,৬০০[১৬]
আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্টফ্রাঙ্কফুর্টকোমারৎসব্যাংক আরেনা৫১,৫০০[১৭]
ফ্রাইবুর্গফ্রাইবুর্গ ইম ব্রাইসগাউশোয়ারৎসভাল্ড স্টেডিয়াম২৪,০০০[১৮]
১৮৯৯ হফেনহাইমসিনশাইমপ্রিজিরো এরিনা৩০,১৫০[১৯]
কলনকোলনরাইন এনার্গি স্টেডিয়াম৪৯,৬৯৮[২০]
আরবি লাইপৎসিশলাইপৎসিশরেড বুল এরিনা৪২,৫৫৮[২১]
বায়ার লেভারকুজেনলেভারকুজেনবেএরিনা৩০,২১০[২২]
মাইনৎসমাইনৎসওপেল এরিনা৩৪,০০০[২৩]
বরুসিয়া মনশেনগ্লাডবাখমনশেনগ্লাডবাখবরুসিয়া পার্ক৫৯,৭২৪[২৪]
বায়ার্ন মিউনিখমিউনিখআলিয়ানৎস আরেনা৭৫,০০০[২৫]
পাডারবর্নপাডারবর্নবেন্টেলার এরিনা১৫,০০০[২৬]
শালকেগেলজেনকির্খেনআরেনা আউফশালকে৬২,২৭১[২৭]
ভলফসবুর্গভলফসবুর্গফক্সভাগেন আরেনা৩০,০০০[২৮]

পয়েন্ট তালিকা সম্পাদনা

অবদলম্যাচজয়ড্রহারস্বগোবিগোগোপাপয়েন্টযোগ্যতা অর্জন বা অবনমন
বায়ার্ন মিউনিখ (C)৩৪২৬১০০৩২+৬৮৮২চ্যাম্পিয়নস লীগের গ্রুপ পর্বে উত্তীর্ণ
বরুসিয়া ডর্টমুন্ড৩৪২১৮৪৪১+৪৩৬৯
আরবি লাইপৎসিশ৩৪১৮১২৮১৩৭+৪৪৬৬
বরুসিয়া মনশেনগ্লাডবাখ৩৪২০৬৬৪০+২৬৬৫
বায়ার লেভারকুজেন৩৪১৯৬১৪৪+১৭৬৩ইউরোপা লীগের গ্রুপ পর্বে উত্তীর্ণ[ক]
১৮৯৯ হফেনহাইম৩৪১৫১২৫৩৫৩৫২
ভলফসবুর্গ৩৪১৩১০১১৪৮৪৬+২৪৯ইউরোপা লীগের দ্বিতীয় বাছাইপর্বে উত্তীর্ণ[ক]
ফ্রাইবুর্গ৩৪১৩১২৪৮৪৭+১৪৮
আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট৩৪১৩১৫৫৯৬০−১৪৫
১০হের্টা৩৪১১১৫৪৮৫৯−১১৪১
১১ইউনিয়ন বার্লিন৩৪১২১৭৪১৫৮−১৭৪১
১২শালকে৩৪১২১৩৩৮৫৮−২০৩৯
১৩মাইনৎস৩৪১১১৯৪৪৬৫−২১৩৭
১৪কলন৩৪১০১৮৫১৬৯−১৮৩৬
১৫আউগসবুর্গ৩৪১৬৪৫৬৩−১৮৩৬
১৬ভেয়ার্ডার ব্রেমেন (O)৩৪১৯৪২৬৯−২৭৩১অবনমন প্লে-অফে উত্তীর্ণ
১৭ফর্টুনা ডুসেলডর্ফ (R)৩৪১২১৬৩৬৬৭−৩১৩০২. বুন্দেসলিগায় অবনমিত
১৮পাডারবর্ন (R)৩৪২২৩৭৭৪−৩৭২০
উৎস: জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) গোল পার্থক্য; ৩) স্বপক্ষে গোল; ৪) হেড-টু-হেড পয়েন্ট; ৫) হেড-টু-হেড গোল পার্থক্য; ৬) হেড-টু-হেড অ্যাওয়ে গোল; ৭) অ্যাওয়ে গোল; ৮) প্লে-অফ।[২৯]
(C) চ্যাম্পিয়ন; (O) প্লে-অফ বিজয়ী; (R) অবনমিত।
টীকা:
  1. ২০১৯–২০ ডিএফবি-পোকালের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ উয়েফা চ্যাম্পিয়নস লীগে উত্তীর্ণ হওয়ায় উয়েফা ইউরোপা লীগে তাদের বরাদ্দকৃত স্থানটি ষষ্ঠ স্থান অধিকারী ক্লাব ১৮৯৯ হফেনহাইমকে প্রদান করা হয়েছিল এবং উয়েফা ইউরোপা লীগে তাদের বরাদ্দকৃত স্থানটি সপ্তম স্থান অধিকারী ক্লাব ভলফসবুর্গকে প্রদান করা হয়েছিল।

ফলাফল সম্পাদনা

স্বাগতিক \ সফরকারীAUGBSCUNBBREDORDÜSFRAFREHOFKÖLLEILEVMAIMÖNMUNPADSCHWOL
আউগসবুর্গ৪–০১–১২–১৩–৫৩–০২–১১–১১–৩১–১১–২০–৩২–১২–৩২–২০–০২–৩১–২
হের্টা২–০৪–০২–২১–২৩–১১–৪১–০২–৩০–৫২–৪২–০১–৩০–০০–৪২–১০–০০–৩
ইউনিয়ন বার্লিন২–০১–০১–২৩–১৩–০১–২২–০০–২২–০০–৪২–৩১–১২–০০–২১–০১–১২–২
ভেয়ার্ডার ব্রেমেন৩–২১–১০–২০–২১–৩০–৩২–২০–৩৬–১০–৩১–৪০–৫০–০০–১০–১১–২০–১
বরুসিয়া ডর্টমুন্ড৫–১১–০৫–০২–২৫–০৪–০১–০০–৪৫–১৩–৩৪–০০–২১–০০–১৩–৩৪–০৩–০
ফর্টুনা ডুসেলডর্ফ১–১৩–৩২–১০–১০–১১–১১–২২–২২–০০–৩১–৩১–০১–৪০–৪০–০২–১১–১
আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট৫–০২–২১–২২–২২–২২–১৩–৩১–০২–৪২–০৩–০০–২১–৩৫–১৩–২২–১০–২
ফ্রাইবুর্গ১–১২–১৩–১০–১২–২০–২১–০১–০১–২২–১০–১৩–০১–০১–৩০–২৪–০১–০
১৮৯৯ হফেনহাইম২–৪০–৩৪–০৩–২২–১১–১১–২০–৩৩–১০–২২–১১–৫০–৩০–৬৩–০২–০২–৩
কলন১–১০–৪১–২১–০১–৩২–২১–১৪–০১–২২–৪২–০২–২০–১১–৪৩–০৩–০৩–১
আরবি লাইপৎসিশ৩–১২–২৩–১৩–০০–২২–২২–১১–১৩–১৪–১১–১৮–০২–২১–১১–১১–৩১–১
বায়ার লেভারকুজেন২–০০–১২–০২–২৪–৩৩–০৪–০১–১০–০৩–১১–১১–০১–২২–৪৩–২২–১১–৪
মাইনৎস০–১২–১২–৩৩–১০–৪১–১২–১১–২০–১৩–১০–৫০–১১–৩১–৩২–০০–০০–১
বরুসিয়া মনশেনগ্লাডবাখ৫–১২–১৪–১৩–১১–২২–১৪–২৪–২১–১২–১১–৩১–৩৩–১২–১২–০০–০৩–০
বায়ার্ন মিউনিখ২–০২–২২–১৬–১৪–০৫–০৫–২৩–১১–২৪–০০–০১–২৬–১২–১৩–২৫–০২–০
পাডারবর্ন০–১১–২১–১১–৫১–৬২–০২–১১–৩১–১১–২২–৩১–৪১–২১–৩২–৩১–৫২–৪
শালকে০–৩৩–০২–১০–১০–০৩–৩১–০২–২১–১১–১০–৫১–১২–১২–০০–৩১–১১–৪
ভলফসবুর্গ০–০১–২১–০২–৩০–২১–১১–২২–২১–১২–১০–০০–২৪–০২–১০–৪১–১১–১
উৎস: জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন
রং: নীল = স্বাগতিক দল বিজয়ী; হলুদ = ড্র; লাল = সফরকারী দল বিজয়ী।

পরিসংখ্যান সম্পাদনা

🔥 Top keywords: কোকা-কোলাদ্য কোকা-কোলা কোম্পানিপ্রধান পাতাবিশেষ:অনুসন্ধানপ্রোগ্রামিং ভাষাছয় দফা আন্দোলন২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপরবীন্দ্রনাথ ঠাকুরশেখ মুজিবুর রহমানকাজী নজরুল ইসলামবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধবাংলাদেশনরেন্দ্র মোদীক্লিওপেট্রা২০২৪ কোপা আমেরিকাআবহাওয়াবাংলা ভাষা আন্দোলনসাইবার অপরাধমহাত্মা গান্ধীপহেলা বৈশাখএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)ভারতের সাধারণ নির্বাচন, ২০২৪সুন্দরবনপাইথন (প্রোগ্রামিং ভাষা)ভারতের প্রধানমন্ত্রীদের তালিকাআর্জেন্টিনা জাতীয় ফুটবল দলমিয়া খলিফাবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতফিফা বিশ্ব র‌্যাঙ্কিংঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনইন্দিরা গান্ধীপ্রতিমন্ত্রীমৌলিক পদার্থের তালিকাসুকান্ত মজুমদারজাতিসংঘ