বিডিআর বিদ্রোহ

রেশন ও বেতনবৈষম্য দূরীকরণের দাবিতে বাংলাদেশ রাইফেলস সদস্যদের সশস্ত্র বিদ্রোহ
(২০০৯-এর বিডিআর বিদ্রোহ থেকে পুনর্নির্দেশিত)

বিডিআর বিদ্রোহ হলো ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালিন বিডিআরদের একটি গ্রুপ দ্বারা সংগঠিত বিদ্রোহ। বিদ্রোহের পর সংস্থাটির নাম পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ বা সংক্ষেপে বিজিবি করা হয়। বর্তমানে বিজিবি নামে সংস্থাটি পরিচিত। এটি একটি আধা-সামরিক বাহিনী যার প্রধান কাজ বাংলাদেশের সীমানা পাহারা দেয়া। সে হিসেবে এরা সীমান্তরক্ষী বাহিনী নামেও পরিচিত। বিদ্রোহী বিডিআর সৈন্যরা পিলখানায় বিডিআর সদর দফতর দখল করে বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন অন্যান্য সেনা কর্মকর্তা ও ১৭ জন বেসামরিককে হত্যা করে।[৬] তারা বেসামরিক লোকদের উপর গুলি চালিয়েছিল, তারা অনেক অফিসার এবং তাদের পরিবারকে জিম্মি করেছিল, স্থাপনা ও সম্পদ ভাংচুর করেছিল এবং মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়েছিল। বিদ্রোহের দ্বিতীয় দিনে বিডিআর ক্যাম্প আছে এমন অন্য ১২টি শহরে অশান্তি ছড়িয়ে পড়েছিল।[৭][৮] সরকারের সাথে একাধিক আলাপ-আলোচনার পরে বিদ্রোহীরা অস্ত্র সমর্পণ করে এবং জিম্মিদের মুক্তি দেয়।[৯] অস্ত্র সমর্পণের মধ্য দিয়ে এ বিদ্রোহের অবসান ঘটে।[১০]

বিডিআর বিদ্রোহ
তারিখ২৫ ফেব্রুয়ারি –২ মার্চ ২০০৯
অবস্থান
ঢাকা, বাংলাদেশ
অবস্থাবিডিয়ার জওয়ানদের আত্মসমর্পণ
বিবাদমান পক্ষ

বাংলাদেশ বাংলাদেশ

বাংলাদেশ বাংলাদেশ

সেনাধিপতি ও নেতৃত্ব প্রদানকারী

বাংলাদেশজেনারেল. মঈন উদ্দিন আহমেদ

বাংলাদেশমেজর.জেনারেল আসহাব উদ্দিন চৌধুরী
শক্তি
অজানা১,২০০ বিদ্রোহী
হতাহত ও ক্ষয়ক্ষতি
৫৭ নিহত,[১] ৬ নিখোজ[২]৮ জন নিহত,[২] ২০০ জন বন্দী[৩]
৭ বেসামরিক নিহত[৪][৫]

২০১৩ সালের ৫ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালত ১৫২ জনকে মৃত্যুদণ্ড এবং ১৬১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়; আরও ২৫ জন বিদ্রোহে জড়িত থাকার কারণে তিন থেকে দশ বছরের মধ্যে কারাদণ্ড পেয়েছিল। আদালত অভিযুক্ত ২৭৭ জনকেও খালাস দিয়েছিল। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন অভিযোগ করে যে এই বিচারগুলিতে আসামিদের পর্যাপ্ত সময়-সুযোগ দেয়া হয়নি, "নিষ্ঠুর প্রতিশোধের আকাঙ্ক্ষাকে সন্তুষ্ট করার জন্য বিচার কাজ সাজানো হয়েছে" বলে তারা অভিযোগ করে।[১১][১২]

প্রথম দিন সম্পাদনা

২৫ শে ফেব্রুয়ারি ২০০৯-এ ধানমন্ডি এ সড়কের নিকটবর্তী সাতমসজিদ রোডের উপরে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর মিমি জেডপিইউ -১৪.৫৫
২৬ ফেব্রুয়ারি ২০০৯ এ আবাহনী মাঠের পাশে একটি ট্যাঙ্কের অ্যারে অপেক্ষা করছে
২৫ ফেব্রুয়ারি ২০০৯ এ ধানমন্ডি রোডের পশ্চিম প্রান্ত থেকে স্টেট বিশ্ববিদ্যালয়ের কাছে সাতমসজিদ রোডের উপরে ব্যারিকেড দেখা যায়,

বার্ষিক "বিডিআর সপ্তাহ" এর দ্বিতীয় দিনে শুরু হয়েছিল বিদ্রোহ,[১৩] এর আগের দিন তৎকালিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করেছিলেন। "দরবার হল" মিলনায়তনে অধিবেশন শুরু হওয়ার সাথে সাথে বেশ কয়েকজন জওয়ান (প্রাইভেট) উচ্চ পদস্থ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে বক্তব্য রাখেন, এবং বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ বক্তব্য রাখছিলেন। তারা বিডিআর কমান্ড থেকে সেনা কর্মকর্তাদের অপসারণ এবং বিডিআর সৈন্যদের সমান অধিকারের দাবি জানিয়েছিল।[৭] এর পরপরই বিদ্রোহীরা মহাপরিচালক এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের মিলনায়তনের অভ্যন্তরে জিম্মি হিসাবে গ্রহণ করে এবং পরে তাদের উপর গুলি চালায়। তারা সদর দফতরের প্রধান প্রবেশদ্বারগুলিতে ভারী অস্ত্রশস্ত্র প্রস্তুত করে। বাংলাদেশ সেনাবাহিনী এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিডিআর সদর দফতরের আশেপাশে শক্ত অবস্থান গ্রহণ করে।[১৪]

বিডিআরের মহাপরিচালক শাকিল আহমেদ বিদ্রোহের প্রথম দিনেই হত্যার শিকার হন। আরো কয়েক ডজন বিডিআর সিনিয়র কমান্ডারকে হত্যা করা হয়, যখন বিদ্রোহীরা অফিসারদের বাসভবনে হামলা করে, তখনই আহমদকে হত্যা করে। তারা আহমেদের বাড়িতেও অভিযান চালিয়ে মূল্যবান জিনিসপত্র লুট করে।[৭][১৫] অতিরিক্ত ক্রসফায়ারে ৭ জন বেসামরিক লোককে হত্যা করা হয়।[৪][১৬]

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ ফেব্রুয়ারি সেনাবাহিনী অফিসার হত্যা, রাষ্ট্রের বিরুদ্ধে লুটপাট ও অন্যান্য অপরাধের সাথে জড়িত ব্যতীত বিদ্রোহীদের জন্য সাধারণ ক্ষমার প্রস্তাব দেন।[১৭]

বিদ্রোহীরা বিডিআরের উচ্চ পদস্থ পদগুলো থেকে নিয়মিত সেনা কর্মকর্তাদের প্রত্যাহারসহ ২২ দফা দাবি উত্থাপন করে। পরিবর্তে, তারা চেয়েছিলেন আসল বিডিআর সদস্যদের পদ থেকে পদোন্নতি দিয়ে উচ্চ পদস্থ কর্মকর্তা করা হোক। তাদের দাবি, বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষার ভিত্তিতে তাদের কর্মকর্তাদের বাছাই করা হোক। বেসরকারী টেলিভিশনগুলোর সাথে কথা বলার সময় বিডিআর জওয়ানরা অভিযোগ করেছিল যে বিডিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অপারেশন ডাল-ভাত কর্মসূচি থেকে সেনা কর্মকর্তাদের বেতন বোনাস আত্মসাৎ করার এবং ২০০৮ সালে ২৯ শে ডিসেম্বর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে অতিরিক্ত দায়িত্ব থেকে ষড়যন্ত্রে জড়িত ছিল। অপারেশন ডাল-ভাত হ'ল বিডিআর দ্বারা পরিচালিত একটি কল্যাণ কর্মসূচি যা দরিদ্রদের জন্য চাল এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিস সরবরাহ করে।[১৮] অন্যান্য দাবির মধ্যে ছিলো শতভাগ রেশনিং কার্যক্রম শান্তিরক্ষা মিশনে বিডিআর সৈন্যের পরিচয় এবং বিডিআর সদস্যদের সামগ্রিক কল্যাণ।[১৯]

দ্বিতীয় দিন সম্পাদনা

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন কিছু বিদ্রোহীকে এই আশ্বাস দিয়ে অস্ত্র ছেড়ে দিতে রাজি করেছিলেন যে সেনাবাহিনী বিডিআর সদর দফতরে যাবে না।[১৩] ফলস্বরূপ, বিদ্রোহীরা তাদের অস্ত্র সমর্পণ করে এবং জিম্মিদের মুক্তি দিতে শুরু করে।[১৭] তবে, ঢাকা যেমন ঘটছিল, বিডিআরের অন্যান্য সদস্যদের বিদ্রোহ কমপক্ষে আরও ১২ টি শহরে থাকা বিডিআর ক্যাম্পগুলোতেও এমনটি শুরু হয়েছে। এরমধ্যে চট্টগ্রামফেনী, ভারতের সঙ্গে পূর্ব সীমান্তে মধ্যে রাজশাহী উত্তর-পশ্চিমে এবং সিলেট উত্তর উল্লেখযোগ্য।[৮]

২৬ ফেব্রুয়ারি ২০০৯-এ আবাহনী মাঠের নিকটবর্তী ট্যাঙ্কগুলির পিছনে সেনাবাহিনীর একত্র

২৬ ফেব্রুয়ারির মধ্যে, ৪৬টিরও বেশি স্থানে বিডিআর ফাঁড়িতে দুর্দান্ত আন্দোলনের লক্ষণ দেখা গেছে। বিডিআর জওয়ানরা দাবি করেছিল যে সাতক্ষীরা, দিনাজপুর, নওগাঁ ও নেত্রকোনায় যশোর বিডিআর গ্যারিসনের পাশাপাশি বড়বড় বিডিআর প্রতিষ্ঠানগুলো দখল করে। [২০] সেনাবাহিনী অবস্থান নেওয়ায় সেনা ট্যাঙ্ক এবং এপিসি বাইরে আনা হয়েছিল, তবে বিডিআরের উচ্চ পদস্থ সেনা কর্মকর্তারা জিম্মি থাকায় তারা অভিযান করতে পারেনি। বিডিআর সদর দফতরের অভ্যন্তরে ভারী অস্ত্র ছিল যা বিদ্রোহীদের দ্বারা নিয়ন্ত্রিত ছিল। তারা রাস্তায় ট্যাঙ্কগুলি নেমে সেনাবাহিনী চূড়ান্ত হামলার প্রস্তুতি নিচ্ছিল। প্যারাট্রুপস এবং কমান্ডো প্রস্তুত ছিল।

গণমাধ্যমের টিকার অনুসারে, প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার পরে এবং বিডিআর কর্মীদের আশ্বাস দিয়েছিলেন যে তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না বলে বিডিআর সদস্যরা আবারও অস্ত্র সমর্পণ শুরু করেন। তবে তিনি বিদ্রোহীদের অবিলম্বে অস্ত্র না দিয়ে এবং সমস্ত শত্রুতা বন্ধ না করা হলে "কঠোর পদক্ষেপ" সম্পর্কে সতর্কও করেছিলেন।[২১] শেখ হাসিনার ভাষণের পরে সেনাবাহিনী বিডিআর সদর দফতরের সামনে ট্যাঙ্ক মোতায়েন করেছিল।[২২] এর পরে, বিদ্রোহীরা তাদের অস্ত্র সমর্পণ করে প্রধানমন্ত্রীর মিডিয়া মুখপাত্রের বর্ণনা অনুসারে।[২৩] আত্মসমর্পণের পরে সশস্ত্র পুলিশ ব্যাটালিয়ন বিডিআর সদর দফতর দখল করে।[২৪]

তৃতীয় দিন সম্পাদনা

২৭ ফেব্রুয়ারি বেসামরিক পোশাকে পিলখানার সদর দফতর থেকে পালানোর চেষ্টা করার সময় প্রায় ২০০ বিদ্রোহীকে গ্রেপ্তার করা হয়।[২৫] সেনাবাহিনীর ট্যাঙ্ক এবং সৈন্যরা বিডিআরের সদর দফতরে প্রবেশ করে।[২৬] স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন আশ্বাস দিয়েছিলেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সেনাবাহিনী প্রবেশ করেছে। তিনি আরও বলেছিলেন, বিডিআর সদস্যদের সদর দফতরের একটি নিরাপদ স্থানে রাখা হয়েছে এবং সেনাবাহিনী উদ্ধার ও তল্লাশি অভিযানে সহায়তা করতে প্রবেশ করেছে।[২৭] বাংলাদেশ সেনাবাহিনীর ট্যাঙ্কগুলি শক্তিমত্তা দেখাতে আনা হয়েছিল, যা বাকি বিদ্রোহীদের অস্ত্র জমা দিয়ে এবং আত্মসমর্পণ করতে প্ররোচিত করেছিল।[২৮] ঢাকার বাইরে কমপক্ষে ১২টি বিডিআর ঘাঁটিতে বিদ্রোহ শেষ হয়েছে কিনা তা তখনও স্পষ্ট ছিল না। সদর দফতরের ভিতরে নিখোঁজ কর্মীদের অনুসন্ধান করার সময় আরও ৪২ জননেরমরদেহ পাওয়া যায়। প্রথমে ধারণা করা হয়েছিল যে ১৩০ জনেরও বেশি নিয়মিত সেনা কর্মকর্তা বিদ্রোহীদের হাতে নিহত হয়েছেন।[২৯] ২৭ ফেব্রুয়ারি অবধি বিডিআর প্রধান মেজরের মরদেহসহ সরকারি হিসেবে মৃত্যুর সংখ্যা ৫৪ বলা হয়।[৩০] বিডিআর প্রধান জেনারেল শাকিল আহমেদসহ ৪১ জন সেনা কর্মকর্তার তথ্য প্রথম দিকেই পাওয়া যায়। বিডিআর হাসপাতালের কাছে একটি গণকবর পাওয়া যায়। সাত ফুট গভীর গর্তের মধ্যে মোট ৪২ জন অফিসারকে মাটিচাপা দেয় বিদ্রোহীরা। কিছু লাশ ড্রেন টানেলের মধ্যে ফেলে দেওয়া হয়। যে ৫৮ টি লাশ পাওয়া গেছে তার মধ্যে ৫২ জন ছিল সেনা কর্মকর্তা। সরকার ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু করে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করে।[৩১]

২৭ ফেব্রুয়ারি ২০০৯ এর বিকেলে মিডিয়া কর্মী, সশস্ত্র বাহিনীর সদস্যরা এবং জনগণ বাংলাদেশ রাইফেলসের ৪র্থ প্রধান প্রবেশদ্বারে অপেক্ষা করছেন।

চতুর্থ দিন সম্পাদনা

বিডিআর প্রধানের স্ত্রীর লাশ উদ্ধার হওয়ায় আরও তিনটি গণকবর পাওয়া গেছে। মৃতদেহগুলির অনেকগুলিই খারাপভাবে পঁচে গিয়েছিল এবং তাদের সনাক্তকরণ কঠিন ছিল। মিলিটারি ইন্টেলিজেন্স (এমআই) ঘোষণা করেছে যে বিডিআর সদর দফতরে বিদ্রোহে মৃতের সংখ্যা ৬৩ জন, এবং ৭২ সেনা কর্মকর্তা এখনও নিখোঁজ রয়েছেন। ৬৩ টি লাশের মধ্যে ৪৭ জনকে শনাক্ত করা হয়েছে। সেনাবাহিনী যারা লাশ না পাওয়া পর্যন্ত মারা গিয়েছিল তাদের জানাজা স্থগিত করেছিল। আধাসামরিক সদস্যরা বাহিনী বিদ্রোহ থেকে বেঁচে যান।[৩২]

সদ্য নিয়োগপ্রাপ্ত বিডিআরের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মঈনুল হোসেন বলেন, তাদের তাৎক্ষণিক কাজ হবে আধাসামরিক বাহিনীর "কমান্ড কাঠামো পুনরুদ্ধার"।[৩৩]

সেনাবাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড জেনারেল এমএ মুবিন বলেছেন, হত্যাকারীদের শাস্তি দেওয়া হবে। এএফপি জানিয়েছে, "বিডিআর সেনারা যারা এই বর্বর ও ভয়াবহ কান্ডে অংশ নিয়েছিল তাদের ক্ষমা করা যাবে না এবং তাদেরকে ক্ষমা করা হবে না", তিনি এ বক্তব্যটি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে।[৩৪]

বিদ্রোহের পরে যারা কোনো প্রকার ছাড় বা অনুমতি ছাড়াই তাদের কর্মস্থলে অনুপস্থিত ছিলেন তাদেরকে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদর দফতর বা নিকটতম সেক্টর সদর দফতর বা ব্যাটালিয়নের সদর দফতর বা থানায় ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণ করতে বলা হয়েছিল। এ আহবানে প্রায় ১০০ জন সাড়া দিয়েছেন।[৩৫]

হতাহত সম্পাদনা

মোট ৭৪ জন নিহত হয়েছিল।[৩৬] তাদের মধ্যে ৫৭ জন সেনা কর্মকর্তা বিডিআর পদে ছিলেন। বিডিআরের প্রধান, ডেপুটি চিফ এবং ১৬ সেক্টর কমান্ডার বিদ্রোহের সময় মারা গিয়েছিলেন।[৩৭]

পরিণাম সম্পাদনা

২ মার্চ ২০০৯ তারিখে ৪৯ সেনা কর্মকর্তার রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজা অনুষ্ঠিত হয়েছিল, তাদের পুরো সেনা সম্মান দিয়ে সমাহিত করা হয়েছিল; নিহত মহাপরিচালকের স্ত্রীকেও একই দিন সমাধিস্থ করা হয়েছিল।[৩৮][৩৯][৪০] সরকার বিদ্রোহের পেছনের কারণগুলি নির্ধারণের জন্য তৎকালিন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে সভাপতি করে একটি তদন্ত কমিটি গঠন করে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই তার নিজের মন্ত্রণালয়ের একটি ঘটনার তদন্তের দায়িত্ব নেয়ায় বিরোধীদল ও সুশীলদের পক্ষ থেকে বিষয়টির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বলা হয়, এর কারণে পুরো ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত হবে না। তারা এ তদন্ত কমিটি সংস্কারের পক্ষে জোর দাবি জানিয়েছিলেন। [৪১] বাংলাদেশ সেনাবাহিনীও একটি তদন্ত কমিটি গঠন করে যা ৩ মার্চ থেকে কার্যক্রম শুরু করে। সেনাবাহিনী, র‌্যাব এবং পুলিশের সহায়তায় বিডিআর বিদ্রোহীদের ধরতে "অপারেশন রিবেল হান্ট" শুরু করে।[৪২] সরকার বাংলাদেশ রাইফেলসের নাম ও কাঠামো পরিবর্তন করার সিদ্ধান্ত নেয় এবং অনির্দিষ্টকালের জন্য সারা দেশে সেনা মোতায়েন করা হয়। তদন্তে সহায়তা করার জন্য সরকার এফবিআই এবং স্কটল্যান্ড ইয়ার্ডের কাছে সাহায্য চায়।[৪৩]

সেনাবাহিনীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী সম্পাদনা

২০০৯ সালের ১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাকুঞ্জ সেনা কমিউনিটি সেন্টারে গিয়ে সেনা সদস্যদের পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।

বিচার ও সাজা সম্পাদনা

প্রথম গ্রেফতারের পরেই ৩৭তম তম রাইফেলস ব্যাটালিয়নের সদস্যদের বিচার করা হয়েছিল ১৩ নভেম্বর ২০১০ সালে। তাদের বিরুদ্ধে অস্ত্রাগার থেকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ লুট করা এবং তাদের অস্ত্র গুলি চালানো, নগরীতে আতঙ্ক সৃষ্টি করা, বিডিআর ডিজি মেজরের লাশের ওপর ন্যাক্কারজনক আচরণে অভিযোগ আনা হয়েছিল। তারা জেনারেল শাকিল আহমেদকে নিয়ে গণমাধ্যমের সামনে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন বলে আদালতে অভিযোগ উত্থাপন করা হয়। [৪৪] ৩৯ তম রাইফেলস ব্যাটালিয়নের বিডিআর সদস্যদের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র লুট করা, গুলি চালানো এবং ফেব্রুয়ারিতে ঢাকা বিদ্রোহীদের পক্ষ নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছিল।[৪৫] ২০১১ সালের জানুয়ারী পর্যন্ত হাজার হাজার বিদ্রোহের জন্য বাংলাদেশে বিচার হয়েছে।[৪৬]

বিদ্রোহীদের ওপর রিমান্ডে নির্যাতন শারিরীক নির্যাতন বৈদ্যুতিক শকসহ প্রায় ৫০ জনের কারাগারেই মৃত্যু হয়। এছাড়া আত্মহত্যাসহ আরও অনেকগুলি মামলায় হেফাজতে তাদের ব্যাপক নির্যাতনের অভিযোগ উঠে। নির্যাতনের বিরুদ্ধে জাতিসংঘের কনভেনশনের পক্ষ হলেও এই নিরাপত্তা বাহিনী বাংলাদেশে নির্যাতন নিয়মিত ব্যবহার করে। হিউম্যান রাইটস ওয়াচ এবং অন্যান্যরা দীর্ঘদিন ধরে তার সেনাবাহিনী, র‌্যাব এবং দেশের প্রধান গোয়েন্দা সংস্থা, বাহিনী গোয়েন্দা অধিদপ্তর জেনারেলসহ তার সুরক্ষা বাহিনী দ্বারা বাংলাদেশে নির্যাতনের পদ্ধতিগত ব্যবহারের নথিভুক্ত করেছে।[১২][৪৭]

প্রায় ৬ হাজার সৈন্যকে গণ-বিচারে আদালত দোষী সাব্যস্ত করে এবং বিদ্রোহে অংশ নেওয়ার জন্য জরিমানা সহ চার মাস থেকে সাত বছর পর্যন্ত কারাদণ্ডের দণ্ড দেয়া হয়।[৪৮][৪৯] ৮৮২ জন সেনা যারা তাদের সিনিয়র অফিসারদের হত্যা করেছিল বলে অভিযোগ করা হয়েছিল এবং তাদের হত্যা, নির্যাতন, ষড়যন্ত্র এবং অন্যান্য অপরাধের জন্য একটি বেসামরিক আদালতে বিচার করা হয়েছিল।[৫০]

৫ নভেম্বর ২০১৩, ঢাকা মহানগর দায়রা আদালত ১৫২ জনকে মৃত্যুদণ্ড এবং ১৬১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে; ২৫৬ জনকে তিন থেকে দশ বছরের মধ্যে কারাদণ্ড দেওয়া হয়েছে, এবং ২৭৭ জনকে খালাস দেওয়া হয়েছে।[৩৬][৫১][৫২] দোষী সাব্যস্ত হওয়া আইনজীবীদের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা এই রায়ে আপিল করবেন।[৫৩] কারাগারে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য নাসিরউদ্দিন আহমেদ পিন্টুও ছিলেন।[৫৪]

হিউম্যান রাইটস ওয়াচের একজন মুখপাত্র এই গণ-বিচারকে "আন্তর্জাতিক আইনি মানদণ্ডের বিরোধী" হিসাবে বর্ণনা করেছেন।[৫৩] মানবাধিকার বিষয়ক জাতিসংঘের হাই কমিশনার নাভি পিলি এই বিচারের ত্রুটিগুলির দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন এবং এটিকে "আইনজীবীদের পর্যাপ্ত ও সময়োপযোগী সহযোগিতা না করাসহ জাতীয় অনিয়মের সাথে দাঙ্গা" বলে অভিহিত করেছেন।[১১] অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একজন মুখপাত্র এই বাক্যগুলির নিন্দা করে বলেছেন যে "নিষ্ঠুর প্রতিশোধের ইচ্ছা পূরণ করার জন্যই বিচার কার্যক্রমকে সাজানো হয়েছে"। তাদের অনুমান অনুসারে অভিযুক্তদের মধ্যে কয়েকজন মারা গেছেন বলে জানা গেছে। [৫০]

বিদ্রোহীদের উপর অন্যায়ভাবে গণ-বিচারের রায় দেওয়া হয়েছে, যা অপরাধ নির্ধারণের জন্য কিছুই করেনি এবং গণ-মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে, হিউম্যান রাইটস ওয়াচ এক প্রতিবেদনে বলেছে যে "প্রায় ,৬ হাজার সন্দেহভাজনদের গণ-বিচারের বিষয়টি ন্যায্য বিচারের উদ্বেগ উত্থাপন করে"। হিউম্যান রাইটস ওয়াচ-এর এশিয়া পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেছিলেন, "ভয়াবহ সহিংসতায় ৭৪ জন নিহতের জন্য যারা দায়ী তাদের বিচার করা উচিত, তবে নির্যাতন ও অন্যায় বিচারের দ্বারা নয়।" "বিদ্রোহের বিষয়ে সরকারের প্রাথমিক প্রতিক্রিয়া ছিল আনুপাতিকভাবে এবং জনবহুল অঞ্চলে সেনাবাহিনীকে অপ্রতিরোধ্য শক্তি প্রয়োগের দাবি অস্বীকার করে জীবন বাঁচানো হয়েছিল। তবে তার পর থেকে এটি শারীরিক নির্যাতন ও গণ-পরীক্ষার মাধ্যমে যথাযথ প্রতিশোধ নিতে সুরক্ষা বাহিনীকে মূলত সবুজ সংকেত দিয়েছে।[১২]

নিহত সেনা কর্মকর্তা সম্পাদনা

নিহত সেনা কর্মকর্তাগণ:[৫৫]

  1. মেজর জেনারেল শাকিল আহমেদ
  2. ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন
  3. ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুল বারী
  4. কর্নেল মো. মজিবুল হক
  5. কর্নেল মো. আনিস উজ জামান
  6. কর্নেল মোহাম্মদ মসীউর রহমান
  7. কর্নেল কুদরত ইলাহী রহমান শফিক
  8. কর্নেল মোহাম্মদ আখতার হোসেন
  9. কর্নেল মো. রেজাউল কবীর
  10. কর্নেল নাফিজ উদ্দীন আহমেদ
  11. কর্নেল কাজী এমদাদুল হক
  12. কর্নেল বিএম জাহিদ হোসেন
  13. কর্নেল সামসুল আরেফিন আহাম্মেদ
  14. কর্নেল মো. নকিবুর রহমান
  15. কর্নেল কাজী মোয়াজ্জেম হোসেন
  16. কর্নেল গুলজার উদ্দিন আহমেদ
  17. কর্নেল মো. শওকত ইমাম
  18. কর্নেল মো. এমদাদুল ইসলাম
  19. কর্নেল মো. আফতাবুল ইসলাম
  20. লেফটেন্যান্ট কর্নেল এনশাদ ইবন আমিন
  21. লেফটেন্যান্ট কর্নেল শামসুল আজম
  22. লেফটেন্যান্ট কর্নেল কাজী রবি রহমান, এনডিসি
  23. লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া মোহাম্মদ
  24. লেফটেন্যান্ট কর্নেল মো. বদরুল হুদা
  25. লেফটেন্যান্ট কর্নেল এলাহী মঞ্জুর চৌধুরী
  26. লেফটেন্যান্ট কর্নেল মো. এনায়েতুল হক, পিএসসি
  27. লেফটেন্যান্ট কর্নেল আবু মুছা মো. আইউব
  28. লেফটেন্যান্ট কর্নেল মো. সাইফুল ইসলাম
  29. লেফটেন্যান্ট কর্নেল মোঃ লুৎফর রহমান
  30. লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাজ্জাদুর রহমান
  31. লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান খান
  32. মেজর মো. মকবুল হোসেন
  33. মেজর মো. আব্দুস সালাম খান
  34. মেজর হোসেন সোহেল শাহনেওয়াজ
  35. মেজর কাজী মোছাদ্দেক হোসেন
  36. মেজর আহমেদ আজিজুল হাকিম
  37. মেজর মোহাম্মদ সালেহ
  38. শহীদ মেজর কাজী আশরাফ হোসেন
  39. মেজর মাহমুদ হাসান
  40. মেজর মুস্তাক মাহমুদ
  41. মেজর মাহমুদুল হাসান
  42. মেজর হুমায়ুন হায়দার
  43. মেজর মোঃ আজহারুল ইসলাম
  44. মেজর মো. হুমায়ুন কবীর সরকার
  45. মেজর মোঃ খালিদ হোসেন
  46. মেজর মাহবুবুর রহমান
  47. মোঃ মিজানুর রহমান
  48. মেজর মোহাম্মদ মাকসুম-উল-হাকিম
  49. মেজর এস এম মামুনুর রহমান
  50. মেজর মো. রফিকুল ইসলাম
  51. মেজর সৈয়দ মো. ইদ্রিস ইকবাল
  52. মেজর আবু সৈয়দ গাযালী দস্তগীর
  53. মেজর মুহাম্মদ মোশারফ হোসেন
  54. মেজর মোহাম্মদ মমিনুল ইসলাম সরকার
  55. মেজর মোস্তফা আসাদুজ্জামান
  56. মেজর তানভীর হায়দার নূর
  57. ক্যাপ্টেন মোঃ মাজহারুল হায়দার

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানছয় দফা আন্দোলনভারতের সাধারণ নির্বাচন, ২০২৪২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপরবীন্দ্রনাথ ঠাকুরকাজী নজরুল ইসলামভারতের প্রধানমন্ত্রীদের তালিকাবাংলাদেশশেখ মুজিবুর রহমানভারতের প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদীক্লিওপেট্রাভারতীয় জনতা পার্টিবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধলোকসভাএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলা প্রবাদ-প্রবচনের তালিকাইন্দিরা গান্ধীআবুল হাসান মাহমুদ আলীমহাত্মা গান্ধীআবহাওয়ারাহুল গান্ধীভারতভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহমমতা বন্দ্যোপাধ্যায়বিশ্ব পরিবেশ দিবসকুরবানীইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা ভাষা আন্দোলনভারতীয় জাতীয় কংগ্রেসমিয়া খলিফাভূমি পরিমাপপশ্চিমবঙ্গবাংলা বাগধারার তালিকা২০২৪ কোপা আমেরিকাবেনজীর আহমেদরিশতা লাবণী সীমানামুহাম্মাদ