১৯৯৮–৯৯ বুন্দেসলিগা

১৯৯৮–৯৯ বুন্দেসলিগা জার্মানির পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর বুন্দেসলিগার ৩৬তম মৌসুম ছিল। এই মৌসুমটি ১৯৯৮ সালের ১৪ই আগস্ট তারিখে শুরু হয়ে ১৯৯৯ সালের ২৯শে মে তারিখে সম্পন্ন হয়েছিল।[১][২] ডুসবুর্গের জার্মান আক্রমণভাগের খেলোয়াড় উভে স্পিস এই মৌসুমের প্রথম গোল করেছিলেন।[৩]

বুন্দেসলিগা
মৌসুম১৯৯৮–৯৯
তারিখ১৪ আগস্ট ১৯৯৮ – ২৯ মে ১৯৯৯
চ্যাম্পিয়নবায়ার্ন মিউনিখ
১৪তম বুন্দেসলিগা শিরোপা
১৫তম জার্মান শিরোপা
অবনমননুর্নবার্গ
বোখুম
বরুসিয়া মনশেনগ্লাডবাখ
চ্যাম্পিয়নস লীগবায়ার্ন মিউনিখ
বায়ার লেভারকুজেন
হের্টা
বরুসিয়া ডর্টমুন্ড
উয়েফা কাপকাইজারস্লাউটার্ন
ভলফসবুর্গ
ভেয়ার্ডার ব্রেমেন
ইন্টারটোটো কাপহামবুর্গার
ডুসবুর্গ
মোট খেলা৩০৬
মোট গোলসংখ্যা৮৬৬ (ম্যাচ প্রতি ২.৮৩টি)
শীর্ষ গোলদাতাজার্মানি মাইকেল প্রিৎস (২৩টি গোল)
সবচেয়ে বড় হোম জয়ভলফসবুর্গ ৭–১ বরুসিয়া মনশেনগ্লাডবাখ (৭ নভেম্বর ১৯৯৮)
সবচেয়ে বড় অ্যাওয়ে জয়বরুসিয়া মনশেনগ্লাডবাখ ২–৮ লেভারকুজেন (৩০ অক্টোবর ১৯৯৮)
সর্বোচ্চ স্কোরিংবরুসিয়া মনশেনগ্লাডবাখ ২–৮ লেভারকুজেন (৩০ অক্টোবর ১৯৯৮)

কাইজারস্লাউটার্ন বুন্দেসলিগার পূর্ববর্তী আসরের চ্যাম্পিয়ন, যারা ১৯৯৭–৯৮ মৌসুমে ৬৮ পয়েন্ট অর্জন করে এই প্রতিযোগিতার ইতিহাসে ২য় বারের মতো শিরোপা জয়লাভ করেছিল।

এই মৌসুমে ৭৮ পয়েন্ট অর্জন করে বায়ার্ন মিউনিখ ১৪তম বারের মতো বুন্দেসলিগা এবং ১৫তম বারের মতো জার্মান শিরোপা জয়লাভ করেছিল। হের্টার জার্মান আক্রমণভাগের খেলোয়াড় মাইকেল প্রিৎস ২৩ গোল করে এই মৌসুমের শীর্ষ গোলদাতার পুরস্কার জয়লাভ করেছিলেন।

প্রতিযোগিতার ধরন সম্পাদনা

প্রতিটি ক্লাব একে অপরের বিরুদ্ধে দুইটি ম্যাচে মুখোমুখি হয়েছিল; একটি নিজেদের মাঠে এবং অপরটি প্রতিপক্ষ দলের মাঠে। ক্লাবগুলো প্রতিটি জয়ের জন্য তিন পয়েন্ট এবং ড্রয়ের জন্য এক পয়েন্ট করে অর্জন করেছিল। যদি দুই বা ততোধিক ক্লাব সমান পয়েন্ট অর্জন করে থাকে, তবে গোল পার্থক্যের মাধ্যমে পয়েন্ট তালিকায় তাদের অবস্থান নির্ধারণ করা হয়েছিল। সর্বাধিক পয়েন্ট অর্জনকারী ক্লাবটি চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা জয়লাভ করেছিল এবং সর্বনিম্ন পয়েন্ট অর্জনকারী তিনটি ক্লাব ২. বুন্দেসলিগায় অবনমিত হয়েছিল।

দল সম্পাদনা

১৯৯৭–৯৮ মৌসুম শেষে কার্লস্রুহার, কলন এবং আরমিনিয়া বিলেফেল্ড মৌসুমে সর্বনিম্ন পয়েন্ট অর্জন করে পয়েন্ট তালিকার সর্বনিম্ন অবস্থানে থাকা দুই ক্লাব হিসেবে বুন্দেসলিগা হতে সরাসরি অবনমিত হয়েছিল। অন্যদিকে, তাদের বদলে আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট, ফ্রাইবুর্গ এবং নুর্নবার্গ বুন্দেসলিগায় উন্নীত হয়েছিল। পূর্ববর্তী মৌসুমের মতো এই মৌসুমেও ১৮টি ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করেছিল।

ক্লাবঅবস্থানমাঠ[৪]ধারণক্ষমতা[৪]
হের্টাবার্লিনবার্লিন অলিম্পিক স্টেডিয়াম৭৬,০০০
বোখুমবোখুমরুর স্টেডিয়াম৩৬,৩৪৪
ভেয়ার্ডার ব্রেমেনব্রেমেনভেজার স্টেডিয়াম৩৬,০০০
বরুসিয়া ডর্টমুন্ডডর্টমুন্ডভেস্টফালেন স্টেডিয়াম৬৮,৬০০
ডুসবুর্গডুসবুর্গভেডাউস্টাডিওন৩০,১২৮
আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্টফ্রাঙ্কফুর্টভাল্ডস্টাডিওন৬২,০০০
ফ্রাইবুর্গফ্রাইবুর্গ ইম ব্রাইসগাউড্রাইসাম স্টেডিয়াম২২,৫০০
হামবুর্গারহামবুর্গফক্সপার্কস্টাডিওন৬২,০০০
কাইজারস্লাউটার্নকাইজারস্লাউটার্নফ্রিৎস ভাল্টার স্টেডিয়াম৩৮,৫০০
বায়ার লেভারকুজেনলেভারকুজেনবেএরিনা২২,৫০০
বরুসিয়া মনশেনগ্লাডবাখমনশেনগ্লাডবাখবোকেলবার্গস্টাডিওন৩৪,৫০০
১৮৬০ মিউনিখমিউনিখমিউনিখ অলিম্পিক স্টেডিয়াম৬৩,০০০
বায়ার্ন মিউনিখমিউনিখবার্লিন অলিম্পিক স্টেডিয়াম৬৩,০০০
নুর্নবার্গনুরেমবার্গফ্রাঙ্কেন স্টেডিয়াম৪৪,৭০০
হান্সা রস্টকরস্টকঅস্টসি স্টেডিয়াম২৫,৮৫০
শালকেগেলজেনকির্খেনপার্ক স্টেডিয়াম৭০,০০০
স্টুটগার্টস্টুটগার্টগটলিয়েব ডাইমলার স্টেডিয়াম৫৩,৭০০
ভলফসবুর্গভলফসবুর্গভিএফএল স্টেডিয়াম আম এলস্টারভেগ২১,৬০০

পয়েন্ট তালিকা সম্পাদনা

অবদলম্যাচজয়ড্রহারস্বগোবিগোগোপাপয়েন্টযোগ্যতা অর্জন বা অবনমন
বায়ার্ন মিউনিখ (C)৩৪২৪৭৬২৮+৪৮৭৮চ্যাম্পিয়নস লীগের প্রথম পর্বে উত্তীর্ণ
বায়ার লেভারকুজেন৩৪১৭১২৬১৩০+৩১৬৩
হের্টা৩৪১৮৫৯৩২+২৭৬২চ্যাম্পিয়নস লীগের তৃতীয় বাছাইপর্বে উত্তীর্ণ
বরুসিয়া ডর্টমুন্ড৩৪১৬৪৮৩৪+১৪৫৭
কাইজারস্লাউটার্ন৩৪১৭১১৫১৪৭+৪৫৭উয়েফা কাপের প্রথম পর্বে উত্তীর্ণ
ভলফসবুর্গ৩৪১৫১০৫৪৪৯+৫৫৫
হামবুর্গার৩৪১৩১১১০৪৭৪৬+১৫০ইন্টারটোটো কাপের তৃতীয় পর্বে উত্তীর্ণ
ডুসবুর্গ৩৪১৩১০১১৪৮৪৫+৩৪৯ইন্টারটোটো কাপের দ্বিতীয় পর্বে উত্তীর্ণ
১৮৬০ মিউনিখ৩৪১১১৫৪৯৫৬−৭৪১
১০শালকে৩৪১০১১১৩৪১৫৪−১৩৪১
১১স্টুটগার্ট৩৪১২১৩৪১৪৮−৭৩৯
১২ফ্রাইবুর্গ৩৪১০১৫৩৬৪৪−৮৩৯
১৩ভেয়ার্ডার ব্রেমেন৩৪১০১৬৪১৪৭−৬৩৮উয়েফা কাপের প্রথম পর্বে উত্তীর্ণ[ক]
১৪হান্সা রস্টক৩৪১১১৪৪৯৫৮−৯৩৮
১৫আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট৩৪১০১৫৪৪৫৪−১০৩৭
১৬নুর্নবার্গ (R)৩৪১৬১১৪০৫০−১০৩৭২. বুন্দেসলিগায় অবনমিত
১৭বোখুম (R)৩৪১৯৪০৬৫−২৫২৯
১৮বরুসিয়া মনশেনগ্লাডবাখ (R)৩৪২১৪১৭৯−৩৮২১
উৎস: জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) গোল পার্থক্য; ৩) স্বপক্ষে গোল।
(C) চ্যাম্পিয়ন; (R) অবনমিত।
টীকা:
  1. ভেয়ার্ডার ব্রেমেন ১৯৯৮–৯৯ ডিএফবি-পোকালের চ্যাম্পিয়ন হিসেবে উয়েফা কাপে স্বয়ংক্রিয়ভাবে উত্তীর্ণ হয়েছিল।

ফলাফল সম্পাদনা

স্বাগতিক \ সফরকারীBSCBOCSVWBVBDUISGESCFHSVFCKB04BMGM60FCBFCNROSS04VFBWOB
হের্টা৪–১১–০৩–০১–৩৩–১১–০৬–১১–১০–১৪–১২–১১–০৩–০২–০২–০২–০২–০
বোখুম২–০২–০০–১০–২০–০১–২২–০১–২১–৫২–১২–০২–২০–৩২–৩১–২৩–৩০–২
ভেয়ার্ডার ব্রেমেন২–১১–১১–১১–১১–২২–৩০–০০–১২–২৪–১৪–১০–১২–৩০–৩১–০২–২০–১
বরুসিয়া ডর্টমুন্ড৩–০০–১২–১২–০৩–১২–১২–১১–০১–০১–১৩–১২–২৩–০২–০৩–০৩–০২–১
ডুসবুর্গ০–০২–০২–০৩–২২–১১–০২–৩৩–১০–০২–২১–১০–৩১–১৪–১১–২২–০৬–১
আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট১–১১–০০–২২–০০–০৩–১২–২৫–১২–৩০–০২–৩১–০৩–২২–২১–২১–১০–১
ফ্রাইবুর্গ০–২১–১০–২২–২২–২২–০০–০০–১১–১২–১১–২০–২১–০৩–০০–২২–০০–০
হামবুর্গার০–৪১–০১–১০–০৪–১০–১২–১২–০০–০৩–০৩–০০–২২–০১–০২–২৩–১১–১
কাইজারস্লাউটার্ন৪–৩২–৩৪–০১–০৩–০২–১০–২১–০০–১২–১১–১২–১২–০৩–২৪–১১–১১–১
বায়ার লেভারকুজেন২–২২–০২–০৩–১২–০২–১১–১১–২২–২৪–১১–১১–২৩–০৩–১১–১০–০৩–০
বরুসিয়া মনশেনগ্লাডবাখ২–৪২–২০–১০–২০–২১–১৩–১২–২০–২২–৮২–০০–২০–২১–১৩–০২–৩৫–২
১৮৬০ মিউনিখ২–০২–১১–৩২–০০–০৪–১২–০০–০১–২০–২৩–১১–১১–২২–১৪–৫১–১২–৩
বায়ার্ন মিউনিখ১–১৪–২১–০২–২৩–১৩–১২–০৫–৩৪–০২–০৪–২৩–১২–০৬–১১–১২–০৩–০
নুর্নবার্গ০–০২–২১–১০–০০–২২–২১–২১–১১–১২–২২–০১–৫২–০২–২৩–০২–২১–১
হান্সা রস্টক১–২৩–০২–১২–০৩–০২–২০–২০–১২–১১–১১–১৪–১০–৪১–১২–২৩–০৩–৩
শালকে০–০২–২১–২১–১২–০২–৩১–১১–৪০–২০–১১–০২–২১–৩২–২১–০১–০২–০
স্টুটগার্ট০–০৪–২১–০২–১০–০২–০৩–১৩–১৪–০০–১২–২০–১০–২০–০১–১২–১১–২
ভলফসবুর্গ২–১৪–১২–৪০–০৪–২২–০১–১৪–১২–১১–০৭–১১–০০–১১–১১–১০–০৩–২
উৎস: জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন
রং: নীল = স্বাগতিক দল বিজয়ী; হলুদ = ড্র; লাল = সফরকারী দল বিজয়ী।

শীর্ষ গোলদাতা সম্পাদনা

অবস্থানখেলোয়াড়ক্লাবগোল
মাইকেল প্রিৎসহের্টা২৩
উলফ কির্স্টেনবায়ার লেভারকুজেন১৯
অলিভার নয়ভিলহান্সা রস্টক১৪
অঁতোনি ইয়েবোয়াহামবুর্গার
মার্কুস বাইয়ার্লেডুসবুর্গ১৩
সাশা চিরিচনুর্নবার্গ
জিওভানে এলবেরবায়ার্ন মিউনিখ
কার্স্টেন ইয়ানকারবায়ার্ন মিউনিখ
আন্দজেই ইয়ুস্কোভিয়াকভলফসবুর্গ
১০ বার্ন্ড হোবশ১৮৬০ মিউনিখ১২

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Schedule Round 1"। DFB। ২৮ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. "Archive 1998/1999 Round 34"। DFB। ২৮ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  3. "MSV Duisburg - Eintracht Frankfurt 2:1 (Bundesliga 1998/1999, 1. Round)"worldfootball.net। ৮ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০২২ 
  4. Grüne, Hardy (২০০১)। Enzyklopädie des deutschen Ligafußballs, Band 7: Vereinslexikon (জার্মান ভাষায়)। Kassel: AGON Sportverlag। আইএসবিএন 3-89784-147-9 

বহিঃসংযোগ সম্পাদনা

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধান২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপভারতের সাধারণ নির্বাচন, ২০২৪রবীন্দ্রনাথ ঠাকুরকাজী নজরুল ইসলামশেখ মুজিবুর রহমানছয় দফা আন্দোলনঘূর্ণিঝড় রেমালবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধবাংলাদেশক্লিওপেট্রালোকনাথ ব্রহ্মচারীবাংলা ভাষা আন্দোলনলোকসভাপহেলা বৈশাখলোকসভা কেন্দ্রের তালিকাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপমৌলিক পদার্থের তালিকাআবহাওয়াভারতভূমি পরিমাপউয়েফা চ্যাম্পিয়নস লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনসুন্দরবনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাসাইবার অপরাধফিলিস্তিনমিয়া খলিফাশাকিব খানমহাত্মা গান্ধীঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরবেনজীর আহমেদপশ্চিমবঙ্গমাইকেল মধুসূদন দত্তরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাবভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহপদ্মা সেতু