১৯৯৩–৯৪ বুন্দেসলিগা

১৯৯৩–৯৪ বুন্দেসলিগা জার্মানির পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর বুন্দেসলিগার ৩১তম মৌসুম ছিল। এই মৌসুমটি ১৯৯৩ সালের ৬ই আগস্ট তারিখে শুরু হয়ে ১৯৯৪ সালের ৭ই মে তারিখে সম্পন্ন হয়েছিল।[১][২] আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্টের পোলীয় আক্রমণভাগের খেলোয়াড় ইয়ান ফুরতোক এই মৌসুমের প্রথম গোল করেছিলেন।[৩]

বুন্দেসলিগা
মৌসুম১৯৯৩–৯৪
তারিখ৬ আগস্ট ১৯৯৩ – ৭ মে ১৯৯৪
চ্যাম্পিয়নবায়ার্ন মিউনিখ
১২তম শিরোপা
১৩তম জার্মান শিরোপা
অবনমননুর্নবার্গ
ভাটেনশাইড
লকোমোতিভ লাইপৎসিশ
চ্যাম্পিয়নস লীগবায়ার্ন মিউনিখ
কাপ উইনার্স কাপভেয়ার্ডার ব্রেমেন
উয়েফা কাপকাইজারস্লাউটার্ন
বায়ার লেভারকুজেন
বরুসিয়া ডর্টমুন্ড
আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট
মোট খেলা৩০৬
মোট গোলসংখ্যা৮৭৬ (ম্যাচ প্রতি ২.৮৬টি)
শীর্ষ গোলদাতাজার্মানি স্টেফান কুনৎস
ঘানা অঁতোনি ইয়েবোয়া (১৮টি গোল)
সবচেয়ে বড় হোম জয়৬টি ম্যাচ
সবচেয়ে বড় অ্যাওয়ে জয়ডুসবুর্গ ১–৭ কাইজারস্লাউটার্ন
সর্বোচ্চ স্কোরিংডুসবুর্গ ১–৭ কাইজারস্লাউটার্ন

ভেয়ার্ডার ব্রেমেন বুন্দেসলিগার পূর্ববর্তী আসরের চ্যাম্পিয়ন, যারা ১৯৯২–৯৩ মৌসুমে ৪৮ পয়েন্ট অর্জন করে এই প্রতিযোগিতার ইতিহাসে ৩য় বারের মতো শিরোপা জয়লাভ করেছিল।

এই মৌসুমে ৪৪ পয়েন্ট অর্জন করে বায়ার্ন মিউনিখ ১২তম বারের মতো বুন্দেসলিগা এবং ১৩তম বারের মতো জার্মান শিরোপা জয়লাভ করেছিল। কাইজারস্লাউটার্নের জার্মান আক্রমণভাগের খেলোয়াড় স্টেফান কুনৎস ১৮ গোল করে এই মৌসুমের শীর্ষ গোলদাতার পুরস্কার জয়লাভ করেছিলেন।

প্রতিযোগিতার ধরন সম্পাদনা

প্রতিটি ক্লাব একে অপরের বিরুদ্ধে দুইটি ম্যাচে মুখোমুখি হয়েছিল; একটি নিজেদের মাঠে এবং অপরটি প্রতিপক্ষ দলের মাঠে। ক্লাবগুলো প্রতিটি জয়ের জন্য দুই পয়েন্ট এবং ড্রয়ের জন্য এক পয়েন্ট করে অর্জন করেছিল। যদি দুই বা ততোধিক ক্লাব সমান পয়েন্ট অর্জন করে থাকে, তবে গোল পার্থক্যের মাধ্যমে পয়েন্ট তালিকায় তাদের অবস্থান নির্ধারণ করা হয়েছিল। সর্বাধিক পয়েন্ট অর্জনকারী ক্লাবটি চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা জয়লাভ করেছিল এবং সর্বনিম্ন পয়েন্ট অর্জনকারী তিনটি ক্লাব ২. বুন্দেসলিগায় অবনমিত হয়েছিল।

দল সম্পাদনা

১৯৯২–৯৩ মৌসুম শেষে বোখুম, বায়ার ০৫ উরডিঙ্গেন এবং জারব্রুকেন মৌসুমে সর্বনিম্ন পয়েন্ট অর্জন করে পয়েন্ট তালিকার সর্বনিম্ন অবস্থানে থাকা দুই ক্লাব হিসেবে বুন্দেসলিগা হতে সরাসরি অবনমিত হয়েছিল। অন্যদিকে, তাদের বদলে ফ্রাইবুর্গ, ডুসবুর্গ এবং লকোমোতিভ লাইপৎসিশ বুন্দেসলিগায় উন্নীত হয়েছিল। পূর্ববর্তী মৌসুমের মতো এই মৌসুমেও ১৮টি ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করেছিল।

ক্লাবঅবস্থানমাঠ[৪]ধারণক্ষমতা[৪]
বায়ার লেভারকুজেনলেভারকুজেনউলরিখ হাবারলান্ড স্টেডিয়াম২৭,৮০০
বায়ার্ন মিউনিখমিউনিখমিউনিখ অলিম্পিক স্টেডিয়াম৬৩,০০০
বরুসিয়া ডর্টমুন্ডডর্টমুন্ডভেস্টফালেন স্টেডিয়াম৪২,৮০০
বরুসিয়া মনশেনগ্লাডবাখমনশেনগ্লাডবাখবোকেলবার্গস্টাডিওন৩৪,৫০০
ডিনামো ড্রেসডেনড্রেসডেনরুডলফ হার্বিগ স্টেডিয়াম৩০,০০০
আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্টফ্রাঙ্কফুর্টভাল্ডস্টাডিওন৬২,০০০
ফ্রাইবুর্গফ্রাইবুর্গড্রাইসাম স্টেডিয়াম১৫,০০০
হামবুর্গারহামবুর্গফক্সপার্কস্টাডিওন৬২,০০০
কাইজারস্লাউটার্নকাইজারস্লাউটার্নফ্রিৎস ভাল্টার স্টেডিয়াম৩৮,৫০০
কার্লস্রুহারকার্লস্রুহেভিল্ডপার্কস্টাডিওন৪০,০০০
কলনকোলনমুঙ্গার্সডর্ফার স্টেডিয়াম৫৫,০০০
লকোমোতিভ লাইপৎসিশলাইপৎসিশসেনত্রাল স্টেডিয়াম৩৭,০০০
ডুসবুর্গডুসবুর্গভেডাউস্টাডিওন৩১,৫০০
নুর্নবার্গনুরেমবার্গফ্রাঙ্কেন স্টেডিয়াম৫৫,০০০
শালকেগেলজেনকির্খেনপার্ক স্টেডিয়াম৭০,০০০
স্টুটগার্টস্টুটগার্টনেকার স্টেডিয়াম৫৩,৭০০
ভাটেনশাইডবোখুমলোরহাইডে স্টেডিয়াম১৫,০০০
ভেয়ার্ডার ব্রেমেনব্রেমেনভেজার স্টেডিয়াম৩২,০০০

পয়েন্ট তালিকা সম্পাদনা

অবদলম্যাচজয়ড্রহারস্বগোবিগোগোপাপয়েন্টযোগ্যতা অর্জন বা অবনমন
বায়ার্ন মিউনিখ (C)৩৪১৭১০৬৮৩৭+৩১৪৪চ্যাম্পিয়নস লীগের গ্রুপ পর্বে উত্তীর্ণ
কাইজারস্লাউটার্ন৩৪১৮৬৪৩৬+২৮৪৩উয়েফা কাপের প্রথম পর্বে উত্তীর্ণ
বায়ার লেভারকুজেন৩৪১৪১১৬০৪৭+১৩৩৯
বরুসিয়া ডর্টমুন্ড৩৪১৫১০৪৯৪৫+৪৩৯
আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট৩৪১৫১১৫৭৪১+১৬৩৮
কার্লস্রুহার৩৪১৪১০১০৪৬৪৩+৩৩৮
স্টুটগার্ট৩৪১৩১১১০৫১৪৩+৮৩৭
ভেয়ার্ডার ব্রেমেন৩৪১৩১০১১৫১৪৪+৭৩৬কাপ উইনার্স কাপের প্রথম পর্বে উত্তীর্ণ
ডুসবুর্গ৩৪১৪১২৪১৫২−১১৩৬
১০বরুসিয়া মনশেনগ্লাডবাখ৩৪১৪১৩৬৫৫৯+৬৩৫
১১কলন৩৪১৪১৪৪৯৫১−২৩৪
১২হামবুর্গার৩৪১৩১৩৪৮৫২−৪৩৪
১৩ডিনামো ড্রেসডেন[ক]৩৪১০১৪১০৩৩৪৪−১১৩০
১৪শালকে৩৪১০১৫৩৮৫০−১২২৯
১৫ফ্রাইবুর্গ৩৪১০১৬৫৪৫৭−৩২৮
১৬নুর্নবার্গ (R)৩৪১০১৬৪১৫৫−১৪২৮২. বুন্দেসলিগায় অবনমিত
১৭ভাটেনশাইড (R)৩৪১১১৭৪৮৭০−২২২৩
১৮লকোমোতিভ লাইপৎসিশ (R)৩৪১১২০৩২৬৯−৩৭১৭
উৎস: জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) গোল পার্থক্য; ৩) স্বপক্ষে গোল।
(C) চ্যাম্পিয়ন; (R) অবনমিত।
টীকা:
  1. আর্থিক অনিয়মের কারণে ডিনামো ড্রেসডেনের চার পয়েন্ট কর্তন করা হয়েছিল।

ফলাফল সম্পাদনা

স্বাগতিক \ সফরকারীSVWBVBSGDDUISGESCFHSVFCKKSCKOELEIB04BMGFCBFCNS04VFBSGW
ভেয়ার্ডার ব্রেমেন৪–০০–১১–৫১–০৩–২০–২২–০০–২৩–১৩–১২–১৪–২১–০২–২০–১৫–১০–০
বরুসিয়া ডর্টমুন্ড৩–২৪–০২–১২–০৩–২২–১২–১২–১২–১০–১১–০৩–০১–১৪–১১–১১–২২–০
ডিনামো ড্রেসডেন১–০৩–০০–১০–৪১–২১–১৩–১১–১১–১১–০১–১২–১১–১১–১১–০১–০১–১
ডুসবুর্গ১–০২–২১–১১–০০–২০–১১–৭১–২০–০২–১২–২২–০২–২১–০১–০২–২২–১
আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট২–২২–০৩–২১–২৩–০১–১১–০৩–১০–৩২–১২–০০–৩২–২১–১১–৩০–০৫–১
ফ্রাইবুর্গ০–০৪–১০–১১–২১–৩০–১২–৩৩–৩২–৪১–০১–০৩–৩৩–১০–০২–৩২–১৪–১
হামবুর্গার১–১০–০১–১০–১৩–০১–১১–৩১–১২–৪৩–০২–১১–৩১–২৫–২৪–১৩–২২–১
কাইজারস্লাউটার্ন২–৩২–০০–০২–০১–১১–০৩–০০–০৩–০১–০৩–২৪–২৪–০৩–১০–০৫–০৪–১
কার্লস্রুহার০–৩৩–৩১–০৫–০১–০২–১২–০১–১২–০৩–২২–০১–০১–১৩–২০–০০–০২–০
কলন২–০২–০০–১১–০২–৩২–০৩–০০–২২–১৩–১১–১০–৪০–৪০–১১–১৩–১৩–২
লকোমোতিভ লাইপৎসিশ১–১২–৩৩–৩১–১১–০২–২১–৪০–০১–০২–৩২–৩১–১১–৩০–২২–২০–০০–০
বায়ার লেভারকুজেন২–২২–১১–১২–১২–২২–১১–২৩–২৩–১২–১৩–১০–১২–১৪–০৫–১১–১১–১
বরুসিয়া মনশেনগ্লাডবাখ৩–২০–০২–১৪–১০–৪১–১২–২৩–১১–২৪–১৬–১২–২২–০২–০৩–২০–২৩–৩
বায়ার্ন মিউনিখ২–০০–০৫–০৪–০২–১৩–১৪–০৪–০১–০১–০৩–০১–১৩–১৫–০২–০১–৩৩–৩
নুর্নবার্গ০–১০–০৩–০০–০১–৫২–২০–১০–২১–১১–০৫–০২–৩২–৪২–০১–০১–০৪–১
শালকে১–১১–০০–০১–৩১–৩১–৩১–০২–০২–০১–২৩–১১–১২–১১–১১–২০–১৪–১
স্টুটগার্ট০–০২–২৩–০৪–০০–২০–৪৪–০১–১৩–০১–১০–০১–৪৩–০২–২১–০৩–০৩–০
ভাটেনশাইড২–২১–২১–১০–২০–০৩–১৩–১০–২৫–১২–২২–২১–২৩–১১–৩২–১৩–০২–৪
উৎস: জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন
রং: নীল = স্বাগতিক দল বিজয়ী; হলুদ = ড্র; লাল = সফরকারী দল বিজয়ী।

শীর্ষ গোলদাতা সম্পাদনা

অবস্থানখেলোয়াড়ক্লাবগোল
স্টেফান কুনৎসকাইজারস্লাউটার্ন১৮
অঁতোনি ইয়েবোয়াআইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট
স্তেফান শাপুইজাবরুসিয়া ডর্টমুন্ড১৭
পাউলো সের্জিওবায়ার লেভারকুজেন
টনি পলস্টারকলন
টমাস ভন হেসেনহামবুর্গার১৪
কার্স্টেন বারনহামবুর্গার১৩
উলফ কির্স্টেনবায়ার লেভারকুজেন
মারেক লেশনিয়াকভাটেনশাইড
১০ ফ্রিৎস ভাল্টারস্টুটগার্ট

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Schedule Round 1"। DFB। ৮ জুন ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. "Archive 1993/1994 Round 34"। DFB। ৮ জুন ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  3. "Eintracht Frankfurt 0:4 (Bundesliga 1993/1994, 1. Round)"worldfootball.net। ৭ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২২ 
  4. Grüne, Hardy (২০০১)। Enzyklopädie des deutschen Ligafußballs, Band 7: Vereinslexikon (জার্মান ভাষায়)। Kassel: AGON Sportverlag। আইএসবিএন 3-89784-147-9 

বহিঃসংযোগ সম্পাদনা

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধান২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপভারতের সাধারণ নির্বাচন, ২০২৪রবীন্দ্রনাথ ঠাকুরকাজী নজরুল ইসলামশেখ মুজিবুর রহমানছয় দফা আন্দোলনঘূর্ণিঝড় রেমালবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধবাংলাদেশক্লিওপেট্রালোকনাথ ব্রহ্মচারীবাংলা ভাষা আন্দোলনলোকসভাপহেলা বৈশাখলোকসভা কেন্দ্রের তালিকাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপমৌলিক পদার্থের তালিকাআবহাওয়াভারতভূমি পরিমাপউয়েফা চ্যাম্পিয়নস লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনসুন্দরবনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাসাইবার অপরাধফিলিস্তিনমিয়া খলিফাশাকিব খানমহাত্মা গান্ধীঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরবেনজীর আহমেদপশ্চিমবঙ্গমাইকেল মধুসূদন দত্তরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাবভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহপদ্মা সেতু