সমরকলা বা ইংরেজি ভাষায় মার্শাল আর্টস বিধিবদ্ধ অনুশীলনের বিস্তীর্ণ পদ্ধতি এবং যুদ্ধের ঐতিহ্য যেটি বিভিন্ন কারণে অনুশীলন করা হয় যেমন নিজস্ব-প্রতিরক্ষা, প্রতিযোগিতা, শারীরিক আরোগ্য এবং সুস্থতা, অধিকন্তু মানসিক, শারীরিক এবং আধ্যাত্মিক উন্নতি। মার্শাল আর্ট পরিভাষাটি ব্যাপকভাবে প্রাচ্য-এশীয় লড়াইয়ের কৌশল হিসেবে ব্যবহৃত হয় কিন্তু লড়াইয়ের পদ্ধতি হিসেবে সূত্রপাত ১৫৫০ সালে ইউরোপে। ১৬৩৯ সালের হস্তচালিত ইংলিশ অসি-ক্রীড়াকে তলোয়ার চালানোর ‘’’বিজ্ঞান এবং কলা’’’ হিসেবে উল্লেখ করা হয়। পরিভাষাটি লাতিন শব্দ থেকে এসেছে, মার্শাল আর্ট হচ্ছে মঙ্গলের কৌশল’’’, যিনি ‘’’রোমান যুদ্ধের দেবতা’’’।[১] কিছু মার্শাল আর্টকে বিবেচনা করা হয় ‘’’ঐতিহ্যগত’’’ যেটি জাতিগত, সাংস্কৃতিক অথবা ধর্মীয় পটভূমিতে সংযুক্ত, পক্ষান্তরে অন্যগুলো আধুনিক পদ্ধতি যেগুলি প্রতিষ্ঠাতা বা সমিতির মাধ্যমে উন্নতি লাভ করেছে।

মিয়ামটো মুসাশি (১৫৮৪-১৬৪৫), ইতিহাস বিখ্যাত অসি-ক্রীড়াবিদ এবং ক্লাসিক সামরিক কৌশলের পাঁচ রিংয়ের বইয়ের লেখক, দুটো বকেন প্রতিনিধিত্ব করছেন।

পরিবর্তনশীলতা এবং ক্ষেত্র সম্পাদনা

মার্শাল আর্টকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। যেমন-

  • ঐতিহাসিক আর্ট এবং সমকালীন পদ্ধতি যেমন: সাধারণ কুস্তির বিপরীতে আধুনিক সংকর মার্শাল আর্ট।
  • উৎপত্তিগতভাবে আঞ্চলিক যেমন: প্রাচ্যদেশীয় মার্শাল আর্টের বিপরীতে পশ্চিমা ধাঁচের মার্শাল আর্ট।
  • কৌশলগত যেমন: অস্ত্রধারীর বিপরীতে অস্ত্র ছাড়া , এই গ্রুপের মধ্যে অস্ত্রের নিদর্শন (অসি-ক্রীড়া,লাঠি খেলা) এবং যুদ্ধের নিদর্শন (আঁকড়াইয়া ধরার বিপরীতে আঘাত করা, দাঁড়িয়ে যুদ্ধের বিপরীতে বসে বা শুয়ে যুদ্ধ।)
  • ব্যবহারিক কাজে অথবা ইচ্ছাকৃতভাবে যেমন: নিজস্ব প্রতিরক্ষা, যুদ্ধ বিষয়ক খেলা অথবা প্রদর্শনের জন্য শারীরিক উন্নতি, ধ্যান ইত্যাদি।
  • চাইনীজ ঐতিহ্যর মধ্যে যেমন: অভ্যন্তরীণ বা বাহ্যিক কৌশল।

কৌশলগত লক্ষ্যের দ্বারা সম্পাদনা

অস্ত্র ছাড়া

অস্ত্র ছাড়া সমরকলাকে আঘাত অথবা আঁকড়াইয়া ধরার অন্তর্ভুক্ত করা যায় বা দুটোর সমন্বয়েও করা যায়, যাকে বলা হয় সংকর মার্শাল আর্ট

আঘাত

আঁকড়ে ধরা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Clements, John (২০০৬)। "A Short Introduction to Historical European Martial Arts" (পিডিএফ)Meibukan Magazine (Special Edition No. 1): 2–4। ৪ অক্টোবর ২০১১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১২  অজানা প্যারামিটার |month= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
🔥 Top keywords: ভারতের সাধারণ নির্বাচন, ২০২৪রবীন্দ্রনাথ ঠাকুরপ্রধান পাতাবাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের তালিকাআনন্দবাজার পত্রিকাবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগবাংলাদেশএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)রবীন্দ্রজয়ন্তীশেখ মুজিবুর রহমানআবহাওয়াভারতের সাধারণ নির্বাচন, ১৯৪৫বাংলা ভাষাকাজী নজরুল ইসলামরবীন্দ্রনাথ ঠাকুরের জীবন (১৮৬১–১৯০১)বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধছয় দফা আন্দোলনমিয়া খলিফাপহেলা বৈশাখমুহাম্মাদ২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপক্লিওপেট্রাবাংলা ভাষা আন্দোলনমৌলিক পদার্থের তালিকাইউটিউব২০২১ বাংলাদেশ ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফরবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনপশ্চিমবঙ্গবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহভারতদৈনিক প্রথম আলোভূমি পরিমাপসাইবার অপরাধশিল্প বিপ্লবআসসালামু আলাইকুমবাংলাদেশের শিক্ষামন্ত্রী