শ্রীকান্ত আচার্য

ভারতীয় শিল্পী, সঙ্গীত পরিচালক

শ্রীকান্ত আচার্য (জন্ম ৫ জুলাই) হলেন কলকাতায় জন্মগ্রহণকারী একজন ভারতীয় আধুনিক গানের শিল্পী, গীতিকার এবং সঙ্গীত পরিচালক। তার রবীন্দ্র সঙ্গীতেও খ্যাতি রয়েছে।[১][২][৩][৪]

শ্রীকান্ত আচার্য
জন্ম৫ জুলাই
উদ্ভবকলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
ধরনআধুনিক, রবীন্দ্র সঙ্গীত
পেশাশিল্পী, গীতিকার
কার্যকাল১৯৯৬–বর্তমান
ওয়েবসাইটsrikantoacharya.com

প্রাথমিক জীবন সম্পাদনা

শ্রীকান্ত আচার্য ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন এবং তিনি রোহিণী নন্দন আচার্য এবং কনা আচার্যের পুত্র। শ্রীকান্ত আচার্যের মায়ের বাড়ি বিক্রমপুরে। দেশভাগের আগে তাঁর মামারা চলে যান বিক্রমপুর থেকে[৫]। ১৯৯৬ সালে যখন তিনি প্রথম চাকরিবাকরি ছেড়ে গান গাইবার সিদ্ধান্ত নেন, তখন প্রথম যে কোম্পানির সঙ্গে গান রেকর্ডিং এর জন্য চুক্তিবদ্ধ হন, সেই কোম্পানির কর্তৃপক্ষ ট্রেনার হিসেবে সুমিত্রা সেনকে নির্বাচন করেন[৬]। তিনি দক্ষিণী থেকে রবীন্দ্রসঙ্গীতের আনুষ্ঠানিক প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি ওস্তাদ আলী আহমেদ খানের কাছ থেকে তবলার প্রশিক্ষণও গ্রহণ করেন।

অভিনয় সম্পাদনা

সঙ্গীতের পাশাপাশি বেশ কিছু নাটকে অভিনয় করেছেন শ্রীকান্ত। ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ‘গোলন্দাজ’ ছবিতেও অভিনয় করেছেন তিনি। ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর বাবা সূর্যকুমার অধিকারীর ভূমিকায় অভিনয় করবেন শ্রীকান্ত। এছাড়া জি বাংলার ‘সা রে গা মা পা’ রিয়্যালিটি শো-তে বিচারকের আসনে বসেছেন শ্রীকান্ত। [৭]

ডিস্ক সম্পাদনা

বাংলা অ্যালবাম সম্পাদনা

এক ঝাঁক পাখি (১৯৯৮, সাগরিকা)

স্বপ্ন দেখাও তুমি (১৯৯৯, সাগরিকা)

"বৃষ্টি তোমাকে দিলাম" (২০০০, সাগরিকা)

নদীর ছবি আঁকি (২০০১, সাগরিকা)

মনে পড়ে (২০০২, সাগরিকা)

শুধু ভাল থেকো (২০০৩, আটলান্টিস মিউজিক)

কাছে আছি (২০০৩, সাগরিকা)

ঘুরি (২০০৪, সাগরিকা)

সোনার মেয়ে (২০০৫, প্রাইম মিউজিক)

রোদ্দুর (২০০৬, সা রে গা মা)

আমি নই (২০০৮, শ্রীকান্ত আচার্য প্রোডাকশন)

ঘুম নেই রাত (২০০৮, সারেগামা, কবিতা কৃষ্ণমূর্তির সাথে, রূপঙ্কর)

মুসাফিরানা (২০১১, ওরিয়ন এন্টারটেইনমেন্ট)

মুসাফিরানা ২ (২০১৬, শ্রীকান্ত আচার্য প্রোডাকশন)

রবীন্দ্রসঙ্গীত অ্যালবাম সম্পাদনা

হে বন্ধু হে প্রিয় (১৯৯৬, সাগরিকা)

অনুভবে জেনেছিলাম (১৯৯৭, সাগরিকা)

নিভৃত প্রাণের দেবতা (১৯৯৮, সাগরিকা)

নীরব নির্জনে (১৯৯৯, সাগরিকা)

প্রেম এসেছিল ২০০০, সাগরিকা)

হৃদয় আমার (২০০১, সাগরিকা)

রৌদ্র ছায়া (২০০২, সাগরিকা)

পথের ধারে (২০০৬, ভাবনা রেকর্ডস)

চিরসখা (২০০৯, সাগরিকা)

বাজাও তুমি কবি (২০১০, টি-সিরিজ)

অনেক দিনের গান (২০১৪, পিকাসো এন্টারটেইনমেন্ট)

এই নিরালায় (২০১৪, ভাবনা রেকর্ডস)

রবীন্দ্রসঙ্গীত ডুয়েট অ্যালবাম সম্পাদনা

ভালোবাসি (২০০১, সাগরিকা, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের সাথে)

মিলেছ মোর প্রাণে (২০০২, সাগরিকা, লোপামুদ্রা মিত্রের সাথে)

রবীন্দ্রসঙ্গীত এর অন্যান্য অ্যালবাম সম্পাদনা

আপন গান, ভলিউম – 1 (২০০০, ভাবনা, সৌমিত্র চ্যাটার্জির সাথে)

আপন গান, ভলিউম – 2 (ভাবনা, সৌমিত্র চ্যাটার্জির সাথে)

চিত্রাঙ্গদা (২০০২, সাগরিকা, গীতি নাট্য)

পথের সাথী (২০০৩, সাগরিকা, ডাঃ রাজীব চক্রবর্তীর সাথে)

উত্তরণ (২০১১, শ্রীকান্ত আচার্য প্রোডাকশন, শ্রাবণী সেন ও রত্না মিত্রের সাথে)

কভার অ্যালবাম সম্পাদনা

মনের জানালা (১৯৯৬, সাগরিকা)

নীল ধ্রুবতারা (১৯৯৭, সাগরিকা)

কোনো একদিন (১৯৯৮, সাগরিকা)

উত্তরাধিকার (২০০৩, সাগরিকা)

কভার ডুয়েট অ্যালবাম সম্পাদনা

শুধু দুজনে (১৯৯৮, সাগরিকা, সাধনা সরগমের সাথে)

এঁকেছি দুজনে (১৯৯৯, সাগরিকা, সাধনা সরগমের সাথে)

ভক্তিমূলক অ্যালবাম সম্পাদনা

মা আমার (১৯৯৯, সাগরিকা)

শ্রী শ্রী রামকৃষ্ণায়ন (২০০০, সাগরিকা)

সাধনঞ্জলি (২০০১, সাগরিকা)

অমর প্রেম (১৯৯৮, সাগরিকা)

অফারিং (২০০১, রাইম রেকর্ডস)

চলচ্চিত্র সম্পাদনা

শিরোনামবছরফিল্মপরিচালকমন্তব্য
মেঘ পিয়াঁ২০০১তিতলিঋতুপর্ণ ঘোষ
যখন পড়বে না মোর২০০৫শুভদৃষ্টিপ্রভাত রায়
যদি তারে নাই চিনি গো২০০৭ পিতৃভূমিপ্রভাত রায়
জীবনমরণের সীমানা ছাড়ায়ে২০০৪ওয়ারিশকৌশিক গাঙ্গুলি
মম চিত্তে নিতি নৃত্যে২০০২আমার ভুবনমৃণাল সেন
দিনগুলি মোর সোনার খাঁচায়৬ বালিগঞ্জ প্লেসপিনাকী চৌধুরী
না না না তোমাকে ছাড়তে পারবো না২০০৮প্রিয়জনদিনেন গুপ্ত
জীবনমরণের সীমানা ছাড়ায়ে২০০৪ওয়ারিশকৌশিক গাঙ্গুলি
খেলা খেলা দিয়ে শুরু২০০৮খেলাঋতুপর্ণ ঘোষ
আমার পরান, কেটেছে একেলা, পুরানো সেই, দূরে কোথাও2008মন আমার: শেষের কবিতা রিভিজিটেডসুভ্রজিৎ মিত্র
কি রঙ্গ তুই, প্রাণ তুমি আর, এই বাংলায়, খ্রিস্টে আর কৃষ্টে, প্রেম ক্লান্ত, জয় যোগেন্দ্র, প্রেমে খান্ত হলাম প্রাণ২০১৪জাতিস্মরসৃজিত মুখোপাধ্যায়
চিরসখা হে২০১৪চতুষ্কোণসৃজিত মুখোপাধ্যায়
আমি মনের, সই আমার, ইমন মোহনো, তোমরা দেখো গো, পূর্ব পশ্চিম, মন পাখি২০১৬মায়া মৃদঙ্গরাজা সেন
আবার ভোরের পর নতুন সকাল২০১৮শঙ্কর মুদিঅনিকেত চট্টোপাধ্যায়

পুরস্কার সম্পাদনা

২০০০ সম্পাদনা

  • আনন্দবাজার পুরস্কার "বছরের সেরা পূজা অ্যালবাম - বৃষ্টি তোমাকে দিলাম।"

২০০১ সম্পাদনা

  • বছরের সেরা পূজা অ্যালবামের জন্য আনন্দবাজার পুরস্কার - নদীর ছবি আঁকি
  • সেরা পুরুষ কণ্ঠ - আনন্দলোক পুরস্কার - নদীর ছবি আঁকি

২০০৩ সম্পাদনা

  • আনন্দলোক পুরস্কার: সেরা পুরুষ প্লেব্যাক গায়ক - আমর ভুবন-তে "মম চিত্তে নিতি নৃত্যে"
  • বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন - সেরা পুরুষ প্লেব্যাক অ্যাওয়ার্ড - তিতলি-এ "মেঘ পিয়নের ব্যাগের ভিতর"

২০০৪ সম্পাদনা

  • বছরের সেরা পূজা অ্যালবামের জন্য আনন্দবাজার পুরস্কার - ঘুড়ি
  • সেরা রবীন্দ্রসঙ্গীত অ্যালবামের জন্য আলফা মিউজিক অ্যাওয়ার্ড - জীবন ছবি

২০০৬ সম্পাদনা

  • বছরের সেরা পূজা অ্যালবামের জন্য আনন্দবাজার পুরস্কার - রোদ্দুর

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা

[১]

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানছয় দফা আন্দোলনভারতের সাধারণ নির্বাচন, ২০২৪২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপরবীন্দ্রনাথ ঠাকুরকাজী নজরুল ইসলামভারতের প্রধানমন্ত্রীদের তালিকাবাংলাদেশশেখ মুজিবুর রহমানভারতের প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদীক্লিওপেট্রাভারতীয় জনতা পার্টিবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধলোকসভাএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলা প্রবাদ-প্রবচনের তালিকাইন্দিরা গান্ধীআবুল হাসান মাহমুদ আলীমহাত্মা গান্ধীআবহাওয়ারাহুল গান্ধীভারতভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহমমতা বন্দ্যোপাধ্যায়বিশ্ব পরিবেশ দিবসকুরবানীইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা ভাষা আন্দোলনভারতীয় জাতীয় কংগ্রেসমিয়া খলিফাভূমি পরিমাপপশ্চিমবঙ্গবাংলা বাগধারার তালিকা২০২৪ কোপা আমেরিকাবেনজীর আহমেদরিশতা লাবণী সীমানামুহাম্মাদ