লর্ড

নিউজিল্যান্ডীয় সংগীতশিল্পী

এলা মারিয়া লানি ইয়েলিচ-ও'কনার (জন্ম ৭ নভেম্বর ১৯৯৬), অধিক পরিচিত তার স্টেজ নাম লর্ড দ্বারা, একজন নিউজিল্যান্ডীয় সংগীতশিল্পী এবং গীতিকার। তিনি ছোটবেলা থেকেই সঙ্গীত পরিবেশনায় আগ্রহী ছিলেন। ১৩ বছর বয়সে ইউনিভার্সাল মিউজিক গ্রুপ তাকে চুক্তিবদ্ধ করে।[১] পরবর্তীতে তিনি গীতিকার এবং সঙ্গীত প্রযোজক জোয়েল লিটলের সাথে জুটিবদ্ধ হন যিনি লর্ডের বেশিরভাগ গানের কথা ও সঙ্গীত প্রযোজনা করেছেন। তার প্রথম এক্সটেন্ডেড প্লে দ্য লাভ ক্লাব ইপি মার্চ ২০১৩ সালে বাণিজ্যিক মুক্তি পায়।[১] এক্সটেন্ডেড প্লেটি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের জাতীয় রেকর্ড চার্টে ২ নম্বরে পৌঁছায়।[২]

লর্ড
লর্ড ২০১৪ সালে সিডনি লেনওয়ে ফেস্টিভ্যালে
প্রাথমিক তথ্য
জন্মনামএলা মারিয়া লানি ইয়েলিচ-ও‘কনার
জন্ম (1996-11-07) ৭ নভেম্বর ১৯৯৬ (বয়স ২৭)
টাকাপুনা, অকল্যান্ড, নিউজিল্যান্ড
ধরন
পেশা
  • গায়িকা
  • গীতিকার
বাদ্যযন্ত্রভোকাল
কার্যকাল২০০৯–বর্তমান
লেবেল
ওয়েবসাইটlorde.co.nz

লর্ড ২০১৩ সালের মাঝামাঝিতে তার প্রথম একক রয়্যালস মুক্তি দেন।[৩] এটি আন্তর্জাতিক জনপ্রিয়তা লাভ করে এবং এর ফলে লর্ড ১৯৮৭ সালের পর সবচেয়ে কম বয়সী একক শিল্পী হিসেবে বিলবোর্ড হট ১০০ এর শীর্ষস্থান অর্জন করেন। ২০১৩ সালের শেষের দিকে তার প্রথম অ্যালবাম পিউর হেরোইন মুক্তি পায়।[৪] অ্যালবামটি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে শীর্ষস্থান দখল করে এবং যুক্তরাষ্ট্রের বিলবোর্ড ২০০তে তৃতীয় স্থানে পৌছায়। এর পরবর্তী এককগুলি হল “টেনিস কোর্ট”, “টিম”, নো বেটার এবং “গ্লোরি অ্যান্ড গোর”।

লর্ডের সঙ্গীতের ধারা মূলত ইলেকট্রনিকা, পপ, রক। তিনি দুইটি গ্র্যামি পুরস্কার, একটি ব্রিট পুরস্কার এবং দশটি নিউজিল্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড লাভ করেছেন।[৫][৬] ফোর্বস ২০১৩ সালে তাকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী কিশোরী হিসেবে নির্বাচিত করে এবং পরবর্তী বছর তিনি ফোর্বসের ৩০ এর নিচে ৩০ তালিকায় জায়গা করে নেন।[৭],

ডিস্কোগ্রাফি সম্পাদনা

  • পিওর হিরোইন (২০১৩)
  • মেলোড্রামা (২০১৭)

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা

🔥 Top keywords: কোকা-কোলাদ্য কোকা-কোলা কোম্পানিপ্রধান পাতাবিশেষ:অনুসন্ধানপ্রোগ্রামিং ভাষাছয় দফা আন্দোলন২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপরবীন্দ্রনাথ ঠাকুরশেখ মুজিবুর রহমানকাজী নজরুল ইসলামবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধবাংলাদেশনরেন্দ্র মোদীক্লিওপেট্রা২০২৪ কোপা আমেরিকাআবহাওয়াবাংলা ভাষা আন্দোলনসাইবার অপরাধমহাত্মা গান্ধীপহেলা বৈশাখএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)ভারতের সাধারণ নির্বাচন, ২০২৪সুন্দরবনপাইথন (প্রোগ্রামিং ভাষা)ভারতের প্রধানমন্ত্রীদের তালিকাআর্জেন্টিনা জাতীয় ফুটবল দলমিয়া খলিফাবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতফিফা বিশ্ব র‌্যাঙ্কিংঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনইন্দিরা গান্ধীপ্রতিমন্ত্রীমৌলিক পদার্থের তালিকাসুকান্ত মজুমদারজাতিসংঘ