মিশকাতুল মাসাবীহ

হাদিস গ্রন্থ

মিশকাতুল মাসাবীহ (আরবি: مشكاة المصابيح, অনুবাদ'বাতিসমূহের চেরাগদানি') হাদীস শাস্ত্রের একটি উল্লেখযোগ্য গ্রন্থ। সাধারণভাবে মিশকাতুল মাসাবীহ বা مشكاة المصابيح দিয়ে একটি বই এর নাম বুঝালেও মূলত তা দুটি হাদিস গ্রন্থের সমন্বিত নাম। যার একটি হচ্ছে কিতাবুল মাসাবিহ (এর লেখক ইমাম আল বাগাভী ৪৩৬ হিজরী থেকে ৫১৬) ও অপরটি মিশকাত (লিখেছেনঃ শায়েখ ওয়ালীউদ্দিন মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ আল খাতীব আল আমরী আত তিবরিযী ৮০০ হিজরীর শেষের দিকে মৃত্যু বরণ করেন )। পরবর্তিতে উভয় গ্রন্থকে একত্রিত করে নাম দেওয়া হয়েছে 'মিশকাতুল মাসাবীহ'। গ্রন্থটিতে কিতাবুল মাসাবীহ হতে সংকলন করা হয়েছে ৪৪৩৪ টি হাদীস এবং মিশকাত হতে সংকলন করা হয়েছে ১৫১১টি হাদীস। মিশকাতুল মাসাবিহ গ্রন্থের সম্পাদনার কাজ সমাপ্তি হয় ৭৩৭ হিজরীর শেষ শুক্রবারে। মূলত হাদীস শাস্ত্রে অনভিজ্ঞ লোকদের জন্যই এই বইটি সংকলন করা হয়েছে। শায়েখ ওয়ালীউদ্দিন মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ আল খাতীব আল আমরী আর তিবরিযী এই বইটি খুব চমকপ্রদ ভাবে সাজিয়েছেন যার মদ্ধ্যে উল্লেখ যোগ্য হল মাসাবিহ গ্রন্থে কোন হাদিসে উৎস লিপিবদ্ধ ছিলো না, ফলে পাঠকগন বিভ্রান্তিতে পড়ার শঙ্কা বোধ করতেন, আর সেই শঙ্কা দূর করেই মিশকাতুল মাসাবীহ সংকলনকালে লেখক প্রতিটি হাদীসের উৎস উল্লেখ করে দিয়েছেন। তিনি হাদীস গ্রন্থটিকে ফিকহের ধারাবাহিক নিয়ম অনুযায়ী সাজিয়েছেন। এবং প্রতিটি অধ্যায়ে ৩টি করে অনুচ্ছেদে ভাগ করেছেন, যার মধ্যে প্রথম দুই পরিচ্ছেদে সহীহ বুখারীসহীহ মুসলিম এর হাদিস এনেছেন এবং পরের পরিচ্ছেদে অন্যান্য কিতাবের হাদীস এনেছেন। আর হাদীস শেষে যে কিতাব থেকে হাদীসটি নিয়েছেন সেটির উৎস গ্রন্থ ও উল্লেখ করে দিয়েছেন।[১][১][২][৩][৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. তানভীরুল মিশকাত
  2. "Mishqat al Masabeeh" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-১৬ 
  3. Zirikli, al-A'lam, p. 6/234.
  4. Mishkat Al-Masabih 2/424.
🔥 Top keywords: কোকা-কোলাদ্য কোকা-কোলা কোম্পানিপ্রধান পাতাবিশেষ:অনুসন্ধানপ্রোগ্রামিং ভাষাছয় দফা আন্দোলন২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপরবীন্দ্রনাথ ঠাকুরশেখ মুজিবুর রহমানকাজী নজরুল ইসলামবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধবাংলাদেশনরেন্দ্র মোদীক্লিওপেট্রা২০২৪ কোপা আমেরিকাআবহাওয়াবাংলা ভাষা আন্দোলনসাইবার অপরাধমহাত্মা গান্ধীপহেলা বৈশাখএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)ভারতের সাধারণ নির্বাচন, ২০২৪সুন্দরবনপাইথন (প্রোগ্রামিং ভাষা)ভারতের প্রধানমন্ত্রীদের তালিকাআর্জেন্টিনা জাতীয় ফুটবল দলমিয়া খলিফাবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতফিফা বিশ্ব র‌্যাঙ্কিংঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনইন্দিরা গান্ধীপ্রতিমন্ত্রীমৌলিক পদার্থের তালিকাসুকান্ত মজুমদারজাতিসংঘ