মালবাহী জাহাজ

জাহাজ বা সমুদ্রযান যা এক বন্দর থেকে আরেক বন্দরে মাল, পণ্য বা কাঁচামাল পরিবহন করে।

মালবাহী জাহাজ বা পণ্যবাহী জাহাজ একটি বাণিজ্যিক জাহাজ যা সমুদ্রপথে এক বন্দর থেকে আরেক বন্দরে মাল, পণ্যদ্রব্য ও কাঁচামাল পরিবহনের কাজে নিয়োজিত থাকে।[১] প্রতি বছর হাজার হাজার মালবাহী জাহাজ বিশ্বের সাগর ও মহাসাগরগুলি পাড়ি দেয় এবং আন্তর্জাতিক বাণিজ্যের সিংহভাগ এদের মাধ্যমেই পরিচালিত হয়। মালবাহী জাহাজগুলিকে মাল পরিবহনের জন্য বিশেষভাবে নকশা প্রণয়ন করে নির্মাণ করা হয়। এগুলিতে প্রায়শই মালামাল বোঝাই বা খালাস করার জন্য ক্রেন, কপিকল ও অন্যান্য বিশেষ যান্ত্রিক ব্যবস্থা থাকে। এগুলি প্রায় সর্বদাই ইস্পাতের পাত ঢালাই করে জোড়া লাগিয়ে নির্মাণ করা হয় এবং এরা সাধারণত ২৫ থেকে ৩০ বছর কর্মক্ষম থাকে; এরপরে এদেরকে ভেঙে টুকরা টুকরা করে ফেলা হয়।

বিশ্বের অন্যতম বৃহত্তম মালবাহী জাহাজ কলম্বো এক্সপ্রেস, ২০০৫ সালে নির্মিত জাহাজটির মালিক ও পরিচালক জার্মানির হাপাগ-লয়েড ব্যবসা প্রতিষ্ঠান


তথ্যসূত্র

সম্পাদনা
  1. Peter Brodie (২০১৩), Dictionary of Shipping Terms (৬ষ্ঠ সংস্করণ), Informa Law 
🔥 Top keywords: চন্দ্রবোড়া২০২৪ কোপা আমেরিকাপ্রধান পাতাতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানআন্তর্জাতিক যোগ দিবসবাংলাদেশের সাপের তালিকা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপনালন্দাএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)কোপা আমেরিকারবীন্দ্রনাথ ঠাকুরনালন্দা বিশ্ববিদ্যালয়আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলবাংলাদেশশঙ্খচূড়ক্লিওপেট্রাশঙ্খিনী২১ জুনঅম্বুবাচীমিয়া খলিফা২০২৪ কোপা আমেরিকা গ্রুপ এরাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)বাংলাদেশ আওয়ামী লীগফিফা বিশ্ব র‌্যাঙ্কিং৬৯ (যৌনাসন)কাজী নজরুল ইসলামবিশ্ব সংগীত দিবসডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনপাতি কাল কেউটেশাকিব খানভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানউয়েফা ইউরো ২০২৪বিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদকেউটে সাপআবহাওয়া