ধার

মানববসতি
(ধর থেকে পুনর্নির্দেশিত)

ধার হলো ভারতের মধ্য প্রদেশ রাজ্যের ধার জেলার একটি শহর ও পৌরসভা এলাকা।

ধার
শহর
ধার মধ্যপ্রদেশ-এ অবস্থিত
ধার
ধার
মধ্য প্রদেশ, ভারতে অবস্থান
স্থানাঙ্ক: ২২°৩৬′ উত্তর ৭৫°১৮′ পূর্ব / ২২.৬° উত্তর ৭৫.৩° পূর্ব / 22.6; 75.3
দেশভারত
রাজ্যমধ্য প্রদেশ
জেলাধার
উচ্চতা৫৫৯ মিটার (১,৮৩৪ ফুট)
জনসংখ্যা (২০০১)
 • মোট৭৫,৪৭২
ভাষা
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+৫:৩০)
ধার দুর্গ

ইতিহাস সম্পাদনা

ধর শহরটি, ধারা নাগারা ('তলোয়ার ব্লেডের শহর') থেকে উদ্ভূত, যথেষ্ট প্রাচীনত্বের, মৌখারি রাজবংশের (৬ষ্ঠ শতক) সময় জৌনপুরের একটি শিলালিপিতে এটির প্রথম উল্লেখ পাওয়া যায় । বৈরিসিংহ ( আনুমানিক 920-45 খ্রিস্টাব্দ) দ্বারা মালব-এর পরমার রাজবংশ প্রধানদের প্রাথমিক আসন হিসাবে ধারের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। বৈরিসিংহ উজ্জয়িনী থেকে ধরতে তার সদর দপ্তর স্থানান্তর করেছেন বলে মনে হয় । পরমারদের শাসনামলে ধর ছিল সংস্কৃতি ও শিক্ষার একটি সম্মানিত কেন্দ্র,  বিশেষ করে রাজা ভোজের শাসনামলে(প্রায় 1000-1055)। ধারের সম্পদ এবং জাঁকজমক 11 শতকে প্রতিযোগী রাজবংশের দৃষ্টি আকর্ষণ করেছিল। প্রথম সোমেশ্বর (আনুমানিক CE 1042-68) এর অধীনে কল্যাণের চাকুক্যরা শহরটি দখল করে পুড়িয়ে দিয়েছিল, এছাড়াও মান্ডু (প্রাচীন মান্ডব) দখল করেছিল।

ভৌগোলিক উপাত্ত সম্পাদনা

শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২২°৩৬′ উত্তর ৭৫°১৮′ পূর্ব / ২২.৬° উত্তর ৭৫.৩° পূর্ব / 22.6; 75.3[১] সমুদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ৫৫৯ মিটার (১৮৩৩ ফুট)।

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

ভারতের ২০০১ সালের আদমশুমারি অনুসারে ধার শহরের জনসংখ্যা হল ৭৫,৪৭২ জন।[২] এর মধ্যে পুরুষ ৫২% এবং নারী ৪৮%।

এখানে সাক্ষরতার হার ৭০%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৭৬% এবং নারীদের মধ্যে এই হার ৬৩%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে ধারের সাক্ষরতার হার বেশি।

এই শহরের জনসংখ্যার ১৪% হল ৬ বছর বা তার কম বয়সী।

দর্শনীয় স্থান সম্পাদনা

  • ধর দুর্গ - এই দুর্গটি শহরের উত্তরে অবস্থিত একটি ছোট আয়তাকার পাহাড়ের উপর নির্মিত। এই দুর্গ নির্মাণের জন্য ব্যবহৃত উপাদানগুলি এই ছোট ঢিবি থেকে নেওয়া হয়েছে যার মধ্যে রয়েছে লাল বেলেপাথর, কংক্রিট মুরাম এবং কালো পাথর, দুর্গের স্থাপত্যশৈলী হিন্দু, মুসলিম এবং আফগান শৈলী।কেল্লার প্রধান ফটকটি পশ্চিমে নির্মিত। দুর্গটি দিল্লির সুলতান মুহাম্মদ বিন তুঘলক নির্মাণ করেছিলেন বলে মনে করা হয় , সম্ভবত প্রাথমিক সূত্রে উল্লিখিত প্রাচীন ধারাগিরির জায়গায়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Dhar"ফলিং রেইন জিনোমিক্স, ইনক (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০০৭ 
  2. "ভারতের ২০০১ সালের আদমশুমারি" (ইংরেজি ভাষায়)। Archived from the original on ১৬ জুন ২০০৪। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০০৭ 
🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানছয় দফা আন্দোলন২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপরবীন্দ্রনাথ ঠাকুরশেখ মুজিবুর রহমানকাজী নজরুল ইসলাম২০২৪ কোপা আমেরিকাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধবাংলাদেশকোকা-কোলাব্রাজিল জাতীয় ফুটবল দলভারতের প্রধানমন্ত্রীদের তালিকাআর্জেন্টিনা জাতীয় ফুটবল দলভারতের সাধারণ নির্বাচন, ২০২৪নরেন্দ্র মোদীদ্য কোকা-কোলা কোম্পানিক্লিওপেট্রামহাত্মা গান্ধীআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপআবহাওয়াসুন্দরবনবাংলা ভাষা আন্দোলনএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)ভারতসাইবার অপরাধঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরপ্রতিমন্ত্রীবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাপহেলা বৈশাখমৌলিক পদার্থের তালিকাবায়ুদূষণমিয়া খলিফাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনকেন্দ্রীয় মন্ত্রিপরিষদইন্দিরা গান্ধীফিফা বিশ্ব র‌্যাঙ্কিংবাংলা ভাষাজাতিসংঘ