দিয়োগো কোস্তা

পর্তুগিজ ফুটবল খেলোয়াড়

দিয়োগো মেইরেলেস দা কোস্তা (পর্তুগিজ: Diogo Costa; জন্ম: ১৯ সেপ্টেম্বর ১৯৯৯; দিয়োগো কোস্তা নামে সুপরিচিত) হলেন একজন সুইজারল্যান্ডীয়–পর্তুগিজ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে পর্তুগালের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমেইরা লিগার ক্লাব পোর্তু এবং পর্তুগাল জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।

দিয়োগো কোস্তা
২০২৩ সালে পর্তুগালের হয়ে কোস্তা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামদিয়োগো মেইরেলেস দা কোস্তা
জন্ম (1999-09-19) ১৯ সেপ্টেম্বর ১৯৯৯ (বয়স ২৪)
জন্ম স্থানরট্রিস্ট, সুইজারল্যান্ড
উচ্চতা১.৮৬ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)
মাঠে অবস্থানগোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
পোর্তু
জার্সি নম্বর৯৯
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৩:২৩, ২২ এপ্রিল ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১৪ সালে, কোস্তা পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলের হয়ে পর্তুগালের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ছয় বছর যাবত পর্তুগালের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২১ সালে পর্তুগালের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; পর্তুগালের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২০ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

দিয়োগো মেইরেলেস দা কোস্তা ১৯৯৯ সালের ১৯শে সেপ্টেম্বর তারিখে সুইজারল্যান্ডের রট্রিস্টে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল সম্পাদনা

কোস্তা পর্তুগাল অনূর্ধ্ব-১৫, পর্তুগাল অনূর্ধ্ব-১৬, পর্তুগাল অনূর্ধ্ব-১৭, পর্তুগাল অনূর্ধ্ব-১৮, পর্তুগাল অনূর্ধ্ব-১৯, পর্তুগাল অনূর্ধ্ব-২০ এবং পর্তুগাল অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে পর্তুগালের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৪ সালের ১০ই জুন তারিখে তিনি সুইজারল্যান্ড অনূর্ধ্ব-১৫ দলের বিরুদ্ধে ম্যাচে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[১] পর্তুগালের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৬ বছরে ৬৬ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

২০২১ সালের ৯ই অক্টোবর তারিখে, ২২ বছর ও ২০ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী কোস্তা কাতারের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে পর্তুগালের হয়ে অভিষেক করেছেন।[২] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[৩] ম্যাচে তিনি ২২ নম্বর জার্সি পরিধান করে গোলরক্ষক হিসেবে খেলেছিলেন।[৪] ম্যাচটি পর্তুগাল ৩–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৫] পর্তুগালের হয়ে অভিষেকের বছরে কোস্তা সর্বমোট ১ ম্যাচে ১টি গোল করেছেন।

পরিসংখ্যান সম্পাদনা

আন্তর্জাতিক সম্পাদনা

২২ এপ্রিল ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দলসালম্যাচগোল
পর্তুগাল২০২১
২০২২১১
২০২৩
২০২৪
সর্বমোট২০

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধান২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপরবীন্দ্রনাথ ঠাকুরভারতের সাধারণ নির্বাচন, ২০২৪কাজী নজরুল ইসলামশেখ মুজিবুর রহমানছয় দফা আন্দোলনবাংলাদেশবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধক্লিওপেট্রাশাকিব খানবাংলা ভাষা আন্দোলনঘূর্ণিঝড় রেমাললোকসভা কেন্দ্রের তালিকাপহেলা বৈশাখবিশ্ব পরিবেশ দিবসআবহাওয়ালোকসভাএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)মৌলিক পদার্থের তালিকাসাতই মার্চের ভাষণভূমি পরিমাপলোকনাথ ব্রহ্মচারীবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতসুন্দরবনঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরমহাত্মা গান্ধীবেনজীর আহমেদসাইবার অপরাধজয়নুল আবেদিনইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনযুক্তফ্রন্ট২০২৪ কোপা আমেরিকামুহাম্মাদকামরুল হাসানমিয়া খলিফাবাংলা ভাষা