দিগম্বর

জৈনধর্মের দুই প্রধান ধারার একটি

দিগম্বর জৈন ধর্মের দুটি সম্প্রদায়ের একটি। অন্যটি হলো শ্বেতাম্বর সম্প্রদায়। দিগম্বর সন্ধি বিচ্ছেদ করলে দাঁড়ায় দিক্‌ + অম্বর। অর্থাৎ 'দিগম্বর' অর্থ হলো দিক যার অম্বর বা বস্ত্র।দিগম্বর সম্প্রদায়ের অনুসারীগণ মোক্ষ প্রাপ্তির জন্য নগ্নতাকে মুখ্য গণ্য করে এবং নারীদের মোক্ষ স্বীকার করে না। তারা শ্বেতাম্বরদের ৪৫ গ্রন্থকেও স্বীকার করে না। তাদের বক্তব্য হচ্ছে যে, জিন ভগবান দ্বারা কথিত আগম গ্রন্থের অধিকাংশ কাল-দোষে ধ্বংস হয়ে গিয়েছে। তীর্থঙ্কর মহাবীরের পর ইন্দ্রভুতি গৌতম , সুধর্ম ও জাম্বুস্বামী পর্যন্ত পরে জৈনসংঘে বিশেষ মতভেদের চিহ্ন দৃষ্টিগোচর হয়নি। পরবর্তীতে জাম্বুস্বামীর পর দিগম্বর ও শ্বেতাম্বর সম্প্রদায়ের আচার্য পরম্পরাগুলো ভিন্ন হয়ে যায়।

গোমতেশ্বর বাহুবালী (শ্রবণবেলগোল, কর্ণাটক, ভারত)

ভূমিকা সম্পাদনা

অহিংসার ৩ উপকরণ: পিচ্ছী, কমন্ডলু ও শাস্ত্র

দিগম্বরদের মতে, বিষ্ণু, নন্দী, অপরাজিত গোবর্ধন ও ভদ্রবাহু নামক পাঁচজন শ্রুতকেবলী হয়েছেন, অন্যদিকে শ্বেতাম্বর পরম্পরায় প্রভব, শয়্যংভব, যশভদ্র, সম্ভুতবিজয় ও ভদ্র্রবাহু শ্রুতকেবলী হিসাবে বিবেচিত হয়েছেন। ভদ্রবাহু উভয় সংঘে সাধারণ, এ থেকে অনুমান করা যায় ভদ্র্রবাহুর সময় পর্যন্ত জৈন সংঘে দিগম্বর-শ্বেতাম্বর মতপার্থক্য ছিল না। শ্বেতাম্বর সম্প্রদায়ের মতে, মহাবীর নির্বাণ এর ৬০৯ বছর পর (৮৩ খ্রিষ্টাব্দ) স্থবীপুরে শিবভূতি কর্তৃক ভোটিক মত (দিগম্বর) প্রতিষ্ঠিত হয়েছিল। কোংডিন্য ও কোট্টিবীর শিবভূতির দুজন প্রধান শিষ্য ছিলেন।

প্রমুখ দিগম্বারচার্য কুন্দ কুন্দ স্বামীর মূর্তি (কর্ণাটক)

দিগম্বর মতানুসারে, উজ্জয়িনীতে চন্দ্রগুপ্তের রাজত্বকালে আচার্য ভদ্রবাহুর খরা সম্পর্কিত ভবিষ্যদ্বাণী শোনার পর তার শিষ্য বিশাখাচার্য তার সংঘ নিয়ে পুন্নাট গিয়েছিলেন, কিছু সাধু সিন্ধু অঞ্চলে গিয়েছিলেন। যখন সাধুরা উজ্জয়িনী থেকে ফিরে এসেছিল, সেখানে দুর্ভিক্ষ ছিল। এসময়, সংঘের আচার্য নগ্নতাকে ঢাকার জন্য সাধুদের অর্ধফালক পরতে আদেশ দেন; পরবর্তীতে কিছু সাধু অর্ধফালক ত্যাগ করেনি, এদেরকে শ্বেতাম্বর বলা হয়। মথুরার জৈন শিলালিপি থেকেও প্রমাণিত হয়েছে যে, খ্রিস্টীয় প্রথম শতাব্দীর দিকে উভয় সম্প্রদায় একে অপরের থেকে আলাদা হয়েছিল। গুজরাত ও কাঠিয়াবাড়ে শ্বেতাম্বর এবং দক্ষিণ ভারত, মধ্যপ্রদেশউত্তর প্রদেশে দিগম্বর বেশি দেখা যায়।

দিগম্বর সন্ন্যাসী সম্পাদনা

দিগম্বর মুনি বিবস্ত্র থাকেন, পড়গাহন করার সময় দাঁড়ানো অবস্থায় বিনাপাত্রে নিজ হাতেই আহার নেন। শুধু পিচ্ছী ও কমণ্ডুলু সাথে রাখেন এবং পায়ে হেঁটে চলাচল করেন।

অষ্টবিংশ মূলগুণ সম্পাদনা

সব দিগম্বর মুনিদের জন্য ২৮ টি মূলগুণ অনুসরণ করা বাধ্যতামূলক। এগুলো হল: [১]

ব্রতনামঅর্থ
মহাব্রত - তীর্থঙ্কর ও মহাপুরুষদের পালন করতে হয় এমন পাঁচটি ব্রত১. অহিংসাকোন জীবকে দেহ, মন, বাক্য দ্বারা কোন কষ্ট না দেয়া
২. সত্যহিত, মিত, প্রিয় শব্দ বলা
৩. আস্তেয়দেওয়া হয়নি এমন বস্তু গ্রহণ না করা
৪. ব্রহ্মচর্যদেহ, মন, বাক্য থেকে মৈথুন কর্ম পূর্ণরুপে ত্যাগ করা
৫. আত্মত্যাগপদার্থের প্রতি মমত্বরুপ পরিণমন পূর্ণরুপে ত্যাগ
সমিতি - পাঁচটি প্রবৃত্তিগত সতর্কতা [১]৬. ইর্যাসমিতিসতর্কতা পূর্বক চার হাত জমি দেখে চলা
৭. ভাষাসমিতিনিন্দা ও দূষিত ভাষা পরিত্যাগ
৮. এষণাসমিতিশ্রাবকের জায়গায় ৪৬ দোষমুক্ত আহার গ্রহণ
৯. আদাননিক্ষেপধর্মীয় উপকরণ উঠাতে ও রাখতে সতর্কতা
১০. প্রতিষ্ঠাপননির্জন স্থানে মল-মুত্র ত্যাগ
পঞ্চেন্দ্রিয়নিরোধ১১ - ১৫পাঁচ ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ
আবশ্যক - ছয়টি প্রয়োজনীয় কর্ম১৬. সামায়িক

(সমতা)

সমতা ধারণ পূর্বক আত্মকেন্দ্রিক হওয়া
১৭. স্তুতি24 তীর্থঙ্করদের প্রশংসা
১৮. বন্দনাভগবানের প্রতিমা ও আচার্যকে প্রণাম
১৯. প্রতিক্রমণভুল সংশোধন
২০. প্রত্যাখ্যানত্যাগ
২১. কায়োতসর্গদেহের মায়া ত্যাগ করে স্বরূপে লীন হওয়া
নিয়ম - সাতটি নিয়ম২২. অস্নানস্নান না করা
২৩. অদন্তধাবনদন্তপংক্তি না মাঁজা
২৪. ভূশায়নমাটির উপর বিশ্রাম
২৫. একভুক্তিদিনে একবার ভোজন
২৬. স্থিতিভোজনদাঁড়িয়ে উভয় হাত দিয়ে খাদ্য গ্রহণ
২৭. কেশলোঁচমাথা এবং দাঁড়ির কেশ হাত দিয়ে উপড়ানো
২৮. নগ্নতাদিগম্বর অবস্থায় থাকা

তথ্যসূত্র সম্পাদনা

  1. प्रमाणसागर २००८, পৃ. १८९।

গ্রন্থ-পঁঞ্জী সম্পাদনা

  • जैन तत्त्वविद्या, २००८  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ সম্পাদনা

🔥 Top keywords: কৃষ্ণকুমার কুন্নথপ্রধান পাতাবিশেষ:অনুসন্ধান২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপঘূর্ণিঝড় রেমালরবীন্দ্রনাথ ঠাকুরকাজী নজরুল ইসলামশেখ মুজিবুর রহমানছয় দফা আন্দোলনবাংলাদেশবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়াক্লিওপেট্রাএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলা ভাষা আন্দোলনকুরবানীফিলিস্তিনমৌলিক পদার্থের তালিকাস্বামী বিবেকানন্দমিয়া খলিফাপহেলা বৈশাখইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনঘূর্ণিঝড়নাঈমুল ইসলাম খানবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহভূমি পরিমাপসুন্দরবনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকামহাত্মা গান্ধীপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামুহাম্মাদঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরবিশ্ব দিবস তালিকাভারতসাইবার অপরাধইব্রাহিম (নবী)আসসালামু আলাইকুম