দারিদ্র্যসীমা

দারিদ্র্যসীমা কোনো ব্যক্তির আয়ের একটি সীমারেখা যা ঐ ব্যক্তির জীবনযাপনের জন্য ন্যূনতম প্রয়োজনীয় মৌলিক দ্রব্যসমূহের মূল্যের সমষ্টি। বিভিন্ন দেশের দারিদ্র্যসীমা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আন্তর্জাতিক দারিদ্র্যসীমা আদিতে দৈনিক ১ মার্কিন ডলার ধার্য করা হয়েছিল। যাদের দৈনিক আয় ১ ডলারের নিচে তাদেরকে চরম দারিদ্র্যে অবস্থানকারী ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয়।

দারিদ্র্যসীমা দিয়ে কোনো দেশের জনগণের জীবনযাপন কতটুকু ভালো তা নির্ধারণ করা সম্ভব নয়। কেননা সীমাটি এতই নিচে অবস্থিত যে সীমার চেয়ে বেশি আয় করলেও জীবনযাত্রার মানের তেমন কোনো উন্নতি ঘটে না। শিক্ষা, স্বাস্থ্য, পয়োনিষ্কাশন, পানি সরবরাহ ও বিদ্যুতের মত ব্যাপারগুলি দারিদ্র্যসীমাতে গণনা করা হয় না বলে এই সূচকটি দিয়ে জনগণের জীবনযাত্রার মান পুরোপুরি বোঝা সম্ভব নয়।

বিশ্বব্যাংক নিয়মিতভাবে আন্তর্জাতিক দারিদ্র্যসীমারেখা নির্ধারণ করে থাকে। এজন্য তারা সারা বিশ্বের সমস্ত দেশের মৌলিক খাদ্য, বস্ত্র ও বাসস্থানের খরচ হিসাব করে। ২০১৫ সালে বিশ্বব্যাংক নির্ধারিত দারিদ্র্য সীমাটি হল দৈনিক ১.৯০ মার্কিন ডলার। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী ২০১৫ সালে সারা বিশ্বে প্রায় ৭০ কোটি লোক চরম দারিদ্র্যসীমার নিচে বাস করছে। [১]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. International Poverty Line, ইনভেস্টোপিডিয়া 
🔥 Top keywords: পলাশীর যুদ্ধচন্দ্রবোড়াপ্রধান পাতাবিশেষ:অনুসন্ধানতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বাংলাদেশ আওয়ামী লীগ২০২৪ কোপা আমেরিকাবাঘা যতীনবাংলাদেশের সাপের তালিকারবীন্দ্রনাথ ঠাকুরওয়াকার-উজ-জামানশ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশ২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপক্লিওপেট্রাশেখ মুজিবুর রহমানঅম্বুবাচীরাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)কাজী নজরুল ইসলামমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকালিওনেল মেসিমিয়া খলিফাশাকিব খানইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনভূমি পরিমাপশঙ্খচূড়বাংলা ভাষা৬৯ (যৌনাসন)বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানকোপা আমেরিকাশঙ্খিনীনালন্দাসিরাজউদ্দৌলাচিত্র:Faruq Mahfuz Anam in Trination Mega Festival - Bangladesh India Pakistan (8375647058).jpgপাতি কাল কেউটেছয় দফা আন্দোলনভারতউয়েফা ইউরো ২০২৪