টম উইলকিনসন

ইংরেজ অভিনেতা

টমাস জেফ্রি "টম" উইলকিনসন, ওবিই (ইংরেজি: Thomas Geoffrey "Tom" Wilkinson; জন্ম: ৫ ফেব্রুয়ারি ১৯৪৮)[১] হলেন একজন ইংরেজ অভিনেতা। তিনি দুটি একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেছেন, প্রথমটি ইন দ্য বেডরুম (২০০১) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে এবং দ্বিতীয়টি মাইকেল ক্লেটন (২০০৭) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে। এছাড়া তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হল দ্য ফুল মন্টি (১৯৯৭), শেকসপিয়ার ইন লাভ (১৯৯৮), সেপারেট লাইজ (২০০৫), ও দ্য বেস্ট এক্সোটিক ম্যারিগোল্ড হোটেল (২০১২)।

টম উইলকিনসন

Tom Wilkinson
২০০৯ সালের মার্চে উইলকিনসন
জন্ম
টমাস জেফ্রি উইলকিনসন

(১৯৪৮-০২-০৫)৫ ফেব্রুয়ারি ১৯৪৮
ওয়ার্ফেডেল, ওয়েস্ট রাইডিং অব ইয়র্কশায়ার, ইংল্যান্ড
মাতৃশিক্ষায়তনকেন্ট বিশ্ববিদ্যালয়
রয়্যাল একাডেমি অব ড্রামাটিক আর্ট
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯৭৬-বর্তমান
দাম্পত্য সঙ্গীডায়ানা হার্ডক্যাসল (বি. ১৯৯৮)

তিনি জন অ্যাডামস মিনি ধারাবাহিকে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন চরিত্রে অভিনয় করে ২০০৯ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার এবং প্রাইমটাইম এমি পুরস্কার অর্জন করেছেন। টেলিভিশনে তার অন্যান্য উল্লেখযোগ্য কাজ হল নরমাল, রিকাউন্টআ নাম্বার

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

উইলকিনসন ১৯৪৮ সালের ৫ই ফেব্রুয়ারি ইংল্যান্ডের ওয়েস্ট রাইডিং অব ইয়র্কশায়ারের হোয়ার্ফেডেলে জন্মগ্রহণ করেন। তার পিতা টমাস উইলকিনসন একজন কৃষক এবং মাতা মার্জরি। চার বছরে বয়সে তিনি সপরিবারে কানাডা চলে যান। সেখানে পাঁচ বছর থাকার পর পুনরায় যুক্তরাজ্যে ফিরে আসেন ও কর্নওয়েলে বসবাস শুরু করেন।[২] তিনি কেন্ট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।[৩] বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তিনি টিটুয়েন্টিফোর ড্রামা সোসাইটির (তৎকালীন ইউকেসিডি) সদস্য ছিলেন। পরবর্তী কালে তিনি রয়্যাল একাডেমি অব ড্রামাটিক আর্টে অধ্যয়ন করেন।[৪]

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

উইলকিনসন ১৯৯৮ সালে অভিনেত্রী ডায়ানা হার্ডক্যাসলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির দুই কন্যা রয়েছে, তারা হলেন অ্যালিস ও মলি।[২] উইলকিনসন সপরিবারে উত্তর লন্ডনে বসবাস করেন।[৩]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. ব্রাউন, মার্ক (২২ ফেব্রুয়ারি ২০০৮)। "The Guardian profile: Tom Wilkinson"দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০১৯ 
  2. পুল, অলিভার (১৩ ফেব্রুয়ারি ২০০২)। "New stardom for steel city stripper"দ্য ডেইলি টেলিগ্রাফ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০১৯ 
  3. মস, স্টিভেন (৫ এপ্রিল ২০১১)। "Tom Wilkinson: down with the big boys"দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০১৯ 
  4. "Tom Wilkinson: Acting up In the Bedroom"বিবিসি নিউজ (ইংরেজি ভাষায়)। ১৫ ফেব্রুয়ারি ২০০২। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা
🔥 Top keywords: প্রধান পাতাতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধান২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপরবীন্দ্রনাথ ঠাকুরটুয়েন্টি২০ আন্তর্জাতিকের রেকর্ড তালিকাঅসীম সাহাক্লিওপেট্রারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)চন্দ্রবোড়াবাংলাদেশ২০২৪ কোপা আমেরিকামিয়া খলিফানির্জলা একাদশীএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)উয়েফা ইউরো ২০২৪কোকা-কোলাজর্জিয়াশাকিব খানআবহাওয়া৬৯ (যৌনাসন)ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনকাজী নজরুল ইসলামভূমি পরিমাপবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতকুরবানীস্বামী বিবেকানন্দবাংলা ভাষাএকাদশীঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরওয়েস্ট ইন্ডিজদ্য কোকা-কোলা কোম্পানিঈদুল আযহাউয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপমহাত্মা গান্ধীআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপমুহাম্মাদশেখ মুজিবুর রহমান