জাবি বর্ণমালা

জাবি বর্ণমালা বা জাউই বর্ণমালা (ইংরেজি: Jawi Alphabet; মালয়: Abjad Jawi; আচে: Haraih Jawoe) হলো আরবি ভিত্তিক একটি আবজাদ লিখন পদ্ধতি যেটি একসময় মালয়, ইন্দোনেশীয়, আচেহনীয় সহ বেশ কয়েকটি ভাষার জন্য একসময় ব্যবহার করা হতো। আরবি ২৯ বর্ণের বাইরে এতে আরো ৬টি হরফ অতিরিক্ত ছিল।

জাবি লিপির একটি চার্ট।

দক্ষিণ-পূর্ব এশিয়ায় ইসলামীকরণ এর কারণে মালয় উপদ্বীপ ও সুন্দা দ্বীপপুঞ্জের বেশ কিছু রাজ্য স্থানীয় ব্রাহ্মী লিপিগুলোর বদলে আরবি লিপি ব্যবহার করতে শুরু করে। কিন্তু আরবি লিপি এসকল অঞ্চলের ভাষাগুলোর জন্য উপযোগী ছিল না। ফলস্বরূপ নানা ধরনের জটিলতা সৃৃষ্টি হয়। যেমন- উচ্চারণ জটিলতা, ধ্বনি প্রকাশে জটিলতা ইত্যাদি। এধরনের সমস্যা এরানোর জন্যই পরবর্তীকালে জাবি লিপি উদ্ভাবিত হয়। সবচেয়ে পুরনো জাবি লিপির প্রমাণ পাওয়া যায় ১৩০০ সালের দিকে খোদাই করা "তেরেঙ্গানু ইন্সক্রিপশন স্টোন"-এ।

বর্তমানে জাবি লিপির তেমন একটা ব্যবহার লক্ষ্য করা যায় না। মালয়শিয়া, ব্রুনাইসিঙ্গাপুরব্রিটিশ উপনিবেশায়নইন্দোনেশিয়ায় ওলন্দাজ উপনিবেশায়নের কারণে সেখানে লাতিন লিপি প্রভাববিস্তার করতে থাকে। বর্তমানে মালয় লাতিন বর্ণমালা জাবি লিপির পরিবর্তে ব্যবহার করা হয়।

জাবি বর্তমানে ব্রুনাইয়ের দুইটি প্রধান সরকারি লিখন পদ্ধতিগুলোর একটি।

বর্ণ সম্পাদনা

জাউই বর্ণসমূহ[১]
অক্ষরনামশেষেমাঝেপ্রথমেআলাদাধ্বনিরোমানিকরণইউনিকোড
اআলিফـاا/a/ অথবা /ə/a, e pepet (ĕ)U+0627
بবাـبـبـبـب/b/bU+0628
تতাـتـتـتـت/t/tU+062A
ةতা মারবুতাহـةة/t/ অথবা /h/-t অথবা -hU+0629
ثসা (ঠা)ـثـثـثـث/θ/ অথবা /s/sU+062B
جজিমـجـجـجـج/d͡ʒ/jU+062C
چচাـچـچـچـچ/t͡ʃ/cU+0686
حহাـحـحـحـح/ħ/ অথবা /h/hU+062D
خখা (খো)ـخـخـخـخ/x/khU+062E
دদালـدد/d/dU+062F
ذযালـذذ/ð/ অথবা /z/zU+0630
رরা (রো)ـرر/r/rU+0631
زযাইـزز/z/zU+0632
سসিনـسـسـسـس/s/sU+0633
شস্যিনـشـشـشـش/ʃ/sy, shU+0634
صসাদ (সোড)ـصـصـصـص/s/sU+0635
ضদাদ (ঢওড্)ـضـضـضـض/d/dU+0636
طতা (ঠও)ـطـطـطـط/t/tU+0637
ظযা (য়ো)ـظـظـظـظ/z/zU+0638
عআইনـعـعـعـع/ʔ/a, i, u ও -kU+0639
غঘাইনـغـغـغـغ/ɣ/ghU+063A
ڠঙাـڠـڠـڠـڠ/ŋ/ngU+06A0
فফাـفـفـفـف/f/fU+0641
ڤপাـڤـڤـڤـڤ/p/pU+06A4
قকাফـقـقـقـق/ʔ/ এবং /q/q ও -kU+0642
کকাফـکـکـکـک/k/kU+06A9
ݢগাـݢـݢـڬـݢ/ɡ/gU+0762
لলামـلـلـلـل/l/lU+0644
مমিমـمـمـمـم/m/mU+0645
نনুনـنـنـنـن/n/nU+0646
وৱাওـوو/w/ এবং /u, o, ɔ/w ও u, oU+0648
ۏৱাـۏۏ/v/vU+06CF
هহাـهـهـهـه/h/hU+0647
ءহামযাহءء/ʔ/aU+0621
يয়াـيـيـيـي/j/ এবং /i, e, ɛ/y ও i, e taling (é)U+064A
ىয়েـىى/ə, a/e pepet (ĕ), aU+0649
ڽঞাـڽـڽـڽـڽ/ɲ/nyU+06BD
  • যেসকল বর্ণের শুরুর বা মাঝের রূপ নেই সেগুলো শেষের রূপে দেখানো হয়েছে, কারণ এই বর্ণগুলো অন্য বর্ণের সঙ্গে প্রত্যয় সাধন করতে পারে না। এই বর্ণগুলো হলো: ا‎, د‎, ذ‎, ر‎, ز‎, و‎, ۏ
  • মালয় ভাষায় হামযাহ বর্ণটি শুধু আলাদা রূপে দেখা যায়।


আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Daftar Kata Bahasa Melayu Rumi-Sebutan-Jawi, Dewan Bahasa Pustaka,5th printing, 2006.
🔥 Top keywords: