জগৎসিংহপুর জেলা

ওড়িশার একটি জেলা, ভারত

জগৎসিংহপুর জেলা(ওড়িয়া: ଜଗତସିଂହପୁର ଜିଲ୍ଲା, প্রতিবর্ণী. জগতসিংহপুর জিল্লা) পূর্ব ভারতে অবস্থিত ওড়িশা রাজ্যের ৩০ টি জেলার একটি জেলা৷ ১৮ই চৈত্র ১৩৯৯ বঙ্গাব্দে(১লা এপ্রিল ১৯৯৩ খ্রিষ্টাব্দে) পূর্বতন কটক জেলা থেকে নতুন জগৎসিংহপুর জেলাটি গঠিত হয়৷ জেলাটি ওড়িশার কেন্দ্রীয় ওড়িশা বিভাগের অন্তর্গত৷ জেলাটির জেলাসদর জগৎসিংহপুর শহরে অবস্থিত এবং জগৎসিংহপুর মহকুমা নিয়ে গঠিত৷

জগৎসিংহপুর জেলা
ଜଗତସିଂହପୁର ଜିଲ୍ଲା
ওড়িশার জেলা
ওড়িশায় জগৎসিংহপুরের অবস্থান
ওড়িশায় জগৎসিংহপুরের অবস্থান
দেশভারত
রাজ্যওড়িশা
প্রশাসনিক বিভাগকেন্দ্রীয় ওড়িশা বিভাগ
সদরদপ্তরজগৎসিংহপুর
তহশিল
আয়তন
 • মোট১,৬৬৮ বর্গকিমি (৬৪৪ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট১১,৩৬,৯৭১
 • জনঘনত্ব৬৮০/বর্গকিমি (১,৮০০/বর্গমাইল)
জনতাত্ত্বিক
 • সাক্ষরতা৮৬.৫৯ শতাংশ
 • লিঙ্গানুপাত৯৬৮
গড় বার্ষিক বৃষ্টিপাত১৫১৫ মিমি
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট
সরলা মন্দির

নামকরণ সম্পাদনা

ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমনের পুর্বে জগৎসিংহপুর শহরটি হরিহরপুর নামে প্রসিদ্ধ ছিলো৷ পরবর্তীকালে ওড়িশাতে মারাঠা সাম্রাজ্যের পত্তন ঘটলে তারা ১১৫৫ বঙ্গাব্দে(১৭৪৮ খ্রিষ্টাব্দে) এই অঞ্চলে কর আদায়ের জন্য জগৎ সিংহ-কে নিয়োগ করেন৷ বহুবছর কোনো বিরোধ বা প্রজাবিদ্রোহ ব্যাতিরেকে তিনি কর আদায়ে সফল হন৷ তার সুশাসনের জন্য হরিহরপুর ধীরে ধীরে জগৎসিংহপুর নাম ধারণ করে৷[১]

ইতিহাস সম্পাদনা

ঐতিহাসিক আন্দোলন সম্পাদনা

ভূপ্রকৃৃতি সম্পাদনা

অর্থনীতি সম্পাদনা

অবস্থান সম্পাদনা

জেলাটির উত্তরে ওড়িশা রাজ্যের কেন্দ্রাপড়া জেলাজেলাটির দক্ষিণ পশ্চিমে(নৈঋত) ওড়িশা রাজ্যের পুরী জেলাজেলাটির পশ্চিমে ওড়িশা রাজ্যের কটক জেলাজেলাটির উত্তর পশ্চিমে(বায়ু) ওড়িশা রাজ্যের কটক জেলা[২] জেলাটির দক্ষিণ ও পশ্চিমাংশে বঙ্গোপসাগর অবস্থিত৷

জেলাটির আয়তন ১৬৬৮ বর্গ কিমি৷রাজ্যের জেলায়তনভিত্তিক ক্রমাঙ্ক ৩০ টি জেলার মধ্যে তম৷জেলার আয়তনের অনুপাত ওড়িশা রাজ্যের ১.০৭%৷

ভাষা সম্পাদনা

জগৎসিংহপুর জেলায় প্রচলিত ভাষাসমূহের পাইচিত্র তালিকা নিম্নরূপ -

২০১১ অনুযায়ী জগৎসিংহপুর জেলার ভাষাসমূহ[৩]

  ওড়িয়া (৯২.৩২%)
  উর্দু (৩.৭১%)
  বাংলা (২.৪৪%)
  তেলুগু (০.৬৫%)
  অন্যান্য (০.৮৮%)

ধর্ম সম্পাদনা

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

মোট জনসংখ্যা ১০৫৭৬২৯(২০০১ জনগণনা) ও ১১৩৬৯৭১(২০১১ জনগণনা)৷ রাজ্যে জনসংখ্যাভিত্তিক ক্রমাঙ্ক ৩০ টি জেলার মধ্যে ১৯তম৷ ওড়িশা রাজ্যের ২.৭১% লোক জগৎসিংহপুর জেলাতে বাস করেন৷ জেলার জনঘনত্ব ২০০১ সালে ৬৩৪ ছিলো এবং ২০১১ সালে তা বৃদ্ধি পেয়ে ৬৮২ হয়েছে৷ জেলাটির ২০০১-২০১১ সালের মধ্যে জনসংখ্যা বৃৃদ্ধির হার ৭.৫০% , যা ১৯৯১-২০১১ সালের ১৩.২৬% বৃদ্ধির হারের থেকে কম৷ জেলাটিতে লিঙ্গানুপাত ২০১১ অনুযায়ী ৯৬৮(সমগ্র) এবং শিশু(০-৬ বৎ) লিঙ্গানুপাত ৯২৯৷[৪]

নদনদী সম্পাদনা

পরিবহন ও যোগাযোগ সম্পাদনা

পর্যটন ও দর্শনীয় স্থান সম্পাদনা

ঐতিহ্য ও সংস্কৃৃতি সম্পাদনা

শিক্ষা সম্পাদনা

জেলাটির স্বাক্ষরতা হার ৭৯.০৮%(২০০১) তথা ৮৬.৫৯%(২০১১)৷ পুরুষ স্বাক্ষরতার হার ৮৮.৫৫%(২০০১) তথা ৯২.৩৮%(২০১১)৷ নারী স্বাক্ষরতার হার ৬৯.২৮%(২০০১) তথা ৮০.৬৩% (২০১১)৷ জেলাটিতে শিশুর অনুপাত সমগ্র জনসংখ্যার ৯.৭০%৷[৪]

প্রশাসনিক বিভাগ সম্পাদনা

সীমান্ত সম্পাদনা

বিশিষ্ট ব্যক্তিবর্গ সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানছয় দফা আন্দোলন২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপরবীন্দ্রনাথ ঠাকুরশেখ মুজিবুর রহমানকাজী নজরুল ইসলাম২০২৪ কোপা আমেরিকাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধবাংলাদেশকোকা-কোলাব্রাজিল জাতীয় ফুটবল দলভারতের প্রধানমন্ত্রীদের তালিকাআর্জেন্টিনা জাতীয় ফুটবল দলভারতের সাধারণ নির্বাচন, ২০২৪নরেন্দ্র মোদীদ্য কোকা-কোলা কোম্পানিক্লিওপেট্রামহাত্মা গান্ধীআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপআবহাওয়াসুন্দরবনবাংলা ভাষা আন্দোলনএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)ভারতসাইবার অপরাধঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরপ্রতিমন্ত্রীবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাপহেলা বৈশাখমৌলিক পদার্থের তালিকাবায়ুদূষণমিয়া খলিফাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনকেন্দ্রীয় মন্ত্রিপরিষদইন্দিরা গান্ধীফিফা বিশ্ব র‌্যাঙ্কিংবাংলা ভাষাজাতিসংঘ