চট্টগ্রাম সিটি কর্পোরেশন

চট্টগ্রাম শহরের স্থানীয় সরকার সংস্থা

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী ও দ্বিতীয় বৃহত্তম শহর চট্টগ্রামের স্থানীয় সরকার সংস্থা, যা সার্বিকভাবে চট্টগ্রাম মহানগরীর পরিচালনের দায়িত্ব পালন করে থাকে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন
প্রতীক বা লোগো
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সিলমোহর
ধরন
ধরন
মেয়াদসীমা৫ বছর
ইতিহাস
শুরু৩০ সেপ্টেম্বর ১৯৮৯; ৩৪ বছর আগে (1989-09-30)
পূর্বসূরীচট্টগ্রাম মিউনিসিপ্যাল কর্পোরেশন
নতুন অধিবেশন শুরু১৫ ফেব্রুয়ারি ২০২১
(শপথ গ্রহণ ১১ ফেব্রুয়ারি ২০২৪)
নেতৃত্ব
এম. রেজাউল করিম চৌধুরী, আওয়ামী লীগ
১৫ ফেব্রুয়ারি ২০২১ থেকে
ডেপুটি মেয়র
আব্দুস সবুর লিটন, আওয়ামী লীগ
২২ মার্চ ২০২১ থেকে
শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম
২২ জানুয়ারি ২০২৩ থেকে
গঠন
আসন৫৫ (নারীদের জন্য সংরক্ষিত ১৪টি আসন-সহ)
রাজনৈতিক দল
সংখ্যাগরিষ্ট (৪২)

সংখ্যালঘু (১৩)

  •      স্বতন্ত্র (১৩)
নির্বাচন
ফার্স্ট-পাস্ট-দ্য-পোস্ট ভোটদান
প্রথম নির্বাচন
১১ মার্চ ১৯৯৪
সর্বশেষ নির্বাচন
২৭ জানুয়ারি ২০২১
পরবর্তী নির্বাচন
জানুয়ারি ২০২৬
সভাস্থল
নগর ভবন, চট্টগ্রাম
ওয়েবসাইট
চট্টগ্রাম সিটি কর্পোরেশন

জনসংখ্যা সম্পাদনা

২০২২ সালের জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মোট জনসংখ্যা ৩২,২৭,২৪৬জন। এর মধ্যে ১৬,৭৩,৬২৭ জন পুরুষ, ১৫,৫৩,২৫২ জন মহিলা এবং ৩৬৭ জন হিজড়া রয়েছে। এছাড়াও জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ২০,৭৬৭ জন।[১]

অবস্থান ও আয়তন সম্পাদনা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মোট আয়তন ১৬০.৯৯ বর্গ কিলোমিটার। বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশে ২২°১৩' থেকে ২২°২৭' উত্তর অক্ষাংশ এবং ৯১°৪০' থেকে ৯১°৫৩' পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অবস্থান। এর উত্তরে হাটহাজারী উপজেলাসীতাকুণ্ড উপজেলা, দক্ষিণে আনোয়ারা উপজেলা, পূর্বে পটিয়া উপজেলা, কর্ণফুলী উপজেলা, বোয়ালখালী উপজেলারাউজান উপজেলা, পশ্চিমে সীতাকুণ্ড উপজেলাবঙ্গোপসাগর[২]

ইতিহাস সম্পাদনা

১৮৬৩ সালের ২২ জুন 'চট্টগ্রাম মিউনিসিপ্যালিটি' গঠিত হয়। ১৯৮৪ সালে এর প্রশাসন ও কার্যক্রম পরিচালনার জন্য ১৮ জন কমিশনারের সমন্বয়ে পরিষদ গঠন করা হয়। সে সময়ে চট্টগ্রাম শহরের সাড়ে চার বর্গমাইল এলাকা উক্ত মিউনিসিপ্যালিটির আওতাধীন ছিল। প্রথমে ৪টি ওয়ার্ডে মিউনিসিপ্যালিটি বিভক্ত থাকলেও ১৯১১ সালে এ, বি, সি, ডি এবং ই নামে ৫টি ওয়ার্ড সৃষ্টি করা হয়। জে ডি ওয়ার্ড ছিলেন চট্টগ্রাম মিউনিসিপ্যালিটির প্রথম প্রশাসক এবং খান বাহাদুর আবদুচ ছত্তার ছিলেন প্রথম নির্বাচিত চেয়ারম্যান। পরবর্তীতে ত্রিশ বছর ধরে চেয়ারম্যান ছিলেন নূর আহমদ।

১৯৭৭ সালের ২৯ জুন চট্টগ্রাম মিউনিসিপ্যালিটির নাম পরিবর্তন করে 'চট্টগ্রাম পৌরসভা' নামকরণ করা হয়। চট্টগ্রাম পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান ছিলেন ফজল করিম। এই পৌরসভার কাজ ছিল শহুরেদের কাছ থেকে আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানির হোল্ডিং ও জেটি কর, গৃহায়ণ কর, ভূমি কর এবং (১৮৯৬ সাল থেকে) পয়ঃনিষ্কাশন কর আদায় করা। ১৯০৬ সাল থেকে শুরু হয় ফেরি কর ও টোল কর আদায়। ১৯৫‌৬ সালে কর আদায়ের সাফল্যের জন্য চট্টগ্রাম পৌরসভার প্রথম সরকারি অর্থ সাহায্যের জন্য সরকারি অর্থ সাহায্যের তালিকায় নথিভুক্ত হয়।

১৯৮২ সালের ১৬ সেপ্টেম্বর চট্টগ্রাম পৌরসভাকে 'চট্টগ্রাম মিউনিসিপ্যাল কর্পোরেশনে' উন্নীত করা হয়। এই সময়ে এর আওতাধীন এলাকা হয় সর্বমোট ৬০ বর্গমাইল। প্রশাসক হিসেবে নিযুক্ত হন ব্রিগেডিয়ার মফিজুর রহমান চৌধুরী।

১৯৯০ সালের ৩১ জুলাই চট্টগ্রাম মিউনিসিপ্যাল কর্পোরেশনের নাম পরিবর্তিত করে 'চট্টগ্রাম সিটি কর্পোরেশন' নামকরণ করা হয়। সরকার কর্তৃক মাহমুদুল ইসলাম চৌধুরীকে মেয়র নিযুক্ত করা হয়। পরবর্তীতে ১৯৯৪ সালের প্রথম নির্বাচন পর্যন্ত মীর মোহাম্মদ নাছির উদ্দীন মেয়র হিসেবে দায়িত্ব পান। ১৯৯৪ সালের প্রথম নির্বাচনে এবিএম মহিউদ্দীন চৌধুরী মেয়র নির্বাচিত হন। সর্বশেষ ২০১৫ সালের সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন আ জ ম নাছির উদ্দিন[৩]

সেবা সমূহ সম্পাদনা

চট্টগ্রাম সিটি কর্পোরেশন শহরের মৌলিক অবকাঠামো পরিচালনা ও প্রদানের জন্য কাজ করে।

  • অবৈধ স্থাপনা উচ্ছেদ করা।
  • পানি পরিশোধন এবং সরবরাহ করা।
  • দূষিত পানি ও নিকাশী শোধন এবং নিষ্পত্তি করা।
  • জলাবদ্ধতা নিরসন করা।
  • আবর্জনা অপসারণ এবং রাস্তার পরিচ্ছন্নতা করা।
  • কঠিন বর্জ্য ব্যবস্থাপনা করা।
  • হাসপাতাল ও ডিসপেনসারি ব্যাবস্থা করা।
  • রাস্তা-ঘাট নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করা।
  • রাস্তার বৈদ্যুতিক লাইট স্থাপন করা।
  • রাস্তার গাড়ি পার্কিং স্থাপন করা।
  • পার্ক এবং খোলা জায়গা রক্ষণাবেক্ষণ করা।
  • কবরস্থান এবং শ্মশান রক্ষণাবেক্ষণ করা।
  • জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ পত্র তৈরি করা।
  • ঐতিহ্যবাহী স্থান সংরক্ষণ করা।
  • রোগ নিয়ন্ত্রণ, টিকাদান করা।
  • সরকারি সিটি কর্পোরেশন স্কুল ও কলেজ স্থাপন করা।

ওয়ার্ডসমূহ সম্পাদনা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়ার্ডসমূহ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনে বর্তমানে ৪১টি ওয়ার্ড রয়েছে।

ক্রম নংওয়ার্ড নংওয়ার্ডের নাম
০১১নং ওয়ার্ডদক্ষিণ পাহাড়তলী
০২২নং ওয়ার্ডজালালাবাদ
০৩৩নং ওয়ার্ডপাঁচলাইশ
০৪৪নং ওয়ার্ডচান্দগাঁও
০৫৫নং ওয়ার্ডমোহরা
০৬৬নং ওয়ার্ডপূর্ব ষোলশহর
০৭৭নং ওয়ার্ডপশ্চিম ষোলশহর
০৮৮নং ওয়ার্ডশুলকবহর
০৯৯নং ওয়ার্ডউত্তর পাহাড়তলী
১০১০নং ওয়ার্ডউত্তর কাট্টলী
১১১১নং ওয়ার্ডদক্ষিণ কাট্টলী
১২১২নং ওয়ার্ডসরাইপাড়া
১৩১৩নং ওয়ার্ডপাহাড়তলী
১৪১৪নং ওয়ার্ডলালখান বাজার
১৫১৫নং ওয়ার্ডবাগমনিরাম
১৬১৬নং ওয়ার্ডচকবাজার
১৭১৭নং ওয়ার্ডপশ্চিম বাকলিয়া
১৮১৮নং ওয়ার্ডপূর্ব বাকলিয়া
১৯১৯নং ওয়ার্ডদক্ষিণ বাকলিয়া
২০২০নং ওয়ার্ডদেওয়ান বাজার
২১২১নং ওয়ার্ডজামালখান
২২২২নং ওয়ার্ডএনায়েত বাজার
২৩২৩নং ওয়ার্ডউত্তর পাঠানটুলী
২৪২৪নং ওয়ার্ডউত্তর আগ্রাবাদ
২৫২৫নং ওয়ার্ডরামপুর
২৬২৬নং ওয়ার্ডউত্তর হালিশহর
২৭২৭নং ওয়ার্ডদক্ষিণ আগ্রাবাদ
২৮২৮নং ওয়ার্ডপাঠানটুলী
২৯২৯নং ওয়ার্ডপশ্চিম মাদারবাড়ী
৩০৩০নং ওয়ার্ডপূর্ব মাদারবাড়ী
৩১৩১নং ওয়ার্ডআলকরণ
৩২৩২নং ওয়ার্ডআন্দরকিল্লা
৩৩৩৩নং ওয়ার্ডফিরিঙ্গি বাজার
৩৪৩৪নং ওয়ার্ডপাথরঘাটা
৩৫৩৫নং ওয়ার্ডবকশীর হাট
৩৬৩৬নং ওয়ার্ডগোসাইলডাঙ্গা
৩৭৩৭নং ওয়ার্ডউত্তর মধ্য হালিশহর
৩৮৩৮নং ওয়ার্ডদক্ষিণ মধ্য হালিশহর
৩৯৩৯নং ওয়ার্ডদক্ষিণ হালিশহর
৪০৪০নং ওয়ার্ডউত্তর পতেঙ্গা
৪১৪১নং ওয়ার্ডদক্ষিণ পতেঙ্গা

প্রশাসনিক এলাকা সম্পাদনা

১৯৭৮ সালের ৩০ নভেম্বর চট্টগ্রাম মহানগরীকে হাটহাজারী উপজেলার একটি ওয়ার্ড সহ আরো ৬টি মেট্রোপলিটন থানার অধীনে সর্বমোট ৪১টি ওয়ার্ডে বিভক্ত করা হয়।

পরবর্তীতে ২০০০ সালের ২৭ মে ৬টি মেট্রোপলিটন থানাকে বিভক্ত করে আরো ৫টি ও কর্ণফুলী নদীর দক্ষিণ-পূর্বাংশের ৮টি ইউনিয়ন (১টির আংশিক) নিয়ে গঠিত কর্ণফুলী থানাসহ সর্বমোট ৬টি নতুন মেট্রোপলিটন থানা গঠিত হয়।

২০১৩ সালের ৩০ মে তৃতীয় ধাপে ৭টি মেট্রোপলিটন থানাকে বিভক্ত করে নতুন আরো ৪টি মেট্রোপলিটন থানা গঠন করা হয়।[৪]

থানাসমূহ

চট্টগ্রাম মহানগরীতে বর্তমানে ১৬টি থানা রয়েছে।[৫][৬]

ক্রম নংমেট্রোপলিটন থানাপ্রতিষ্ঠাকাল
০১কোতোয়ালী মডেল থানা৩০ নভেম্বর, ১৯৭৮
০২চান্দগাঁও থানা৩০ নভেম্বর, ১৯৭৮
০৩ডবলমুরিং থানা৩০ নভেম্বর, ১৯৭৮
০৪পাহাড়তলী থানা৩০ নভেম্বর, ১৯৭৮
০৫পাঁচলাইশ মডেল থানা৩০ নভেম্বর, ১৯৭৮
০৬বন্দর থানা৩০ নভেম্বর, ১৯৭৮
০৭কর্ণফুলী থানা২৭ মে, ২০০০
০৮খুলশী থানা২৭ মে, ২০০০
০৯পতেঙ্গা মডেল থানা২৭ মে, ২০০০
১০বাকলিয়া থানা২৭ মে, ২০০০
১১বায়েজিদ বোস্তামী থানা২৭ মে, ২০০০
১২হালিশহর থানা২৭ মে, ২০০০
১৩আকবর শাহ থানা৩০ মে, ২০১৩
১৪ইপিজেড থানা৩০ মে, ২০১৩
১৫চকবাজার থানা৩০ মে, ২০১৩
১৬সদরঘাট থানা৩০ মে, ২০১৩
বর্ধিত সিটি কর্পোরেশন
ক্রম নংএলাকার নামউপজেলা
০১কোলাগাঁও ইউনিয়নপটিয়া উপজেলা
০২চর পাথরঘাটা ইউনিয়নকর্ণফুলি উপজেলা
০৩চর লক্ষ্যা ইউনিয়নকর্ণফুলি উপজেলা
০৪জুলধা ইউনিয়নকর্ণফুলি উপজেলা
০৫পশ্চিম গোমদণ্ডী ইউনিয়নবোয়ালখালী উপজেলা
০৬বড় উঠান ইউনিয়নকর্ণফুলি উপজেলা
০৭বৈরাগ ইউনিয়ন (আংশিক)আনোয়ারা উপজেলা
০৮শিকলবাহা ইউনিয়নকর্ণফুলি উপজেলা
০৯সলিমপুর ইউনিয়ন (আংশিক)সীতাকুণ্ড উপজেলা

সিটি কর্পোরেশন নির্বাচন সম্পাদনা

২০২১ চসিক নির্বাচনী ফলাফল সম্পাদনা

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন ২০২১
দলপ্রার্থীভোট%±%
আওয়ামী লীগরেজাউল করিম চৌধুরী৩,৬৯,২৪৮৮৪.৭০প্র/না
বিএনপিডা. শাহাদাত হোসেন৫২,৪৮৯১২.০৫প্র/না
ইসলামী আন্দোলনজান্নাতুল ইসলাম৪,৯৮০১.১৪প্র/না
ইসলামী ফ্রন্টএম. এ. মতিন২,১২৬০.৪৯প্র/না
ইসলামিক ফ্রন্টমুহাম্মাদ ওয়াহিদ মুরাদ১,১০৯০.২৫প্র/না
সংখ্যাগরিষ্ঠতা৩,১৬,৭৫৯
ভোটার উপস্থিতি৪,৩৬,৫৪৩
নিবন্ধিত ভোটার১৯,৩৮,৭০৬
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে

২০১৫ চসিক নির্বাচনী ফলাফল সম্পাদনা

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন ২০১৫
দলপ্রার্থীভোট%±%
আওয়ামী লীগআবু জাহেদ মোহাম্মদ নাছির উদ্দীন৪,৭৫,৩৬১প্র/না
বিএনপিমোহাম্মদ মনজুর আলম৩,০৪,৮৪৭প্র/না
ইসলামী ফ্রন্টআল্লামা এম এ মান্নান১১,৬৫৫প্র/না
ইসলামী আন্দোলনওয়াজেদ হোসেন ভূইয়া৯,৬৬৮প্র/না
জাতীয় পার্টিসোলায়মান আলম শেঠ৬,১৩১প্র/না
সংখ্যাগরিষ্ঠতা১,৭০,৫২৪
ভোটার উপস্থিতি৮,৬৮,৬৬৪
নিবন্ধিত ভোটার১৮,১৩,৬০০
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে

২০১০ চসিক নির্বাচনী ফলাফল সম্পাদনা

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন ২০১০
দলপ্রার্থীভোট%±%
বিএনপিমোহাম্মদ মনজুর আলম৪,৭৯,৬৫৮প্র/না
আওয়ামী লীগএবিএম মহিউদ্দিন চৌধুরী৩,৮৩,৭৬০প্র/না
সংখ্যাগরিষ্ঠতা৯৫,৮৯৮
ভোটার উপস্থিতি৯,২০,৫৭০
নিবন্ধিত ভোটার১৬,৮৮,৬৭৭
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে

২০০৫ চসিক নির্বাচনী ফলাফল সম্পাদনা

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন ২০০৫
দলপ্রার্থীভোট%±%
আওয়ামী লীগএবিএম মহিউদ্দিন চৌধুরী৩,৫০,৮৯১প্র/না
বিএনপিমীর মোহাম্মদ নাসিরুদ্দিন২,৫৯,৪১০প্র/না
সংখ্যাগরিষ্ঠতা৯১,৪৮১
ভোটার উপস্থিতি৬,১০,৩০১
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে

প্রশাসক, চেয়ারম্যান এবং মেয়রগণের তালিকা সম্পাদনা

মিউনিসিপ্যালিটি (২২ জুন, ১৮৬৩)
ক্রম নংনামপদবীসময়কাল
০১জে ডি ওয়ার্ডপ্রশাসক (মনোনীত)১৮৬৪-১৮৬৭
০২কার্কউডপ্রশাসক১৮৬৭-১৮৬৮
০৩সি এ স্যামুয়েলসপ্রশাসক

১৮৬৮-১৮৭৮

০৪এইচ টি এস কার্টনপ্রশাসক১৮৭৮-১৮৭৯
০৫সি এ স্যামুয়েলসপ্রশাসক

১৮৭৯-১৮৮৪

০৬এ আর এস এন্ডারসনপ্রশাসকউল্লেখ নাই
০৭গুডপ্রশাসকউল্লেখ নাই
০৮কে বি আমান আলীচেয়ারম্যান (মনোনীত)১৯১৬-১৯১৯
০৯খান বাহাদুর আবদুচ ছত্তারপ্রথম নির্বাচিত চেয়ারম্যান১৯১৯-১৯২৯
১০নূর আহমদচেয়ারম্যান১৯২১-১৯৫৪
১১রফিক উদ্দিন সিদ্দিকীচেয়ারম্যান১৯৫৫-১৯৫৮
১২হাসান জহুর (সি.এস.পি.)প্রশাসক৩০ অক্টোবর, ১৯৫৮ থেকে ১০ নভেম্বর, ১৯৫৮
১৩এন আই খানপ্রশাসনিক অফিসার১১ নভেম্বর, ১৯৫৮ থেকে ১৬ ফেব্রুয়ারি, ১৯৫৯
১৪সামসুদ্দিন আহমদপ্রশাসনিক অফিসার১৭ ফেব্রুয়ারি, ১৯৫৯ থেকে ১ নভেম্বর, ১৯৬০
১৫লেফটেন্যান্ট কর্নেল (অব.) জহুরুল হাসানচেয়ারম্যান ও প্রশাসক১০ নভেম্বর,

১৯৬০ থেকে ২৪ জানুয়ারি, ১৯৬৯

১৬এরশাদ হোসেনচেয়ারম্যান ও প্রশাসক২৫ জানুয়ারি, ১৯৬৯ থেকে ২৫ মার্চ, ১৯৬৯
১৭মোহাম্মদ আমজাদপ্রশাসক২৫ মার্চ, ১৯৬৯ থেকে ২২ এপ্রিল, ১৯৬৯
১৮শরাফত উল্লাহচেয়ারম্যান ও প্রশাসক২২ এপ্রিল, ১৯৬৯ থেকে ৫ ফেব্রুয়ারি, ১৯৭২
১৯মোহাম্মদ হোসাইনই.পি.সি.এস, প্রশাসক৫ ফেব্রুয়ারি, ১৯৭২ থেকে ২ মে, ১৯৭২
২০এ এন এম জাহেদই.পি.সি.এস, প্রশাসক২ মে, ১৯৭২ থেকে ২৮ জুন, ১৯৭২
২১এনায়েত হোসেনই.পি.সি.এস, প্রশাসক২৮ জুন, ১৯৭২ থেকে ২৫ ফেব্রুয়ারি, ১৯৭৪

[৭]

পৌরসভা (নাম পরিবর্তন ২৯ জুন, ১৯৭৭)
ক্রম নংনামপদবীসময়কাল
০১ফজল করিমচেয়ারম্যান (নির্বাচিত)২৫ ফেব্রুয়ারি, ১৯৭৪ থেকে ২২ সেপ্টেম্বর, ১৯৮২
মিউনিসিপ্যাল কর্পোরেশন (উন্নীতকরণ ১৬ সেপ্টেম্বর, ১৯৮২)
ক্রম নংনামপদবীসময়কাল
০১ব্রিগেডিয়ার মফিজুর রহমানপ্রশাসক২৩ সেপ্টেম্বর, ১৯৮২ থেকে ১৯ আগস্ট, ১৯৮৬
০২ব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরীপ্রশাসক১২ আগস্ট, ১৯৮৬ থেকে ১৬ জানুয়ারি, ১৯৮৭
০৩মোহাম্মদ সেকান্দর হোসেন মিয়াপ্রশাসক১৭ জানুয়ারি, ১৯৮৭ থেকে ২৭ আগস্ট, ১৯৮৮
০৪মাহমুদুল ইসলাম চৌধুরীপ্রশাসক২৮ আগস্ট, ১৯৮৮ থেকে ২৯ আগস্ট, ১৯৮৯
সিটি কর্পোরেশন (উন্নীতকরণ ৩০ সেপ্টেম্বর ১৯৮৯)[৮]
ক্রমনামচিত্রপদবীসময়কাল
০১মাহমুদুল ইসলাম চৌধুরীমেয়র (মনোনীত)৩০ সেপ্টেম্বর ১৯৮৯ থেকে ৪ ডিসেম্বর ১৯৯০
০২এম. এ. বারী (বিভাগীয় কমিশনার)মেয়র (ভারপ্রাপ্ত)১৩ ডিসেম্বর ১৯৯০ থেকে ১১ মে ১৯৯১
০৩মীর মোহাম্মদ নাছির উদ্দীন মেয়র (মনোনীত)১২ মে ১৯৯১ থেকে ২০ ডিসেম্বর ১৯৯৩
০৪ওমর ফারুক (বিভাগীয় কমিশনার)প্রশাসক (ভারপ্রাপ্ত)২১ ডিসেম্বর ১৯৯৩ থেকে ১০ মার্চ ১৯৯৪
০৫এবিএম মহিউদ্দীন চৌধুরী প্রথম নির্বাচিত মেয়র১১ মার্চ ১৯৯৪ থেকে ১ ফেব্রুয়ারি ২০১০
০৬মোহাম্মদ মনজুর আলমমেয়র২০ জুন ২০১০ থেকে ২৭ মার্চ ২০১৫
০৭আ জ ম নাছির উদ্দিন মেয়র২৮ মার্চ ২০১৫ থেকে ৫ আগস্ট ২০২০
০৮খোরশেদ আলম সুজনপ্রশাসক (মনোনীত)৫ আগস্ট ২০২০ থেকে ৬ ফেব্রুয়ারী ২০২১
০৯রেজাউল করিম চৌধুরী মেয়র১১ ফেব্রুয়ারি ২০২১ থেকে শুরু

[৯]

শিক্ষাপ্রতিষ্ঠান সম্পাদনা

চট্টগ্রাম সিটি কর্পোরেশন চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এবং পরিচালনার দায়িত্ব পালন করে।

কলেজ সম্পাদনা

  1. কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজ
  2. কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ
  3. কুয়াইশ বুড়িশ্চর শেখ মোহাম্মদ সিটি কর্পোরেশন কলেজ
  4. দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজ
  5. পাঁচলাইশ এস. এম. নাছির উদ্দিন সিটি কর্পোরেশন কলেজ
  6. চট্টগ্রাম সিটি কর্পোরেশন কায়সার-নিলুফার কলেজ
  7. পতেঙ্গা সিটি কর্পোরেশন মহিলা (ডিগ্রি) কলেজ
  8. জরিনা-মফজল সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজ
  9. চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ
  10. অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ
  11. ফতেয়াবাদ বহুমূখী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ
  12. কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ
  13. আয়ুব বিবি সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজ
  14. হোসেন আহমদ চৌধুরী সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজ
  15. ফতেয়াবাদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজ[১০]

মাধ্যমিক বিদ্যালয় সম্পাদনা

  1. লামাবাজার এ. এ. এস. সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়
  2. কদম মোবারক সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়
  3. আলকরণ নুর আহমদ সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়
  4. পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়
  5. চর চাক্তাই সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়
  6. হালিশহর আলহাজ্ব মহব্বত আলী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়
  7. জুলেখা আমিনুর রহমান সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়
  8. ছালেহ্ জহুর সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়
  9. দক্ষিণ পতেঙ্গা সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়
  10. হাজী আবদুল আলী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়
  11. রেলওয়ে হাসপাতাল কলোনী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়
  12. ভোলানাথ মনোরমা সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়
  13. সরাইপাড়া সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়
  14. কুলগাঁও সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়
  15. রামপুর সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়
  16. বাগমনিরাম আবদুর রশিদ সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয়
  17. পোস্তারপাড় সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয়
  18. পাথরঘাটা সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয়
  19. পাঠানটুলী সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয়
  20. আলকরণ সুলতান আহমদ দেওয়ান সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়
  21. গোসাইলডাঙ্গা কে. বি. এ. এইচ. দোভাষ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়
  22. হালিশহর আহমদ মিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়
  23. পূর্ব মাদারবাড়ী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়
  24. পশ্চিম মাদারবাড়ী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়
  25. পাথরঘাটা মেনকা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়
  26. বলুয়ারদিঘী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়
  27. জামাল খান কুসুম কুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়
  28. বাগমনিরাম সিরিজা খাতুন সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়
  29. পাঠানটুলী খান সাহেব সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়
  30. ফতেয়াবাদ শৈলবালা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়
  31. ইমারাতুন্নেসা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়
  32. পাঁচলাইশ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়
  33. কৃষ্ণকুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়
  34. পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়
  35. গুল-এজার বেগম সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়
  36. ফিরোজশাহ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়
  37. কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়
  38. শহীদ নগর সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়
  39. পতেঙ্গা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়
  40. পোস্তারপাড় আছমা খাতুন সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "জনশুমারি ও গৃহগণনা ২০২২ - প্রাথমিক প্রতিবেদন" (পিডিএফ)bbs.portal.gov.bd। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২২ 
  2. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; bn.banglapedia.org নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  3. "চট্টগ্রামের নতুন নগর পিতা আ জ ম নাছির"ekushey-tv.comএকুশে টেলিভিশন। এপ্রিল ২৯, ২০১৫। ১৬ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ২৯, ২০১৫ 
  4. "The Holy Times"www.theholytimes.com 
  5. "দৈনিক আজাদী"। ২০১৩-০৭-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০১-০৯ 
  6. "bdnews24.com"www.bdnews24.com। ২৪ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৩ 
  7. দৈনিক আজাদী, ২৭শে জুন ২০১৩[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  8. "চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক এবং মেয়র মহোদয় গণের নাম"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৫ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২০ 
  9. "দৈনিক আজাদী -- স্বাধীন বাংলাদেশের প্রথম দৈনিক"www.dainikazadi.org। ২০১৬-০৩-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৯-০৯ 
  10. "ফতেয়াবাদ-ডিগ্রি-কলেজ-কে-চট্টগ্রাম-সিটি-কর্পোরেশন-কর্তৃক-অধিগ্রহণের-বিষয়ে-পরিদর্শনপূর্বক-মতামতসহ-প্রতিবেদন-প্রেরণ।-"www.shed.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-৩১ 

বহিঃসংযোগ সম্পাদনা

🔥 Top keywords: