গ্রেশামের বিধি

অর্থনীতিতে গ্রেশামের বিধি হল একটি অর্থ ও মুদ্রাবিষয়ক নীতি। (ইংরেজি Gresham's law)। এই নীতির মূল বিষয় হল, "খারাপ টাকা ভাল টাকাকে বাজার থেকে হটিয়ে দেয়।" ইংরেজ ফিন্যান্সিয়ার স্যার টমাস গ্রেশামের নামে বিধিটির নামকরণ করা হয়েছে। উদাহরণ স্বরূপ, যদি একটি বাজারে দুই ধরনের মুদ্রা প্রচলিত থাকে, এবং আইনত যাদের মূল্যমান সমান, তবে বাহ্যধারনায় একটি মুদ্রা অন্যটির চেয়ে ভাল মুদ্রাটি ক্রমেই বাজার থেকে অদৃশ্য হয়ে যাবে।[১][২] Henry Dunning Macleod, ১৮৬০ সালে স্যার টমাস গ্রেসাম এর নামে অর্থনীতির এই নিয়মটির নামকরণ করেন। স্যার টমাস গ্রেসাম ছিলেন ১৫১৯ থেকে ১৫৭৯ সাল পর্য়ন্ত টিউডর রাজবংশের শাসনামলে একজন ধনীক ব্যক্তি ছিলেন। তবে এর পূর্বেও আরো অনেকে এই ধারনার অবতারনা করেছিলেন। সর্বপ্রথম এই বিষয়টি উল্লেখ করেন নিকোলাস কোপার্নিকাস। কদাচিৎ কোপার্নিকাস ল’ নামেও পরিচিত।[৩][৪]

ভাল মুদ্রা ও খারাপ মুদ্রা সম্পাদনা

ভাল মুদ্রা হল সেই মুদ্রা যার পণ্য মূল্য (commodity value অর্থাৎ, যে ধাতু দ্বারা মুদ্রাটি তৈরী তার মূল্য, প্রায়ই নিকেল আথবা তামার মতো মূল্যবান ধাতু দ্বারা মুদ্রা প্রস্তুত করা হত।) এবং প্রকৃত মূল্য ( যা মুদ্রার গায়ে লেখা থাকে) এই দুই মূল্যমানের মধ্যে কোন পার্থক্য নেই বা থাকলেও তা খুব সামান্য।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Britannica: Gresham’s Law - Economics
  2. Investopedia: Gresham’s Law
  3. Stan Haski (১৪ নভেম্বর ২০০৫)। The Arrogance of Distance। iUniverse। পৃষ্ঠা 317–। আইএসবিএন 978-0-595-81137-3। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৩ 
  4. Measurement of Co-Circulation of Currencies। International Monetary Fund। পৃষ্ঠা 61। আইএসবিএন 978-1-4552-9991-1। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৩ 
🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানঘূর্ণিঝড় রেমালকাজী নজরুল ইসলামরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপশেখ মুজিবুর রহমানবাংলাদেশআবহাওয়াক্লিওপেট্রাঘূর্ণিঝড়ছয় দফা আন্দোলনশরিফুল রাজবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)সুন্দরবনশবনম বুবলিভারতের সাধারণ নির্বাচন, ২০২৪বাংলা ভাষা আন্দোলনবাংলাদেশের সরকারি কলেজের তালিকাবাংলা প্রবাদ-প্রবচনের তালিকামহাত্মা গান্ধীইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনভূমি পরিমাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমৌলিক পদার্থের তালিকাআনোয়ারুল আজীমনীরদচন্দ্র চৌধুরীনীরদচন্দ্র চৌধুরীর গ্রন্থাবলিপহেলা বৈশাখবেনজীর আহমেদঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরসাইবার অপরাধশাকিব খানপশ্চিমবঙ্গভারতমাইকেল মধুসূদন দত্তবাংলা ভাষা