ইসলামি উন্নয়ন ব্যাংক পুরস্কার

ইসলামি উন্নয়ন ব্যাংক পুরস্কার (ইংরেজি: Islamic Development Bank Prize) সংক্ষেপে আইএসডিবি পুরস্কার (ইংরেজি: IsDB Prize) হলো সৌদি আরবের জেদ্দায় অবস্থিত ইসলামি উন্নয়ন ব্যাংক কর্তৃক ইসলামি অর্থনীতি, ব্যাংকিং এবং ফিনান্সে প্রভাবশালী অর্জনের জন্য প্রদত্ত একটি পুরস্কার। এটি বৈশ্বিক ইসলামি অর্থনীতিতে অবদানের জন্য প্রদত্ত সর্বোচ্চ পুরস্কার।[১] জ্ঞান সৃষ্টিতে এবং ইসলামি অর্থনীতির দ্বারা পরিচালিত উদ্ভাবনী উন্নয়ন সমাধান বাস্তবায়নে অসামান্য অর্জনের জন্য পুরস্কারটি প্রশস্ত করা হয়েছে। বর্তমানে ২ ক্যাটাগরিতে এই পুরস্কার প্রদান করা হয়। যথা: ১. উন্নয়ন অর্জন, ২. জ্ঞান অবদান, প্রতিটি বিভাগে বিকল্প বছরের চক্রে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের পুরষ্কৃত করা হয়। ২০২২ সালে জ্ঞান অবদানে এই পুরস্কার প্রদান করা হয়, ২০২৩ সালে উন্নয়ন অর্জনে এই পুরস্কার প্রদান করা হবে।

উন্নয়ন অর্জন বিভাগে পুরস্কারের আর্থিক মূল্য যথাক্রমে: প্রথম স্থানের জন্য ১ লক্ষ ডলার বা ১ কোটি ২৭ লক্ষ টাকা, দ্বিতীয় স্থানের জন্য ৭০ হাজার ডলার বা ৮০ লক্ষ টাকা এবং তৃতীয় স্থানের জন্য ৫০ হাজার ডলার বা ৫১ লক্ষ টাকা।

জ্ঞান অবদান বিভাগে বিভাগে পুরস্কারের আর্থিক মূল্য যথাক্রমে: প্রথম স্থানের জন্য ৫০ হাজার ডলার বা ৫১ লক্ষ টাকা, দ্বিতীয় স্থানের জন্য ৩০ হাজার ডলার বা ৩০ লক্ষ টাকা, তৃতীয় স্থানের জন্য ২০ হাজার ডলার বা ২০ লক্ষ টাকা।[২]

বিজয়ী সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Bangladeshi academic wins top global prize in Islamic economics"www.dhakatribune.com (ইংরেজি ভাষায়)। ২০২২-০৫-২৯। সংগ্রহের তারিখ ২০২২-১১-১৮ 
  2. "IsDB Prize"Islamic Development Bank Institute (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১১-১৮ 
  3. "Taqi Usmani, Rodney Wilson share IDB prize"Arab News (ইংরেজি ভাষায়)। ২০১৪-০৫-০৯। সংগ্রহের তারিখ ২০২২-১১-১৮ 
🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানছয় দফা আন্দোলন২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপরবীন্দ্রনাথ ঠাকুরশেখ মুজিবুর রহমানকাজী নজরুল ইসলাম২০২৪ কোপা আমেরিকাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধবাংলাদেশকোকা-কোলাব্রাজিল জাতীয় ফুটবল দলভারতের প্রধানমন্ত্রীদের তালিকাআর্জেন্টিনা জাতীয় ফুটবল দলভারতের সাধারণ নির্বাচন, ২০২৪নরেন্দ্র মোদীদ্য কোকা-কোলা কোম্পানিক্লিওপেট্রামহাত্মা গান্ধীআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপআবহাওয়াসুন্দরবনবাংলা ভাষা আন্দোলনএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)ভারতসাইবার অপরাধঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরপ্রতিমন্ত্রীবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাপহেলা বৈশাখমৌলিক পদার্থের তালিকাবায়ুদূষণমিয়া খলিফাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনকেন্দ্রীয় মন্ত্রিপরিষদইন্দিরা গান্ধীফিফা বিশ্ব র‌্যাঙ্কিংবাংলা ভাষাজাতিসংঘ