অ্যানাটিডি

পাখি পরিবার

অ্যানাটিডি একটি জীববৈজ্ঞানিক গোত্র যার মধ্যে হাঁস, রাজহাঁসমরাল, এই তিন ধরনের পাখি অন্তর্ভুক্ত। এই গোত্রের সদস্যদেরকে পৃথিবীর প্রায় সব অঞ্চলেই দেখতে পাওয়া যায়। তবে অ্যান্টার্কটিকা মহাদেশ, নির্দিষ্ট কিছু মরু অঞ্চল এবং বেশিরভাগ দ্বীপ ও দ্বীপপুঞ্জে এদের দেখা যায় না। বহু বছরের বিবর্তনের ফলে এসব পাখি পানিতে সাবলীলভাবে সাঁতরাতে, ভেসে থাকতে ও প্রয়োজনবোধে অগভীর পানিতে ডুব দিতে সক্ষম। এরা মাঝারি থেকে বড় আকারের গোলগাল জলার পাখি; পা খাটো ও চ্যাপ্টা; ঠোঁট ছোট, শক্তিশালী; প্রজনন ঋতুর শেষে ওড়ার পালক খসে পড়ে ও কয়েক সপ্তাহ উড়তে পারে না। এই গোত্রে মোট ৪৩টি গণে ১৪৮টি এবং বাংলাদেশে ১৩ গণে ২৯ প্রজাতির পাখি অন্তর্ভুক্ত।[১] এরা মূলত তৃণভোজী ও প্রজননের দিক থেকে একগামী। সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য অংশ সাংবাৎসরিক পরিযায়ী, অর্থাৎ বছরের নির্দিষ্ট সময়ে এরা এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। অল্প কিছু প্রজাতিকে গৃহপালিত পাখি হিসেবে মানুষ পুষে থাকে। এদের মাংস ও ডিম বিশ্বব্যাপী পুষ্টির বিশাল চাহিদার কিছু অংশ পূরণ করে। মাংস ও বিনোদন, এই দুই কারণে এদের ব্যাপকভাবে শিকার করা হয়। যার ফলশ্রুতিতে সপ্তদশ শতাব্দী থেকে অ্যানাটিডি গোত্রের অন্তর্ভুক্ত পাঁচটি প্রজাতি পৃথিবী থেকে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে আর বেশ কিছু প্রজাতি বর্তমানে বিলুপ্তির দ্বারপ্রান্তে।

অ্যানাটিডি
সময়গত পরিসীমা: অলিগোসিন-বর্তমান, ২.৩–০কোটি
লালঝুঁটি ভুতিহাঁস, (Netta rufina)
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ:প্রাণী
পর্ব:কর্ডাটা
শ্রেণী:পক্ষী
বর্গ:Anseriformes
পরিবার:অ্যানাটিডি
Vigors, 1825
আদর্শ প্রজাতি
Anas platyrhynchos
Linnaeus, 1758
উপগোত্র

অ্যানাটিনি
আন্সেরিনি
অ্যাথিনি
ডেন্ড্রোসিগণিনি
মার্জিনি
ওজাইউরিনি
প্লেক্ট্রোপ্টেরিনি
স্ট্রিক্টোনেটিনি
টাডোর্নিনি
থ্যালাসোর্নিনি
এছাড়া নিবন্ধ দেখুন

অন্তর্ভুক্ত গণসমূহ সম্পাদনা

  • উপশ্রেণী: ডেন্ড্রোসিগণিনি (একটি গণ; রাজহাঁসের মত দেখতে কিন্তু তুলনামূলকভাবে ছোট দেহ ও লম্বা পা)
  • উপশ্রেণী: থ্যালাসোর্নিনি (একটি গণ; আফ্রিকায় পাওয়া যায়, উপশ্রেণী ডেন্ড্রোসিগণিনির সাথে বেশ ওতপ্রোতভাবে সম্পর্কিত, অবশ্য দেখতে ওজাইউরিনি উপশ্রেণীর অংশ বলে মনে হয়)
  • উপশ্রেণী: আন্সেরিনি, রাজহাঁস ও মরাল (তিন থেকে সাতটি গণে ২৫-৩০টি জীবিত প্রজাতি; প্রধানত শীতল নাতিশীতোষ্ণ উত্তর গোলার্ধে অবস্থান, গুটিকয়েক প্রজাতির আবাস দক্ষিণ গোলার্ধে, মরালের গণ একটি (কখনও দু'টি) ও রাজহাঁসের গণ দু'টি (কখনও তিনটি)। বেশ কয়েকটি প্রজাতির অবস্থান বিতর্কিত (বিতর্কিত অংশটি দেখুন)
    • সিগণাস, প্রকৃত মরাল (৬টি প্রজাতি, ৪টিকে Olor (ওলোর) গণের অন্তর্ভুক্ত বলে মনে করা হয়)
    • আন্সের, ধূসর রাজহাঁস (৭টি প্রজাতি)
    • কেন, সাদা রাজহাঁস (৩টি প্রজাতি, কখনও আন্সের গণের অন্তর্ভুক্ত)
    • ব্রান্টা, কালো রাজহাঁস (৬টি প্রজাতি)
  • উপশ্রেণী: স্ট্রিক্টোনেটিনি (একটি গণ; অস্ট্রেলিয়ায় আবাস, পূর্বে ওজাইউরিনি উপশ্রেণীর অন্তর্ভুক্ত, পরবর্তীতে অঙ্গসংস্থান অনুসরণ করে আন্সেরিনি-এর সাথে অধিক সম্পৃক্ততা লক্ষ্য করা যায়)
  • উপশ্রেণী: প্লেক্ট্রোপ্টেরিনি (একটি গণ; আফ্রিকায় পাওয়া যায়, পূর্বে "বৃক্ষচারী হাঁস" বলে বিবেচিত, তবে টাডোর্নিনি-এর সাথে অধিক সম্পৃক্ত)
  • উপশ্রেণী: টাডোর্নিনি – চখাচখি ও চখা-রাজহাঁস
    পুরুষ শাহ চখা
পুরুষ নীলশির

তথ্যসূত্র সম্পাদনা

  1. জিয়া উদ্দিন আহমেদ অ অন্যান্য সম্পাদিত; বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি; খণ্ড- ২৬; পৃষ্ঠা-১৪।

বহিঃসংযোগ সম্পাদনা

🔥 Top keywords: কোকা-কোলাদ্য কোকা-কোলা কোম্পানিপ্রধান পাতাবিশেষ:অনুসন্ধানপ্রোগ্রামিং ভাষাছয় দফা আন্দোলন২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপরবীন্দ্রনাথ ঠাকুরশেখ মুজিবুর রহমানকাজী নজরুল ইসলামবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধবাংলাদেশনরেন্দ্র মোদীক্লিওপেট্রা২০২৪ কোপা আমেরিকাআবহাওয়াবাংলা ভাষা আন্দোলনসাইবার অপরাধমহাত্মা গান্ধীপহেলা বৈশাখএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)ভারতের সাধারণ নির্বাচন, ২০২৪সুন্দরবনপাইথন (প্রোগ্রামিং ভাষা)ভারতের প্রধানমন্ত্রীদের তালিকাআর্জেন্টিনা জাতীয় ফুটবল দলমিয়া খলিফাবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতফিফা বিশ্ব র‌্যাঙ্কিংঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনইন্দিরা গান্ধীপ্রতিমন্ত্রীমৌলিক পদার্থের তালিকাসুকান্ত মজুমদারজাতিসংঘ