অমরা (ইংরেজি: Placenta) হলো গর্ভাশয়ের ভেতর এক প্রকার টিস্যু যেখান থেকে ডিম্বক সৃষ্টি হয়। যে বিশেষ অঙ্গের মাধ্যমে মাতৃকোষে ভ্রূণ ক্রমবর্ধমান এবং মাতৃ জরায়ুর টিস্যুর সাথে যুক্ত থাকে ও সমন্বয় সাধন করে তাকে অমরা বা গর্ভফুল বলে।

অমরার শ্রেণিবিভাগ

গঠন সম্পাদনা

গর্ভাবস্থায় ভ্রূণ ও মাতৃদেহের মধ্যে অস্থায়ী টিস্যু দ্বারা সংযোগ স্থাপিত হয়। এই কলার মাধ্যমে ভ্রূণে মাতৃদেহ থেকে পুষ্টিদ্রব্য ও অক্সিজেন পৌঁছায় এবং ভ্রূণ থেকে বিপাকজাত ক্ষতিকারক পদার্থ মাতৃদেহে আসে। এই অস্থায়ী টিস্যু হলো অমরা বা প্লাসেন্টা।গর্ভবতী স্ত্রী লোকের জরায়ুর এন্ডোমেট্রিয়ামে ব্লাস্টোসিস্ট রোপণের পর থেকেই অমরা উৎপত্তি হতে শুরু হয়।অমরা মাতৃদেহের অংশ ও ভ্রূণের অংশ নিয়ে গঠিত। মৃতদেহের অংশ হলো ব্লাড সাইনাস আর ভ্রূণ এর অংশ হলো কোরিওনিক ভিলাই ।

কাজ: সম্পাদনা

অমরার সাহায্যে ভ্রূণ জরায়ুর গাত্রে সংস্থাপিত হয়। অমরা অনেকটা ফুসফুসের মতো কাজ করে। অমরার মাধ্যমে মায়ের রক্ত থেকে অক্সিজেন গ্রহণ এবং ভ্রূণ থেকে কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটে।অমরাতে সঞ্চিত প্রোটিন লিপিড,ক্যালসিয়াম প্রয়োজনে ভেঙে যায় এবং ভ্রূণের রক্তে মেশে। মায়ের দেহ থেকে ভ্রূণে রোগ জীবাণু প্রবেশ বাধা দেয় অমরা। মায়ের দেহে গঠিত অ্যান্টিবডি অমরার মাধ্যমে ভ্রূণের রক্তে প্রবেশ করে।অমরা একই সাথে বৃক্কের মতো কাজ করে। বিপাকের ফলে যে বর্জ্য পদার্থ উৎপন্ন হয় তা অমরার মাধ্যমে ভ্রূণের দেহ থেকে অপসারিত হয়। অমরা কিছু গুরুত্বপূর্ণ হরমোন তৈরি করে। এই হরমোন ভ্রূণের রক্ষণাবেক্ষণ ও তার স্বাভাবিক গঠনে সাহায্য করে অমরা অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে। অমরা থেকে HCG,HCS,প্রোজেস্টেরন,রিল্যাক্সিন ক্ষরিত হয়।

ছবি সম্পাদনা

তথসূত্র সম্পাদনা

🔥 Top keywords: প্রধান পাতাইব্রাহিম রাইসিবিশেষ:অনুসন্ধানশিয়া ইসলামশায়খ আহমাদুল্লাহআলী খামেনেয়ীকাজী নজরুল ইসলামরবীন্দ্রনাথ ঠাকুরইরানবুদ্ধ পূর্ণিমাশেখ মুজিবুর রহমানবাংলাদেশ২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বিশ্ব দিবস তালিকাক্লিওপেট্রাভারতের সাধারণ নির্বাচন, ২০২৪বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধছয় দফা আন্দোলনইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনমেরিল-প্রথম আলো পুরস্কারআবহাওয়াশিয়া ইসলামের ইতিহাসআজিজ আহমেদ (জেনারেল)২২ মেহাসান রুহানিবাংলা ভাষা আন্দোলনমুহাম্মাদআন্তর্জাতিক চা দিবসবাংলা ভাষাভূমি পরিমাপবাংলা প্রবাদ-প্রবচনের তালিকামহাত্মা গান্ধীমাইকেল মধুসূদন দত্তমৌলিক পদার্থের তালিকামিয়া খলিফাএভারেস্ট পর্বতগৌতম বুদ্ধঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর