৬৯ (যৌনাসন)

মৌখিক যৌনাসন

৬৯ (ফরাসি নাম soixante-neuf (69)) এটি এমন এক যৌনাসন যেখানে নারী, পুরুষ বা যৌনসঙ্গীরা এমন ভাবে পরস্পরের শরীরকে স্থাপন করে যাতে করে উভয়ই উভয়ের যৌনাঙ্গ মুখে নিয়ে চুষতে পারে বা মুখলেহন করতে পারে।[১][২][৩] এ যৌনাসনে অংশগ্রহণকারীরা একে অপরের বিপরীতে (অর্থাৎ পরস্পরের মুখ অপরের যৌনাঙ্গের দিকে থাকে যা অনেকটা ইংরেজি 69 এর মত) শরীরকে স্থাপন করে, তাই আসনটির এই নামকরণ করা হয়।[৪] এই আসন অনেকেই পছন্দ করে থাকে কারণ এখানে দুজনেই সমসাময়িকভাবে তৃপ্তি লাভ করে। তবে মূলত সমকামীদের মধ্যে এর প্রচার বেশি লক্ষ করা যায়।

পদ্ধতি সম্পাদনা

এ আসনে পরস্পরের লিঙ্গ বা যোনি অপরের মুখের কাছাকাছি থাকবে যেন তা চাইলেই মুখমেহন করা যায়। এ আসন ছেলে-ছেলে, মেয়ে-মেয়ে কিংবা ছেলে-মেয়ে সবার জন্যই অত্যন্ত আনন্দদায়ক। এখানে দুজনেই একত্রে পুলকিত হতে পারে।

এছাড়াও এ আসন বহুসঙ্গীর সাথেও করা যেতে পারে। অনেকে ডাবল রিমিং(Anilingus) ও করে থাকে এ আসনে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Rojiere, Jean (২০০১)। The Little Book of Sex। Ulysses Press। আইএসবিএন 1-56975-305-9 
  2. Julie Coleman, "Love, sex, and marriage: a historical thesaurus", Rodopi, 1999, আইএসবিএন ৯০-৪২০-০৪৩৩-৯, p.214
  3. Aggrawal, Anil (২০০৯)। Forensic and Medico-legal Aspects of Sexual Crimes and Unusual Sexual Practices। Boca Raton: CRC Press। পৃষ্ঠা 380আইএসবিএন 1-4200-4308-0 
  4. René James Hérail, Edwin A. Lovatt, "Dictionary of Modern Colloquial French", Routledge, 1990, আইএসবিএন ০-৪১৫-০৫৮৯৩-৭, p.484
🔥 Top keywords: বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের তালিকাপ্রধান পাতাকলকাতা নাইট রাইডার্সবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগআনন্দবাজার পত্রিকাএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)মামুনুল হকরবীন্দ্রনাথ ঠাকুরবাংলাদেশআবহাওয়াবাংলা ভাষামিয়া খলিফাবাংলাদেশ ও জাতিসংঘশেখ মুজিবুর রহমান২০২২ বাংলাদেশ ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফরবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবাংলাদেশের শিক্ষামন্ত্রীবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকাজী নজরুল ইসলামপদ্মা সেতুতাপমাত্রাআন্তর্জাতিক শ্রমিক দিবসইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনইউটিউবক্লিওপেট্রাছয় দফা আন্দোলনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকারূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আসসালামু আলাইকুমজনি সিন্সমুহাম্মাদবিশ্ব স্বাস্থ্য সংস্থাভূমি পরিমাপঢাকা মেট্রোরেলভারতবিকাশ