পরিবার (জীববিজ্ঞান)

(Family (biology) থেকে পুনর্নির্দেশিত)

গোত্র বা পরিবার (লাতিন: familia, ফামিলিয়া) জীববৈজ্ঞানিক শ্রেণিবিন্যাসের একটি ধাপ। জীববিজ্ঞানে শ্রেণিবিন্যাস বলতে বোঝায়:

  • একটি শ্রেণিবিন্যাসগত ধাপ। অন্যান্য গুরুত্বপূর্ণ ধাপগুলো হল জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গণপ্রজাতি। শ্রেণিবিন্যাসের ধারায় গোত্রের অবস্থান বর্গ ও গণের মাঝামাঝি। গোত্রের পরবর্তী কোন ধাপের প্রয়োজন হলে তাদের উপগোত্র বা উপপরিবার বলা হয়।
  • একটি শ্রেণিবিন্যাসের একক বা ট্যাক্সন
জীবনঅধিজগৎজগৎপর্বশ্রেণীবর্গপরিবারগণপ্রজাতি
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাসের প্রধান আটটি শ্রেণীবিন্যাস ক্রমের নিন্মতম থেকে উচ্চতম পর্যায় পর্যন্ত ক্রমবিভক্তি। অন্তর্বর্তী অপ্রধান ক্রমগুলো দেখানো হয়নি।

কীভাবে একটি গোত্র নির্ধারণ করা যাবে বা কোন কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে একটি গোত্র নির্ধারণ করা হয় তা সম্পূর্ণ নির্ভর করে শ্রেণিবিন্যাসবিদের উপর। গোত্র নির্ধারণের ব্যাপারে কোন ধরাবাঁধা নিয়ম নেই। অনেকসময় একাধিক শ্রেণিবিন্যাসবিদ একই গোত্রের ব্যাপারে ভিন্ন মত ব্যক্ত করলে মতভেদের সৃষ্টি। তবে বেশিরভাগ ক্ষেত্রেই শ্রেণিবিন্যাসবিদগণ একটি বৈশ্বিক নীতিমালা মেনে চলেন এবং কয়েকটি বাদে অধিকাংশ গোত্রের ব্যাপারে তারা একমত পোষন করেন।

তথ্যসূত্র সম্পাদনা

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুরকাজী নজরুল ইসলাম২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপশেখ মুজিবুর রহমানবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধছয় দফা আন্দোলনবাংলাদেশএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশ ডাক বিভাগব্লু হোয়েল (খেলা)ক্লিওপেট্রাভারতের সাধারণ নির্বাচন, ২০২৪বাংলা ভাষা আন্দোলনমুহাম্মাদপহেলা বৈশাখআবহাওয়াইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা ভাষাপদ্মা সেতুভূমি পরিমাপসাতই মার্চের ভাষণমিয়া খলিফাবাংলা প্রবাদ-প্রবচনের তালিকামহাত্মা গান্ধীভারতবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলসাইবার অপরাধবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাশেখ হাসিনাসুন্দরবনজয়নুল আবেদিনঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরমৌলিক পদার্থের তালিকাআসসালামু আলাইকুমকামরুল হাসানপশ্চিমবঙ্গবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহ