সেন নদী

ফ্রান্সের নদী

সেন (ফরাসি: La Seine, আ-ধ্ব-ব: [la sɛn]) উত্তর ফ্রান্সের একটি নদী। নদীটি পূর্ব-মধ্য ফ্রান্সে দিজোঁ শহরের কাছে লঁগ্র্‌ মালভূমিতে উৎপন্ন হয়ে উত্তর-পশ্চিম দিকে ত্রোয়া, ফোঁতেনব্লো, প্যারিস এবং রুঅঁ শহরগুলির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ইংলিশ চ্যানেলে পতিত হয়েছে। প্রাচীনকালে নদীটি সেকুয়ানা নামে পরিচিত ছিল।

সেন নদী
প্রাকৃতিক বৈশিষ্ট্য
মোহনাইংলিশ চ্যানেল
(সেন উপসাগর, ল্য আভ্র্‌)
৪৯°২৬′৫″ উত্তর ০°৭′৩″ পূর্ব / ৪৯.৪৩৪৭২° উত্তর ০.১১৭৫০° পূর্ব / 49.43472; 0.11750 (ইংলিশ চ্যানেল-সেন)
দৈর্ঘ্য৭৭৬ কিমি (৪৮২ মা)
অববাহিকার আকার৭৯,০০০ কিমি (৩১,০০০ মা)
অববাহিকার বৈশিষ্ট্য
নদী ব্যবস্থাসেন বেসিন
উপনদী 
 • বামেইয়োন, Loing, Eure, Risle
 • ডানেOurce, ওব, মার্ন, ওয়াজ, Epte
সেন নদীর অববাহিকা

সেন নদীর মোহনাটি প্রায় ১০ কিলোমিটার প্রশস্ত এবং এটির দুপাশে ল্য আভ্র্‌ এবং ওঁফ্লর বন্দর শহরগুলি অবস্থিত। নদীটির মোট দৈর্ঘ্য ৭৭৬ কিলোমিটার। মোহনা থেকে ৫৬০ কিলোমিটার উজানে বার-সুর-সেন শহর পর্যন্ত নদীটি নৌপরিবহনের উপযোগী। এছাড়া সমুদ্রগামী জাহাজগুলি মোহনা থেকে ১২১ কিলোমিটার উজানে রুঅঁ শহর পর্যন্ত যেতে পারে। সেন নদীর অববাহিকার আয়তন প্রায় ৭৭,৭০০ বর্গকিলোমিটার। উত্তর থেকে ওব, মার্ন, ওয়াজ এবং দক্ষিণ দিকে থেকে ইয়োনওর উপনদীগুলি সেন নদীর সাথে মিলিত হয়েছে। এছাড়া নদীটি খালের মাধ্যমে এস্কো বা শেল্ডে, মোজ, রাইন, সোন এবং লোয়ার নদীর সাথে যুক্ত। ১৯১০ সালে এক ভয়াবহ বন্যায় সেন নদী উপচে পড়ে প্যারিসকে প্লাবিত করে। ১৯৯৩ ও ১৯৯৫ সালে আবারও বন্যা হয়।

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুরশেখ মুজিবুর রহমানকাজী নজরুল ইসলামবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনপহেলা বৈশাখবাংলা ভাষা আন্দোলনভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়াক্লিওপেট্রাবাংলাদেশ জাতীয় জাদুঘরসাইবার অপরাধমুহাম্মাদইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনমৌলিক পদার্থের তালিকাবাংলাদেশের শিক্ষামন্ত্রীবিশ্ব দিবস তালিকাবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাসাতই মার্চের ভাষণবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাবাংলাদেশের সরকারি কলেজের তালিকারশিদ চৌধুরীজয়নুল আবেদিনবাংলা ভাষামৃণাল সেনপদ্মা সেতুভারতমহাত্মা গান্ধীমিয়া খলিফাশেখ হাসিনামাইকেল মধুসূদন দত্তআসসালামু আলাইকুমভূমি পরিমাপবাংলাদেশে পালিত দিবসসমূহ