ব্যাটিং (ক্রিকেট)

ব্যাটিং ক্রিকেট খেলায় ব্যবহৃত একটি পরিভাষা। ব্যাটিং কলা-কৌশল একধরনের শিল্প যা ক্রিকেট ব্যাটের সাহায্যে ক্রিকেট বলকে আঘাতের মাধ্যমে রান সংগ্রহ করা হয় অথবা নিজের উইকেট রক্ষার কাজে ব্যবহার করা হয়। একজন খেলোয়াড় যদি বর্তমানে ব্যাটিং অবস্থায় থাকেন, তাহলে তিনি ব্যাটসম্যান হিসেবে চিহ্নিত হবেন। বলকে আঘাত করার কৌশলকে শট বা স্ট্রোক নামে অভিহিত করা হয়। স্পেশালিস্ট ব্যাটসম্যান পরিভাষাটি সচরাচর শুধু ব্যাটিংয়ে পারদর্শী খেলোয়াড়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এক্ষেত্রে তাকে ব্যাটসম্যানরূপে অভিহিত করা হয়ে থাকে। এছাড়াও, ব্যাটিংয়ে অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কেই ব্যাটার বলা হয়। আগে যা ব্যাটসম্যান বলা হতো। একইভাবে স্পেশালিস্ট বোলার পরিভাষাটি শুধু বোলিংয়ে পারদর্শী খেলোয়াড়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যদি একজন ব্যাটসম্যান ব্যাটিং এবং বোলিং - উভয় বিভাগেই সমান পারদর্শিতা অর্জন করেন, তাহলে তিনি অল-রাউন্ডারের মর্যাদা পান।

১৮৮৩ সালে ইংরেজ ক্রিকেটার ডব্লিউ. জি. গ্রেস গার্ড নিচ্ছেন

মহিলাদের ক্রিকেটে অংশগ্রহণকারী ব্যাটসম্যানকে ব্যাটসওম্যান পরিভাষা থাকলেও তাকে ব্যাটার নামে অভিহিত করা হয়। কিন্তু ব্যাটার শব্দটি পুরুষ ও নারী উভয় ধরনের ক্রিকেটে ব্যাপকভাবে ব্যবহার করা হয় সেপ্টেম্বর ২০২১ থেকে। ডন ব্রাডম্যান, সচিন তেন্ডুলকর বিশ্ব ক্রিকেট ইতিহাসে শীর্ষস্থানীয় ব্যাটসম্যানরূপে পরিচিত ব্যক্তিত্ব।

ব্যাটিং কৌশল

সম্পাদনা

ব্যাটিংকারী দলের প্রত্যেক ব্যাটসম্যানেরই মুখ্য উদ্দেশ্য থাকে কীভাবে নিরাপদে বোলারের বিরুদ্ধে ব্যাট করে রান সংগ্রহ করা যায়। সেলক্ষ্যে ব্যাটসম্যানকে অবশ্যই বোলারের কৌশল, ফিল্ডারদের অবস্থান, পিচের অবস্থা, নিজের শক্তিমত্তা ও দূর্বলতাসহ বিভিন্ন দিকসম্পর্কে অবহিত হতে হয়। বোলারের বিভিন্নভাবে বল ছোঁড়ার সাথে তাল মিলিয়ে নির্দিষ্ট দিকে বলকে ঠেলে দিয়ে সর্বনিম্ন আউটের ঝুঁকি নিয়ে ব্যাটসম্যানকে অগ্রসর হতে হয়। এ সফলতা অর্জনে গভীর মনোযোগ ও কলা-কৌশল অবলম্বন করতে হয়। খেলার অবস্থার উপর ব্যাটসম্যানের আগ্রাসী ভূমিকা ও কৌশল নির্ভরশীল। রান রেট ও নিজের উইকেট হারানোর হিসাব-নিকাশ এর সাথে জড়িত। টি২০ ক্রিকেট, টেস্ট ক্রিকেটএকদিনের আন্তর্জাতিক ক্রিকেট - এ তিনধরনের আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটিংয়ের কৌশল ভিন্নতর হয়ে থাকে।

পায়ের অবস্থান

সম্পাদনা

ব্যাটসম্যানের দাঁড়ানোর উপর পায়ের অবস্থান নির্ভরশীল। এর উপরই তার আউট হওয়া নির্ভর করে। আদর্শভাবে পায়ের অবস্থান হতে হবে আরামপ্রদ, স্বতঃস্ফূর্ত এবং ভারসাম্যপূর্ণ। দুই পায়ের ব্যবধান হবে সমান্তরালে ফাঁক রেখে ৪০ সেন্টিমিটার দূরত্বে।[১] পাশাপাশি সম্মুখের কাঁধ উইকেট বরাবর, মাথা বোলারের দিকে, ওজন সমান ও ভারসাম্য এবং ব্যাট পিছনের পায়ের পাতার কাছে। বল ছোড়া হলে ব্যাটসম্যান তার ব্যাটকে উপরে তুলবেন ও স্ট্রোক মারবেন। প্রয়োজনে নিজস্ব ওজনকে কাজে লাগিয়ে ও পায়ের উপর নির্ভর করে বলের উপর বল প্রয়োগ করে স্ট্রোক মারবেন। এর ফলে তিনি সহজেই বলকে গন্তব্যস্থানে প্রেরণ করতে পারবেন যা বোলারের হাত থেকে নিক্ষিপ্ত হয়েছিল। সাইড-অন স্ট্যান্স একটি সাধারণ বিষয় হলেও শিবনারায়ণ চন্দরপলের ন্যায় কিছুসংখ্যক আন্তর্জাতিকমানের ব্যাটসম্যান ওপেন অথবা স্কয়ার অন স্ট্যান্স ব্যবহার করে থাকেন।

টেস্ট ক্রিকেট

সম্পাদনা

যতদূর সম্ভব দলীয় রানকে উঁচুতে নিয়ে যাওয়ার পদক্ষেপ টেস্ট ক্রিকেটে লক্ষ্য করা যায়। এ স্তরের ক্রিকেটে ওভার সংখ্যা সীমাহীন থাকে। ফলে একজন ব্যাটসম্যান রান সংগ্রহের জন্য যথেষ্ট সময় পেয়ে থাকেন। পাঁচদিনব্যাপী টেস্টের প্রতিদিন সাধারণতঃ ৯০ ওভার খেলা হয়। উদ্বোধনী ব্যাটসম্যানদ্বয়রূপে তাদের কলা-কৌশল ও উইকেট রক্ষায় সক্ষমতাকে যাচাইপূর্বক মাঠে নামানো হয়। সকালে শুরু হওয়া ইনিংসের প্রথম ১-২ ঘণ্টা সাধারণতঃ বোলিংয়ের জন্য চমৎকার সময়। পেস ও পিচে বাউন্স তোলা যায় এবং বলকে বাতাসের সাহায্য কাজে লাগানো যায়।

শীর্ষস্থানীয় ব্যাটসম্যান

সম্পাদনা
আইসিসি শীর্ষ ১০ টেস্ট ব্যাটসম্যান
অবস্থাননামরেটিং
কেন উইলিয়ামসন৮৮৩
জো রুট৮৫৯
স্টিভ স্মিথ৮৪২
বাবর আজম৮২৯
মারনাস লাবুশেন৮২৬
ট্রাভিস হেড৮১৮
উসমান খাজা৭৯৬
ড্যারিল মিচেল৭৯২
হ্যারি ব্রুক৭৭৩
১০ রোহিত শর্মা৭৫৯
তথ্যসূত্র: আইসিসি প্লেয়ার র‌্যাঙ্কিংস ৩১ জুলাই, ২০২৩


আইসিসি শীর্ষ ১০ ওডিআই ব্যাটসম্যান
অবস্থানখেলোয়াড়ের নামদলের নামরেটিং
বাবর আজম  পাকিস্তান৮৬৫
বিরাট কোহলি  ভারত৮৫৭
রোহিত শর্মা  ভারত৮২৫
রস টেলর  নিউজিল্যান্ড৮০১
অ্যারন ফিঞ্চ  অস্ট্রেলিয়া৭৯১
জনি বেয়ারস্টো  ইংল্যান্ড৭৮৫
ফখর জামান  পাকিস্তান৭৭৮
ফাফ দু প্লেসিস  দক্ষিণ আফ্রিকা৭৭৮
ডেভিড ওয়ার্নার  অস্ট্রেলিয়া৭৭৩
শাই হোপ  ওয়েস্ট ইন্ডিজ৭৭৩
তথ্যসূত্র: রিলায়েন্স-আইসিসি র‌্যাঙ্কিংস, ইএসপিএন ৭ এপ্রিল, ২০২১


আইসিসি শীর্ষ-১০ টি২০আই ব্যাটসম্যান
অবস্থানপরিবর্তনখেলোয়াড়ের নামদলের নামরেটিং
দাউদ মালান  ইংল্যান্ড৮৯২
অ্যারন ফিঞ্চ  অস্ট্রেলিয়া৮৩০
বাবর আজম  পাকিস্তান৮২৮
ডেভন কনওয়ে  নিউজিল্যান্ড৭৭৪
বিরাট কোহলি  ভারত৭৬২
রাসি ফন ডার ডাসেন  দক্ষিণ আফ্রিকা৭৫৬
লোকেশ রাহুল  ভারত৭৪৩
গ্লেন ম্যাক্সওয়েল  অস্ট্রেলিয়া৬৯৪
মার্টিন গাপটিল  নিউজিল্যান্ড৬৮৮
১০ মোহাম্মাদ রিজওয়ান  পাকিস্তান৬৪০
তথ্যসূত্র: আইসিসি প্লেয়ার র‌্যাঙ্কিংস, ২৫ এপ্রিল, ২০২১


তথ্যসূত্র

সম্পাদনা
  1. Cricket: A guide book for teachers, coaches and players (Wellington: New Zealand Government Printer, 1984), p. 8.
🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধান২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপঈদুল আযহাআরাফাতের দিনরবীন্দ্রনাথ ঠাকুরকুরবানীকোকা-কোলাক্লিওপেট্রাদ্য কোকা-কোলা কোম্পানি২০২৪ কোপা আমেরিকাবাংলাদেশএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)তালবিয়াউয়েফা ইউরো ২০২৪সেন্ট মার্টিন দ্বীপআর্জেন্টিনা জাতীয় ফুটবল দলহজ্জতুফান (২০২৪-এর চলচ্চিত্র)মিয়া খলিফাফিফা বিশ্ব র‌্যাঙ্কিংকাজী নজরুল ইসলামবিদায় হজ্জের ভাষণআবহাওয়াগুয়াতেমালা জাতীয় ফুটবল দলইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)চন্দ্রবোড়াবাংলা প্রবাদ-প্রবচনের তালিকামোবাইল ফোনসুনেত্রাউয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপবাংলা ভাষাউইকিপিডিয়া:বৃত্তান্তওয়াকার-উজ-জামানভারতআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপআসসালামু আলাইকুমশাকিব খান