দশা (পদার্থ)

তাপগতিবিজ্ঞানে পদার্থের দশা বলতে কোন একটি প্রদত্ত ভৌত ব্যবস্থাতে অবস্থিত একটি তাপগতিবৈজ্ঞানিক অঞ্চলকে বোঝায় যা রাসায়নিকভাবে সুষম, ভৌতভাবে পৃথক এবং (সাধারণত) যান্ত্রিক উপায়ে পৃথকীকরণযোগ্য পদার্থ নিয়ে গঠিত।[১][২]:৮৬[৩]: একই দশাতে একটিমাত্র পদার্থ বা একাধিক পদার্থ মিশ্রিত থাকতে পারে। তিনটি প্রধান দশা হল কঠিন, তরলবায়বীয়। অন্যান্য যেসব দশার অস্তিত্ব প্রমাণিত হয়েছে, সেগুলির মধ্যে স্ফটিকীয়, কলয়েডীয়, কাচ, অনিয়তাকার ও প্লাজমা দশাগুলি উল্লেখযোগ্য।

পদার্থের বিভিন্ন দশা ও দশান্তর
দ্রুত গলে যাওয়া আর্গন মৌলের বরফের একটি ছোট টুকরোর কঠিন থেকে তরলে রূপান্তরের প্রক্রিয়া।

উদাহরণস্বরূপ একটি কাচের গ্লাসে অবস্থিত বরফের টুকরাযুক্ত পানিতে বরফের টুকরাগুলি একটি দশায়, পানি আরেকটি দশা, পানির উপরে অবস্থিত আর্দ্র বায়ু আরেকটি দশায় বিরাজ করে।

একই বিশুদ্ধ পদার্থ তাপমাত্রা ও চাপের ভিন্নতার কারণে বিভিন্ন দশায় বিরাজ করতে পারে। অর্থাৎ পদার্থের দশা তাপমাত্রা ও চাপের উপর নির্ভরশীল। যেমন কোনও কঠিন পদার্থের তাপমাত্রা যথেষ্ট পরিমাণ বৃদ্ধি করলে বা এর উপরে চাপ যথেষ্ট পরিমাণে হ্রাস করলে এটির কঠিন থেকে তরলে দশান্তর ঘটবে এবং এটি তরল পদার্থে পরিণত হবে।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Modell, Michael; Robert C. Reid (১৯৭৪)। Thermodynamics and Its Applications । Englewood Cliffs, NJ: Prentice-Hall। আইএসবিএন 978-0-13-914861-3 
  2. Enrico Fermi (২৫ এপ্রিল ২০১২)। Thermodynamics। Courier Corporation। আইএসবিএন 978-0-486-13485-7 
  3. Clement John Adkins (১৪ জুলাই ১৯৮৩)। Equilibrium Thermodynamics। Cambridge University Press। আইএসবিএন 978-0-521-27456-2 
🔥 Top keywords: ভারতের সাধারণ নির্বাচন, ২০২৪রবীন্দ্রনাথ ঠাকুরপ্রধান পাতাবাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের তালিকাআনন্দবাজার পত্রিকাবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগবাংলাদেশএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)রবীন্দ্রজয়ন্তীশেখ মুজিবুর রহমানআবহাওয়াভারতের সাধারণ নির্বাচন, ১৯৪৫বাংলা ভাষাকাজী নজরুল ইসলামরবীন্দ্রনাথ ঠাকুরের জীবন (১৮৬১–১৯০১)বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধছয় দফা আন্দোলনমিয়া খলিফাপহেলা বৈশাখমুহাম্মাদ২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপক্লিওপেট্রাবাংলা ভাষা আন্দোলনমৌলিক পদার্থের তালিকাইউটিউব২০২১ বাংলাদেশ ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফরবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনপশ্চিমবঙ্গবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহভারতদৈনিক প্রথম আলোভূমি পরিমাপসাইবার অপরাধশিল্প বিপ্লবআসসালামু আলাইকুমবাংলাদেশের শিক্ষামন্ত্রী