ইছামতী (উপন্যাস)

কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত শেষ প্রকাশিত উপন্যাস

ইছামতী কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (১৮৯৪-১৯৫০) রচিত শেষ প্রকাশিত উপন্যাস। ১৯৫০ সালের ১৫ই জানুয়ারি এটি মিত্রালয় প্রকাশনা থেকে সর্বপ্রথম প্রকাশিত হয়। তাঁর মৃত্যুর পর পশ্চিমবঙ্গ সরকার এই উপন্যাসের জন্য তাকে মরণোত্তর রবীন্দ্র পুরস্কার প্রদান করেন (১৯৫০-৫১)।

ইছামতী উপন্যাসের প্রচ্ছদ

পটভূমি সম্পাদনা

ইছামতি নদীকে কেন্দ্র করে রচিত এই উপন্যাসে বিভূতিভূষণের জন্মস্থান বারাকপুর তথা নিশ্চিন্দিপুরের মোল্লাহাটি নীলকুঠির কথা বিধৃত হয়েছে। উনিশ শতকের নীলবিদ্রোহের পটভূমিতে সাধারণ মানুষের উত্থান-পতনের মর্মন্তুদ ইতিহাস ধরা পড়েছে এই রচনায়। এই মোল্লাহাটি নীলকুঠির অত্যাচারকে অবলম্বন করেই উনিশ শতকের মধ্যভাগে নীলদর্পণ (১৮৬০) নাটকটি রচনা করেন দীনবন্ধু মিত্র

চরিত্র সম্পাদনা

  • ভবানী বাড়ুয্যে – প্রধান চরিত্র।
  • তিলু – ভবানীর সেবাপরায়ণা স্ত্রী।
  • খোকা – ভবানী ও তিলুর শিশু পুত্র।
  • শিপ্টন সাহেব – অত্যাচারী নীলসাহেব।
  • ভজামুচি – নীলকুঠির সহিস।
  • রামকানাই কবিরাজ – গ্রামের বৃদ্ধ কবিরাজ।

Anglo Indian life in rural bengal গ্রন্থের রচয়িতা Colswardi grant এই উপন্যাসের একটি চরিত্র।

পরবর্তী বাংলা সাহিত্যে প্রভাব সম্পাদনা

প্রমথনাথ বিশীর 'কেরী সাহেবের মুন্সী', বিমল মিত্রের 'সাহেব বিবি গোলাম', রমাপদ চৌধুরীর 'লালবাঈ' প্রভৃতি ইতিহাস-নির্ভর উপন্যাস রচনাক্ষেত্রে এই উপন্যাসটি দিশারীর কাজ করেছে।

দিনলিপিতে উপন্যাস রচনার উল্লেখ সম্পাদনা

১৯৪৩ খ্রিষ্টাব্দে বারাকপুরে অবস্থানকালে 'হে অরণ্য কথা কও' দিনলিপিতে বিভূতিভূষণ লিখেছেন,

[১]

উপন্যাস রচনার প্রস্তুতি হিসাবে বিভূতিভূষণের বিভিন্ন সময়ে লিখিত বিভিন্ন ডায়েরীতে মোল্লাহাটি ভ্রমণ ও নীলকুঠি পরিদর্শনের কথা পাওয়া যায়,

[২]

জীবনের গভীর উপলব্ধি সম্পাদনা

উপন্যাসের শেষাংশে কাহিনীর প্রধান চরিত্রের মুখ থেকে লেখক জীবনের গভীর সত্য ব্যক্ত করান,

তথ্যসূত্র সম্পাদনা

  1. বিভূতি-রচনাবলী, সপ্তম খন্ড, 'হে অরণ্য কথা কও' পৃ ৪৭৫
  2. বিভূতি-রচনাবলী, সপ্তম খন্ড, 'হে অরণ্য কথা কও' পৃ ৪৬৮
  1. বিভূতি উপন্যাস সমগ্র (২য় খন্ড), উপন্যাস সমগ্র, পৃষ্ঠা ১১৭০
🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানছয় দফা আন্দোলন২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপরবীন্দ্রনাথ ঠাকুরশেখ মুজিবুর রহমানকাজী নজরুল ইসলামভারতের সাধারণ নির্বাচন, ২০২৪বাংলাদেশবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধমহাত্মা গান্ধীক্লিওপেট্রা২০২৪ কোপা আমেরিকাবাংলা ভাষা আন্দোলনএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বিশ্ব দিবস তালিকাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতের প্রধানমন্ত্রীদের তালিকাসুন্দরবননরেন্দ্র মোদীমৌলিক পদার্থের তালিকাআবহাওয়াসাইবার অপরাধইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনপহেলা বৈশাখঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরমিয়া খলিফাইন্দিরা গান্ধীভারতবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহপদ্মা সেতুকামরুল হাসানভূমি পরিমাপব্রাজিল জাতীয় ফুটবল দলবায়ুদূষণপশ্চিমবঙ্গবাংলা ভাষাভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহ