৬৯ (যৌনাসন)

মৌখিক যৌনাসন

৬৯ (ফরাসি নাম soixante-neuf (69)) এটি এমন এক যৌনাসন যেখানে নারী, পুরুষ বা যৌনসঙ্গীরা এমন ভাবে পরস্পরের শরীরকে স্থাপন করে যাতে করে উভয়ই উভয়ের যৌনাঙ্গ মুখে নিয়ে চুষতে পারে বা মুখলেহন করতে পারে।[১][২][৩] এ যৌনাসনে অংশগ্রহণকারীরা একে অপরের বিপরীতে (অর্থাৎ পরস্পরের মুখ অপরের যৌনাঙ্গের দিকে থাকে যা অনেকটা ইংরেজি 69 এর মত) শরীরকে স্থাপন করে, তাই আসনটির এই নামকরণ করা হয়।[৪] এই আসন অনেকেই পছন্দ করে থাকে কারণ এখানে দুজনেই সমসাময়িকভাবে তৃপ্তি লাভ করে। তবে মূলত সমকামীদের মধ্যে এর প্রচার বেশি লক্ষ করা যায়।

পদ্ধতি সম্পাদনা

এ আসনে পরস্পরের লিঙ্গ বা যোনি অপরের মুখের কাছাকাছি থাকবে যেন তা চাইলেই মুখমেহন করা যায়। এ আসন ছেলে-ছেলে, মেয়ে-মেয়ে কিংবা ছেলে-মেয়ে সবার জন্যই অত্যন্ত আনন্দদায়ক। এখানে দুজনেই একত্রে পুলকিত হতে পারে।

এছাড়াও এ আসন বহুসঙ্গীর সাথেও করা যেতে পারে। অনেকে ডাবল রিমিং(Anilingus) ও করে থাকে এ আসনে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Rojiere, Jean (২০০১)। The Little Book of Sex। Ulysses Press। আইএসবিএন 1-56975-305-9 
  2. Julie Coleman, "Love, sex, and marriage: a historical thesaurus", Rodopi, 1999, আইএসবিএন ৯০-৪২০-০৪৩৩-৯, p.214
  3. Aggrawal, Anil (২০০৯)। Forensic and Medico-legal Aspects of Sexual Crimes and Unusual Sexual Practices। Boca Raton: CRC Press। পৃষ্ঠা 380আইএসবিএন 1-4200-4308-0 
  4. René James Hérail, Edwin A. Lovatt, "Dictionary of Modern Colloquial French", Routledge, 1990, আইএসবিএন ০-৪১৫-০৫৮৯৩-৭, p.484
🔥 Top keywords: প্রধান পাতাআনন্দবাজার পত্রিকাবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগবাংলাদেশএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলা ভাষারবীন্দ্রনাথ ঠাকুরমিয়া খলিফাবিশ্ব বই দিবস২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগআবহাওয়াহনুমান জয়ন্তীরাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনঅলিউল হক রুমিচেন্নাই সুপার কিংসশেখ মুজিবুর রহমানলখনউ সুপার জায়ান্টসকাজী নজরুল ইসলামইউটিউবতাপমাত্রাক্লিওপেট্রাভূমি পরিমাপবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতমুহাম্মাদসত্যজিৎ রায়বিকাশজনি সিন্সআসসালামু আলাইকুমছয় দফা আন্দোলনশ্রীকৃষ্ণকীর্তনআডলফ হিটলারচর্যাপদহনুমান চালিশাসহজ পাঠ (বই)হনুমান (রামায়ণ)বর্তমান (দৈনিক পত্রিকা)